নিয়মেরই খেলারে ভাই! নিয়মেরই খেলা!
নিয়মগুলো বুঝতে বুঝতে যায় গড়িয়ে বেলা।
বেল গড়িয়ে নামলো আঁধার, আকাশ ভরা তারা।
এরই মাঝে আমার পানে পবন দিল সাড়া।
তারার কথা ভাবতে ভাবতে ঘুমটা চলে আসে,
চোখটা মেলে বিস্মিত হইঃ সুয্যি মামা হাসে!
নদীর পাড়ে শুয়ে আছি সবুজ ঘাসে মাঝ,
পাখিগুলো গান গেয়ে যায়, এটাই ওদের কাজ।
উপর দিকে চেয়ে দেখি আকাশটা তো নীল,
বৃষ্টি শেষে করছে খেলা রঙধনু বর্ণিল।
মেঘের কথা ভাবতে ভাবতে মেঘের দেশে যাই,
সবুজ ঘেরা বন-পাহাড়ে হারিয়ে যেতে চাই।
পাহাড় চূড়ায় দাঁড়াই আমি, মেঘটাকে ছোঁয় আঁখি,
এমনি করে মনের মাঝে নানান ছবি আঁকি।
ভাবতে থাকি অবাক মনে প্রকৃতির বিস্ময়,
সৃষ্টিকর্তার ভালোবাসা মানবের না সয়।
নিয়মগুলো ভাঙ্গতে থাকে, নতুন নিয়ম বানায়,
সৃষ্টিগুলো করছে ধ্বংশ নানান বাহানায়।
একদিন এই থাকবে না গাছ, গাইবে না পাখি গান,
বসুধারা তার রঙ হারাবে, হয়ে যাবে সব ম্লান।
আছে এখনও সময় বাকি, প্রকৃতির নিয়মে ফিরে
সাজাই বিশ্ব সবুজে-শ্যামলে, পাখি রবে তার নীড়ে।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
দেবাশিস মুখার্জি
[db.mukherjee.blog@gmail.com]
অল্পসল্প...কবিতা-গল্প...
মন্তব্য
কবিতার বিষয়বস্তু খুবই ভালো। কিন্তু শব্দের ব্যবহার খুব পুরনো, সাধারণ বানানেরও ভুল আছে, ইত্যাদি...................। সমসাময়িক লেখক, কবিদের লেখা আরো বেশি বেশি পড়তে হবে। আর লেখা চালিয়ে যেতে হবে। থামলে শেষ। শুভ কামনা থাকলো।
দাদা, আপনি মন্তব্য পড়েছেন আমি তাতেই অনেক খুশি। আপনাকে ধন্যবাদ।
আমি একটা বানান ভুল পেলামঃ ধ্বংশ >> ধ্বংস
এটা জানাই ছিল। এটা কে টাইপিং বিচ্যুতি বলতে পারেন।
দাদা, আর কোন্ কোন্ বানানে ভুল তা ধরিয়ে দিলে আমার জন্য খুব ভালো হত। আশা করি আপনি আমার এ উপকারটা করবেন।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
দেবাশিস মুখার্জি
[db.mukherjee.blog@gmail.com]
অল্পসল্প...কবিতা-গল্প...
বাহ, বেশ লাগলো তো! আরো বেশি বেশি লিখুন না!
-----------------------------------
যে মাঠে ফসল নাই তাহার শিয়রে
চুপে দাঁড়ায়েছে চাঁদ — কোনো সাধ নাই তার ফসলের তরে;
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
দাদা, ধন্যবাদ। টুকটাক লেখি। আপনাদের প্রেরণা পেলে আরো লেখার উৎসাহ পাবো।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
দেবাশিস মুখার্জি
[db.mukherjee.blog@gmail.com]
অল্পসল্প...কবিতা-গল্প...
কবিতাটা পড়লাম। লেখক কি খুব খারাপ লিখেছে? অন্তত আমার তা মনে হয় না। আমরা অবশ্যই বিশ্বকবির মানসম্পন্ন কোন কবির কবিতা এখানে পড়তে আসি না। অথন কোন এক সচল ১ ভোট দিয়ে লেখাটাকে অপমান করলো। নিরপেক্ষ দৃষ্টিতে ভেবে দেখুন এটা কি ১ ভোট দেবার মতন কবিতা? বেশি কিছু বলবেন যে এই লেখকের সাথে আমার কি সম্পর্ক। এর সাথে কোন সম্পর্ক না থাকলেও সচলে মাঝে মাঝে আসি এবং টুকটাক পড়ি, তবে কখনো মন্তব্য করি না। একটা জিনিস প্রায়ই চোখে পরে যে নতুন লেখকদের ছোট করার প্রচেষ্টা অনেক সচলদের মাঝেই রয়েছে। এভাবে কি কোন কিছু দমিয়ে রাখা যায়? আজ মন্তব্য করলাম। কি জানি এটা প্রকাশ হবে কি না।
দাদা, অনেক ধন্যবাদ।এমন মন্তব্য করবেন না দয়া করে।যার একটা '১ ভোট' দিতে ইচ্ছে করেছে সে দিয়েছে, কারণ তার ভালো লাগে নি।আর কেউ তো পড়েই দেখলো না।তাই মনে বুঝতে পারছি যে লেখাটা খুব একটা ভালো হয় নি।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
দেবাশিস মুখার্জি
[db.mukherjee.blog@gmail.com]
অল্পসল্প...কবিতা-গল্প...
এই কবিতাটা আমার অনেক ভালো লেগেছে!
দেবাশিস দা, আপনি আরও কবিতা লিখতে থাকুন। আপনার জন্য শুভকামনা রইল।
"নিয়মেরই খেলারে ভাই! নিয়মেরই খেলা!
নিয়মগুলো বুঝতে বুঝতে যায় গড়িয়ে বেলা।"---- খুব ভালো লাগল কথাগুলো।
--শাহেদ সেলিম
দাদা, অনেক ধন্যবাদ। আরো লেখার চেষ্টা করবো; কিন্তু কবিতা যে কেউ পড়েই দেখে না।বরং একটা '১ ভোট' পড়েছে।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
দেবাশিস মুখার্জি
[db.mukherjee.blog@gmail.com]
অল্পসল্প...কবিতা-গল্প...
নতুন মন্তব্য করুন