India'র দুই পাশে দুইটা দ্যাশ। একটা আমাগো বাংলাদেশ আর আরেকটা ফাকিস্তান। একসময় অবশ্য একলগেই ছিল।
বাংলাদেশের জাতীয় প্রাণী রয়েল বেঙ্গল টাইগার। বিশ্বের সেরা বাঘ। আর ফাকিগো জাতীয় প্রানী মার্খোর। এইডা এক প্রকারের হিমালয়ান বন্য রাম ছাগল। যে কেউ চোখ বন্ধ করে বইলা দিতে পারবো যে ক্যাডায় বেশি powerful। কিন্তু একদিন এই রামছাগুরাই বাঘের পিঠে ছড়ি ঘুড়াইতে চাইলো। বাঘের ছোট বাচ্চা দেইখা তারা ভাবলো বিলাই। সেই বাচ্চা বাঘটা যেই না বড় হইল রামছাগুদের ঘাড় দিলো মটকাইয়া। অবশ্য দ্যাশ থাইকা ছাগু তাড়াইতে প্রতিবেশী বাঘেও হেল্প করছে। বাঘটা তখন মাত্র থাবা মারতে শিখছে, আইজ কিন্তু পরিণত।
দুক্ষের ব্যাপার রামছাগুরা পালানোর সময় তাগো এইদেশী সংস্করণ রাইখা গেছে। কালা ছাগল। দেশীয় কাঁঠাল পাতা খাইয়া তারা সংখ্যায় বাইড়া গেল। এই দ্যাশে থাকা রামছাগুগো কিছু এজেন্টরা সাহায্য করছে। আমাগো এক সরকার তাগোরে এত্ত ভালোবাসতো যে কারণে অকারণে মাইনষেরে কালা ছাগল দিয়া বেড়াইছে।
আইজ এইসব কালা ছাগল এত্ত বাড়ছে যে বিভিন্ন ব্লগেও ল্যাদাইতেছে। চড়-থাবড়েও তাগো লজ্জা হয়না। মগবাজারের পেমেন্টে সদা দিল-খুশ।
কিন্তু আইজ বাঘ আবার জাইগা উঠতাছে। প্রত্যেকদিনই কিছু না কিছু কালা ছাগল খোঁয়াড়ে ঢুকানো হইতেছে। ভালা দিন বুইঝা সবগুলারে জবাই দেওন হইবে।
আপনারা চাইলে ছবি দেইখাও কইতে পারেন ক্যাডায় বেশি শক্তিশালী।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
দেবাশিস মুখার্জি
[db.mukherjee.blog@gmail.com]
অল্পসল্প...কবিতা-গল্প...
মন্তব্য
কিভাবে মুক্তিযুদ্ধ দেশচিন্তা আর রম্য ক্যাটাগোরি পেল সেটা অবোধ্য থাকল। লেখা ভাল লাগেনি। দুঃখিত।
আপনার সকল প্রশ্নের উত্তরের ব্যাখ্যাসহ পুরো লেখাটা পুনরায় পোস্ট করতে চাই। সচল কর্তৃপক্ষকে মেইল করেছি। তার উত্তরের আশায়। তাদের উত্তর বুঝেই যা করার করবো।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
দেবাশিস মুখার্জি
[db.mukherjee.blog@gmail.com]
অল্পসল্প...কবিতা-গল্প...
কি জানি ভাই হয়তো আজকাল একটু কম বুঝছি অথবা ভুল বুঝছি। যাচ্ছেতাই ফালতু লেখার জন্য দুঃখ প্রকাশ করছি।
মুক্তিযুদ্ধঃ লেখাটা একটু প্রতীকি। রয়েল বেঙ্গল টাইগার আমাদের জাতীয় প্রাণী আর নাপাকিস্তানের মার্খোর। কিন্তু গল্পের বাঘ আমাদের আর ছাগল নাপাকিস্তানিদের প্রতিনিধিত্ব করেছে। একসময় ঐ নাপাকিরাই আমাদের শোষণ করতে চেয়েছে। আমরাও শোষণের শিকার হয়েছি এবং দীর্ঘ ২৪ বছর পর ঠিকই বাঘের মতন গর্জণ করে উঠেছি। বঙ্গন্ধুর ৭ মার্চ ভাষণ আর বাঘের গর্জণের সাথে আমি কোনই তফাৎ পাই না।আর প্রতিবেশি বাঘের সাহায্য বলতে বুঝিয়েছি ভারতের কথা। আমাদের জাতীয় প্রানী শুধু রয়েল বেঙ্গল টাইগার আর ভারতের জাতীয় প্রাণী সকল প্রকারের বাঘ।ভেবে দেখুন এবার মুক্তিযুদ্ধটা খুঁজে পান কি না??
দেশচিন্তাঃ আপনি যেহেতু ব্লগে আসেন, তাই অবশ্যই জানেন যে ছাগু কারা।আর এরা যে নাপাকিস্তানিপন্থী তাতে কি আপনার কোন সন্দেহ আছে??
ছাগুরা যে বিভিন্ন ব্লগে নানা ভাবে আমাদের মুক্তিযুদ্ধকে কটাক্ষ করার চেষ্টা করে তাতে কি কারো কোন সন্দেহ আছে?? আর ব্যাপারটাকে যে আমরা মগবাজারি কর্মকান্ড বলি তাও কি অজানা?? তাও না বুঝে থাকলে চিন্তা করুন যে মগবাজারে কোন রাজনৈতিক দলের অফিস আর আমাদের স্বাধীনতার যুদ্ধে তাদের কর্মকাণ্ড কী ছিল।
আর কোন সরকার এর সাথে জোট বেধে রাজাকারেরা ক্ষমতার স্বাদ পেয়েছে আর কোন রাজনৈতিক দল সরকারে গিয়ে ছাগল বিতড়ন কর্মসূচী পালন করেছে তাও কি অজানা?? জানা না থেকলে একটু জেনে নিন।
এবার বলুন এর সাথে দেশচিন্তার সংযোগ আছে কি না??
রম্যঃ সবশেষে বাঘ আর মার্খোর এর তুলনাটা একটু ভাবুন। এদের যুদ্ধের পরিণতি কী হতে পারে ভেবে দেখুন। আশা করি হাসি পাবে।
সব অভিযোগ নিয়েই কথা বললাম। এবার আমার তরফ থেকেই লেখার ভাষা নিয়ে বলি। ইচ্ছে করেই ভাষাটা এমন করেছি। কিঞ্চিৎ কিকৃত বানানের উদ্দেশ্যও তাই। আর এর উদ্দেশ্য নাপাকিদের উদ্দেশ্যে চরম তাচ্ছিল্য প্রকাশ। মুক্তিযুদ্ধের চরমপত্রের ভাষাতো একদম নদীয়ার শুদ্ধ চলতি বাংলা থাকতো না।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
দেবাশিস মুখার্জি
[db.mukherjee.blog@gmail.com]
অল্পসল্প...কবিতা-গল্প...
একদম বসতা পচা লেখা !
হ্যাঁ লেখাটা খুব একটা ভালো হয়নি। আর ভাল লেখাও যে সকলের ভালো লাগবে তাও না। আর জন্য অবশ্য সমালোচনা করবেন। তবে তা হওয়া উচিত গঠনমূলক।
আমার জানতে খুব ইচ্ছে করে যে আজ পর্যন্ত আপনি ক'টা লেখা লিখেছেন। আর 'বসতা পচা' লেখার আগে জানা উচিত এর সঠিক বানান কী আর এর সঠিক উচ্চারণই বা কী।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
দেবাশিস মুখার্জি
[db.mukherjee.blog@gmail.com]
অল্পসল্প...কবিতা-গল্প...
প্রিয় কর্তৃপক্ষ,
নীতিমালা অনুযায়ী আপনারা যেকোন লেখাই যেকোন সময় মুছে দিতে পারেন। তবে মুছে ফেলার কারণটা স্পষ্টভাবে বলে দিলে আমাদের মতন যারা টুকটাক লিখতে চেষ্টা করে তাদের জন্য ভাল হয়।
নীড়পাতা থেকে লেখাটা মুছে দেবার কারণ যদি হয় বিভাগ নিয়ে সমস্যা (একজন তার অভিযোগ জানিয়েছেন) তো লেখাটা প্রকাশ করার আগেই তা দেখা উচিত ছিল। আর প্রকাশ যখন করেছেনই তখন মাত্র কিছু মানুষ দেখার পরেই লেখাটা না সরিয়ে আরেকটু অপেক্ষা কি করা উচিত ছিল না?? আমিও একটু দেখতাম যে কত জন এই লেখাটাকে গাল দেয়।গাল না খেয়ে লেখা শেখাটা কি সহজ??
বিশেষ দ্রষ্টব্যঃ আমি কারণ জানানোর অনুরোধ জানিয়ে মেইল করেছি গতকালকেই। অথচ এখনও উত্তর পাই নি। তাই এখানেই মন্তব্য করলাম। আশা করি এই মন্তব্যটা প্রকাশ করবেন এবং উত্তরটা এখানেই দিবেন।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
দেবাশিস মুখার্জি
[db.mukherjee.blog@gmail.com]
অল্পসল্প...কবিতা-গল্প..
হুম অবশ্যই অটো-রিপ্লাই পেয়েছি। কর্তৃপক্ষের প্রতি সম্মান রেখেই বলছি অবশ্যই আপনাদের যেকোন সময় যেকোন লেখা সরিয়ে নেবার অধিকার আছে। তবে আমি বা আমাদের মতন লেখকদের যদি কারণটা জানিয়ে দেওয়া হয় তো আমাদের জন্য খুব ভালো হয়।আর আমি ভালো করেই জানি যে আমি এমন কোন লেখক না বা আমার লেখায় এমন কিছু নেই যা নিয়ে আমি বলে বসবো, "কেন মুছে দিয়েছেন??" আমার যোগ্যতা অনুযায়ী কি অনুরোধও করা যাবে না??
যদি তাও না করা যায় তো আমি দুঃখিত।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
দেবাশিস মুখার্জি
[db.mukherjee.blog@gmail.com]
অল্পসল্প...কবিতা-গল্প...
আমার কিন্তু ভালই লাগল। ছাগুদের ভ্যা ভ্যা তে কান দেবেন না।
কামরুল হাসান রাঙা
রাঙা ভাই, অরেজিষ্টার্ড ছাগুদের মম্তব্য নিয়ে কথা নেই। তবে দুটো রেজিষ্টার্ড ছাগু পেলাম এখানে যারা লেখাটা পছন্দ করেননি বলে ভ্যা ভ্যা করেছেন (আপনার মতে)। এরা হলেন হাফ সচল সাফি এবং ফুল সচল প্রকৃতিপ্রেমিক।
======================================
অন্ধকারের উৎস থেকে উৎসারিত আলো, সেইতো তোমার আলো।
সকল দ্বন্ধ বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেইতো তোমার ভালো।।
------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।
আপনার মন্তব্যটা বেশ আপত্তিকর লাগলো।
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
সহমত।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
দেবাশিস মুখার্জি
[db.mukherjee.blog@gmail.com]
অল্পসল্প...কবিতা-গল্প...
সহমত।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
দেবাশিস মুখার্জি
[db.mukherjee.blog@gmail.com]
অল্পসল্প...কবিতা-গল্প...
তাসনীম ভাই এবং অন্যান্যেরা, মন্তব্য আপত্তিকর মনে হলে দুঃখ প্রকাশ ও ক্ষমাপ্রার্থনা করছি।
পাঠকের অধিকার আছে লেখা পড়ার এবং মন্তব্য করার। ভালো লাগা না লাগা বিষয়টা একান্তই পাঠকের। এবং এটাকে ব্যাক্ত করাও পাঠকের অধিকার। মন্তব্যে আলোচনার মাধ্যমে লেখায় অনুপস্থিত ও অন্তর্নিহিত বিষয়গুলোরও খোলাসা হতে পারে। কিন্তু সেক্ষেত্রে রাঙা ভাইয়ের মন্তব্যটা আদৌ কি ঠিক ছিলো? লেখা অপছন্দ করে মন্তব্য বললেই ছাগুদের ভ্যা ভ্যা, এটা অন্ততঃ আমার কাছে ভালো লাগলোনা।
রেজিষ্টার্ড-আনরেজিষ্টার্ড প্রশ্নটা এসেছে যে অতিথি লেখকদের পরিচয় ভ্যারিফিকেশনের কোনও ব্যবস্থা সচলে নেই। খালেক এসে মালেকের নাম দিয়ে কিছু লিখে দিয়ে যেতে পারে। সেখানে রেজিষ্টার্ড সচলদের ব্যাপারে পরিচয়টা নিশ্চিত থাকে। অতিথি আজ আছেন কাল নাও থাকতে পারেন কিন্তু সচলরা ধরে নেওয়া যায় পরিবারের সাথে স্থায়ী সদস্য হিসেবেই থেকে যাবেন।
সচলে ছাগু বলতে আমরা একটা নির্দিষ্ঠ গোষ্টিকে বুঝি। রাঙা ভাইয়ের মন্তব্যের আমি যে ব্যাখা পেয়েছি তাতে লেখা অপছন্দকারীকে ঢালাওভাবে ছাগু বলাটা যুক্তিসংগত হয়নি। লেকা দুই আঙ্গিক থেকে অপছন্দনীয় হতে পারে। একঃ বিষয় দুইঃ আর্টিকুলেশন। আমার মনে হয় না যে বিষয়ের মেরিটে কারোই তেমন কোনও সমস্যা আছে। তাই ছাগু প্রসঙ্গ এখানো একান্তই অনাবশ্যক।
======================================
অন্ধকারের উৎস থেকে উৎসারিত আলো, সেইতো তোমার আলো।
সকল দ্বন্ধ বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেইতো তোমার ভালো।।
------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।
রাঙ্গা ভাইয়ের মন্তব্যটাকে এমন দিকে না নিয়ে আসাটাই ভালো ছিল।
আর উনি তো কোথাও রেজিস্টার্ড কিংবা আন্রেজিস্টার্ড কথা বলেনন।
ভাই, যদি কিছু মনে না করেন তো দুটা কথা বলি:
আপনি যে রম্য লিখেছেন তা আমার কাছে তেমন ভালো লাগেনি। এধরনের লেখা খুবই হালকা পরিবেশে চলে কিন্তু পাঠক হিসেবে লেখার কোন উদ্দেশ্য বা বক্তব্য পাইনা। সব লেখার বক্তব্য থাকতে হবে তা নয়, তবুও লেখাটা একটু আউট অব নো হয়্যার মনে হলো। আমাদের কালো ছাগল যে রামছাগলের ফেলে যাওয়া সেটা তো ঠিক নয়। আপনি যা বোঝাতে চেয়েছেন সেটা বুঝতে পারছি কিন্তু তবুও একটু কেমন যেন। (বিশেষ করে ছবি দিয়ে দেখানো যেগুলোর কোন সূত্রও দেননি। আমার ধারণা এই ছবিগুলো আপনার তোলা নয়)।
আরেকটা বিষয় সচলায়তনে আমার অভিজ্ঞতার আলোকে বলি:
নতুন অনেককেই দেখা যায় পুরনো সচলদের লেখাকে (আপাতদৃষ্টিতে মনে হয়) না পড়েই হু হ্যাঁ করে; প্রায়ই সহমত, একমত জানায়। অনেকটা ট্রেইল ধরে হাঁটার মতো, পিছে পিছে হাঁটতে থাকে। আমার কাছে জিনিসটা একটু অস্বস্তিকর। অনেকদিন ধরেই তো আছি, তাই বললাম। আবার অনেকেই (হয়তো গ্রহণযোগ্যতা বাড়াতে) এমনভাবে এমন কিছু টপিক নিয়ে লেখে যেগুলোর আসলে কোন প্রয়োজন আছে বলে মনে হয়না। অবশ্যই পরিস্থিতি এবং ক্ষেত্রবিশেষে সেরকম লেখা রম্য বলে চালানো যায় কিন্তু অনেক সময়ই সেই উদ্দেশ্য সফল হয়না।
উপরের মন্তব্যে লিখেছেন লেখাটা আপনি পরিবর্তন/পরিবর্ধন করতে ইচ্ছুক। আগের একটি পোস্টেও একই রকম পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। আমার ধারণা আপনি লিখতে গিয়ে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন। মানে কী নিয়ে লিখবেন সেটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকেন। সব সময়ই লিখতে হবে এমন কেন হতে হবে? আর সচলায়তনের মুড বোঝার জন্য সচলের সাথে লেগে থাকেন, সময় দেন। এক/দুই মাস আসলে কিছুই নয়, আমার মনে হয় দীর্ঘ দিন সচলের সাথে থাকা উচিত। সাথে এক ধরনের প্যাশনও থাকতে হবে। তাহলেই দেখবেন সবকিছু সুন্দরভাবে চলছে।
কি বলতে চাইলাম তা বোঝাতে পারলাম কিনা নিশ্চিত নই। তবে আপনাকে আহত করার জন্য নয়, বরং কিছুটা সহায়তা করার জন্যই বললাম। ভালো থাকুন।
হ্যাঁ, আগে একবার অনেক অভিযোগের মুখে লেখা সরিয়ে দিতে অনুরোধ করেছিলাম। তারপর সেটা নিয়ে য়ারো গভীর গবেষণা চলছে। আমার কিছু ভুল ছিল আর অভিযোগের কিছুও ভুল ছিল। আশা করি ভবিষ্যতে লেখাটা গুছিয়ে আবার দিবো।
না আমি এবার আর কোন পরিবর্তন আর পরিবর্ধন করতে চাই নি।আমি বলেছিঃ
এখানেই করতে পারি। কিন্তু তা কি কেউ দেখবে?? নীড়পাতা থেকে তো সরিয়েই দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ যদি লেখাটা নীড়পাতায় ফিরিয়ে নেয় তবে ব্যাখ্যাটাও দিব যাতে থাকবে প্রথম মন্তব্যের বিশদ উত্তর। সেখানে ছবির উদ্দেশ্যও তুলে ধরবো।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
দেবাশিস মুখার্জি
[db.mukherjee.blog@gmail.com]
অল্পসল্প...কবিতা-গল্প...
দেবাশিস দা,
লেখা নতুন করে পোস্ট না করাই ভাল। আপনি যা ব্যাখ্যা করার বা ভুলবোঝাবুঝি নিরসনের জন্য কিছু লিখলে সেটা মন্তব্যেই দেয়া ভালো। তাহলে পুরো জিনিসটার হিস্টোরি থাকে। নীড়পাতা থেকে সরে গেলেও সচলের লেখা নানাভাবে এ্যাক্সেস করা যায়। আর আপনার ব্যাখ্যা তখনই মিনিংফুল যখন এই পোস্ট কেউ পড়বে, তাই না?
ভালো থাকবেন।
হ্যাঁ, ভাই। আমি উপরে সাফি ভাইয়ের মন্তব্যের উত্তরে ব্যাখ্যাটা দিলাম। ভাই, একটু দেখুন। আমি যেমনটা ভেবে লিখেছি এবং এটা নিয়ে যা ভাবি সেই ব্যাখ্যাটা তুলে ধরলাম। দেখুন, গ্রহণযোগ্য হয় কি না! শুধু আমার মতন করে ভাবলেই হবে না, বাকিদেরকেও তা সমর্থন করতে হবে।
আমার কোন কথায় কোন কষ্ট দিয়ে থাকলে আমি দুঃখ প্রকাশ করছি।
আপনিও ভালো থাকবেন।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
দেবাশিস মুখার্জি
[db.mukherjee.blog@gmail.com]
অল্পসল্প...কবিতা-গল্প...
দারুন লেখা ।।। keep it up.
অতিথি... অতিথির পরিচয়টা গোপন না করলে আমার জন্য ভালো হত। যদি আপনি আমার লেখাকে সত্যিই ভালো বলে থাকেন, তারপরো প্রশ্ন চলে আসতেই পারে যে উপরের মন্তব্যটা আমিই আবার লিখে দিয়েছি কিনা। ভাই, কথা বলার মাঝে কোন সমস্যা দেখলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এই লেখাটা নিয়ে আমাকে অনেক কথাই বলতে হলো। তাই একটু ক্ষোভ প্রকাশ করে ফেলতেই পারি।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
দেবাশিস মুখার্জি
[db.mukherjee.blog@gmail.com]
অল্পসল্প...কবিতা-গল্প...
নতুন মন্তব্য করুন