কাজ নেই তো খৈ ভাজ /***\ মেঘ রোদ্দুর

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ৩০/১১/২০১০ - ৫:৩৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

অনেক কাহিনি করে কপালে শেষমেষ একটা ক্যামেরা জুটলো। কিন্তু জুটলে কি হবে…. ফটুক তোলার কোন বিদ্যেই আমার পেটে নেই। তবুও চেষ্টা করি। জানিনা কতটুকু পারি। তবে আর কিছু হোক না নাই হোক , নিজের মনের খোরাক তো ঠিকই জুটে যায়….. আমি বাপু এতেই খুশি। আহামরি কিছু করার কথা কখনোই মাথায় আসে না….

তাছাড়া ছবি তোলার জন্য আলাদা কোন সময়ও তেমন বের করা সম্ভব হয় না। চলতে ফিরতে চোখের সামনে যা পড়ে তাই শুট করে বসি। তবে একটা কথা মনে প্রাণেই মানি…… ফটোগ্রাফির নেশাটা আসলেই খুব ভয়ংকর। যাকে এ নেশায় একবার পেয়েছে তার আসলেই খবর আছে। শেষ পর্যন্ত অবস্থা এমন দাঁড়ায় যে, শাটার না টিপতে পারলে যেন পেটের ভাত হজম হতে চায় না। আসলেই এ এক বিশ্রী নেশা। অনেক সময় দেখা যায় …. হয়তো পড়তে বসেছি আর পড়ার টেবিলে ক্যামেরার লেন্সটা আমার দিকে ড্যাবড্যাব করে তাকিয়ে থাকে। তখন কেমন লাগে….??? বাধ্য হয়েই তখন ক্যামেরাটা হাতে নিয়ে র‍্যানডম শাটার টিপতে থাকি। আবার দেখা যায়, হয়তো সবাই মিলে আড্ডায় মশগুল এরই মাঝে আমি কীনা শাটার টেপা শুরু করে দেই। ফলশ্রুতি তে কপালেও জোটে গালি….। কিন্তু কী আর করা…..গালি খেয়েও শাটার টিপে চলি……

যাই হোক….. পড়াশুনায় ফাঁকি দিয়ে আর গালিগালাজ শুনেও যেসব ছবি তুলতে পেরেছি তারই কিছুটা সবার সাথে শেয়ার করলাম। একেবারেই কাঁচা হাতের ছবি…..জানিনা সবার কেমন লাগবে!

auto

auto

auto

auto

auto

auto

auto

auto

auto

auto

auto

auto

auto


মন্তব্য

অতন্দ্র প্রহরী এর ছবি

কয়েকটা ছবি খুবই দারুণ লাগলো! লেগে থাকুন। আরো ছবি তুলুন। শেয়ার করুন। শুভকামনা থাকল। এবং সচলায়তনে স্বাগতম (এটাই প্রথম পোস্ট হয়ে থাকলে, আগে চোখে পড়ে নি)। হাসি

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ ,
চেষ্টা করবো , ভবিষ্যতে আরো পোস্ট দেবার....

নীলকান্ত এর ছবি

কয়েকটা ছবি আসলেই মারাত্মক। লেগে থাকুন।
আমিও ক্যামেরা নিব নিব ভাবছি।


আমি মেঘের দলে আছি, আমি ঘাসের দলে আছি


অলস সময়

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

ছবিগুলো বেশ ভালো লাগলো। চালিয়ে যান, থামবেন না।

অতিথি লেখক এর ছবি

এভাবে সবার কাছ থেকে উৎসাহ পেলে অবশ্যই চালিয়ে যাবো।

অম্লান অভি এর ছবি

ইত্যাবসরে আপনাকে স্বাগতম সচলায়তনে। আপনার ছবির ঝোক আর শখ সবই বলেন। কিন্তু ক্যামেরার কারিগরি জানালেন না! ছবিক্রম উপর থেকে ৩ ও ৪ দারুণ কম্পোজিশন। আর হাসের ছবিতে কি যেন মায়াবিষ্টতা আছে। সাবজেক্ট বেইজড শেষ ছবিটি প্রকৃতির প্রাকৃতিকতা ভালো লাগল। প্রত্যাশা আগামীতে আপনার দিকে ড্যাবড্যাব করে থাক লেন্সের সংগ্রহ উন্মোচন করবেন। ভালো থাকবেন।

মরণ রে তুহু মম শ্যাম সমান.....

অতিথি লেখক এর ছবি

প্রত্যাশা পূরণের সর্বোচ্চ চেষ্টাই থাকবে..... হাসি

অতিথি লেখক এর ছবি

মারাটিল!!!!!!!!!!!!!!!!!!!(মারাত্মক+জটিল)

অতিথি লেখক এর ছবি

আপনাকেও ধইঞ্চা..... (ধইন্যাটা বেশ কমন হয়ে গেছে.... দেঁতো হাসি)

রাতঃস্মরণীয় এর ছবি

কাচা হাতে তুললেও বেশ কয়েকটা ছবি কিন্তু পাকা হতে তোলার মতোই হয়েছে। আপনার সেন্স ভালো। লেগে থাকেন।

======================================
অন্ধকারের উৎস থেকে উৎসারিত আলো, সেইতো তোমার আলো।
সকল দ্বন্ধ বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেইতো তোমার ভালো।।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ....
লেগে থাকার চেষ্টাতেই আছি....

তাসনীম এর ছবি

ছবি ভালো লেগেছে। সচলে স্বাগতম।

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

অতিথি লেখক এর ছবি

হাসি

মূলত পাঠক এর ছবি

দারুন সব ছবি। ফরম্যাটিং নিয়ে সমস্যা আরো অনেকেরই হচ্ছে, রণদীপম বসুর ছবিতেও দেখলাম, এ নিয়ে সচলায়তনের পক্ষ থেকে একটা হেল্প গাইড মার্কা পোস্ট বেরোলে ভালো হয়।

সাইফ তাহসিন এর ছবি

আপনার কাছ থিকা দূরে থাকন লাগব, যাই দেখেন তাই 'শুট' করেন, আপনে কি ড়্যাবের কর্মকর্তা নাকি? চোখ টিপি হো হো হো

ফ্লিকার থেকে এম্বেড কোড নেবার সময় সঠিক মাপের লিংকটা নিলে পাতা ভরে ছবি আসে, সেই সাথে প্রতিছবির নিচে এক লাইন ২লাইন করে নাম এবং ক্যাপশন দেবার চেষ্টা করেন, তাতে ছবি তোলার সময় আপনার মাথায় কি ঘুরছিল তা আমরাও জানতে পারি, তাতে আনন্দটা বাড়ে। আর মাপের ব্যাপারে, পোর্ট্রেইট ছবির আকার নিবেন medium 640 (426x640). ল্যান্ডস্কেইপ ছবির জন্যে নিবেন সেই একই medium 640 (640x426). এই মাপে এবং এক বর্ডার থেকে অন্যবর্ডার পর্যন্ত ছবি আসে। আর যদি ক্যাপশন না দেন তবে প্রতিছবির মাঝে অন্তত ২ লাইন ফাঁক দেন, তাতে করে একটা ছবি আরেকটার ঘাড়ে চড়ে বসবে না।

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

অতিথি লেখক এর ছবি

না ভাই.....আমি র‍্যাব-ট্যাবের লগে নাইক্কা.... চোখ টিপি
ট্রিক্সগুলো শিখিয়ে দেবার জন্য অনেক ধন্যবাদ..... পরবর্তী সময়ে এটা মাথায় থাকবে.....

অতিথি লেখক এর ছবি

কয়েকটা ছবি খুব ভাল এসেছে!!!

--- থাবা বাবা!

অতিথি লেখক এর ছবি

সবগুলি ছবিই দারুন। ক্যামেরা specification??? (আমারও ছবি তোলা অনেক সখ।

অতিথি লেখক এর ছবি

আমি শুধুমাত্র একটা পয়েন্ট এন্ড শুট ক্যামেরা ব্যবহার করেছি....
ক্যামেরা মডেল Smsung ES70
আর সফটওয়্যার ব্যাবহার করেছি 'Gimp'

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

দারুন সব ছবি!

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

১ আর তিন সিরাম... বাকীগুলাও ভালু... চালায়ে যান
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

অনিন্দ্য রহমান এর ছবি

ভালৈসে ...


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

কৌস্তুভ এর ছবি

সোন্দর বটেক। হাসি

রণদীপম বসু এর ছবি

আপনার ছবিগুলো দেখার পর মনে হচ্ছে মাথাটা আমার সত্যি সত্যি নষ্ট হয়ে যাবে !
দুর্দান্ত লাগলো !
চলুক তাহলে !!

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

অতিথি লেখক এর ছবি

চেষ্টায় আছি দাদা....
দেখি....কদ্দুর কী চালাতে পারি.....
********************************************
মেঘ রোদ্দুর

দিগন্ত বাহার [অতিথি] এর ছবি

দারুন সব ছবি...শেয়ার না দিয়া পারলাম না!!!
(৫নং থেকে থীমটা গুবলেট করে ফেলিছি, হয়ত দোষটা আমারই মন খারাপ)

আনন্দী কল্যাণ এর ছবি

৩,৪, মহিষ আর শেষ ছবিটা খুব ভাল লাগল, হাসি

নীড় সন্ধানী এর ছবি

১, ৩, ৭, ১০ চমৎকার। এই ক্যামেরা দিয়ে এত সুন্দর ছবি আসে? ৭ নাম্বারে অপরাজিতার রংটা মনোমুগ্ধকর।

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
এ ভ্রমণ, কেবলই একটা ভ্রমণ- এ ভ্রমণের কোন গন্তব্য নেই,
এ ভ্রমণ মানে কোথাও যাওয়া নয়।

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

শুভাশীষ দাশ এর ছবি

ব্যাপক লাগছে।

-----------------------------------------------------------
অভ্র আমার ওংকার

অতিথি লেখক এর ছবি

ছবি গুলা দারুন হয়েছে, বিশেষ করে তিন নম্বরটা।

অনন্ত

তিথীডোর এর ছবি

দেখতে হবে তো, ভাইটা কার খাইছে
সচলে স্বাগতম পুচকুন! (তালিয়া)

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

দেখতে হ

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

অতিথি লেখক এর ছবি

হ..... দেঁতো হাসি
তুমি সাহস না জোগালে এখানে লেখার সাহস আমার এ জন্মেও হত কীনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে..... খাইছে
অনেক ধইঞ্চা-রে আপু......

অতিথি লেখক এর ছবি

সবাই ভাল লাগার কথা বলেছে । আমিও তাই বলবো । তবে ২ নং ছবিটা মজার হয়নি কেন জানি...৪ নং ছবিটা রীতিমত থ্রিডি মনে হয়েছে। বাকী গুলোও বেশ।

পিয়েতা

অতিথি লেখক এর ছবি

আগেই তো বেলেছি....এগুলো নিতান্তই কাঁচা হাতের কু-কীর্তি..... খাইছে
সব ভালো ক্যামনে হবে.....???

*******************************************
মেঘ রোদ্দুর

দ্রোহী এর ছবি

গুলি করতে জানলে পয়েন্ট অ্যান্ড শুট দিয়েই লাশ ফেলে দেয়া যায়।

হাসি

দুর্ধর্ষ সব ছবির জন্য পাঁচতারা।


কাকস্য পরিবেদনা

সুহান রিজওয়ান এর ছবি

ভালো লেগেছে। সচলায়তনে স্বাগতম।

_________________________________________

সেরিওজা

ওডিন এর ছবি

দ্রোহী লিখেছেন:
গুলি করতে জানলে পয়েন্ট অ্যান্ড শুট দিয়েই লাশ ফেলে দেয়া যায়।

হাসি

এক্কেবারে সত্যি কথা! দেঁতো হাসি

কীর্তিনাশা এর ছবি

মুগ্ধ হলাম।
সচলে স্বাগতম !

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

অতিথি লেখক এর ছবি

১ আর ৩ খুব ভাল লাগলো...

"চৈত্রী"

দুর্দান্ত এর ছবি

উপাদেয়। চলতেই থাকুক। স্বাগতম।

বইখাতা এর ছবি

চলুক তিন নম্বরটা দারুণ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।