আইলো পাড়ায় সুন্দরী এক মাইয়া

খন্দকার আলমগীর হোসেন এর ছবি
লিখেছেন খন্দকার আলমগীর হোসেন [অতিথি] (তারিখ: মঙ্গল, ০৭/১২/২০১০ - ৭:৫১অপরাহ্ন)
ক্যাটেগরি:

আইলো পাড়ায় সুন্দরী এক মাইয়া,
মন শুধু চায় দেখতে তারে চাইয়া,
সুযোগ পেলে পিরিত করি যাইয়া।

সকাল বেলা বারান্দাতে বইয়া,
ব্যস্ত থাকে নিজের পড়া লইয়া,
আমার কাটে চাতক পাখী হইয়া।

ইচ্ছা করে হাওয়ারে দেই কইয়া,
যারে বাতাস আমার মেসেজ লইয়া,
একটা প্রেমিক অপেক্ষাতে রইয়া।

এমনি করে বছর গেল বইয়া,
মনের কথা মনেই রাখি সইয়া,
হৃদয় নায়ে উঠল না আর ছইয়া।

প্রবাস থেকে একটা পোলা আইয়া,
লইয়া গেলো আমার প্রিয় মাইয়া,
চোখের জলে বুকটারে ভাসাইয়া।

বিদায় বেলা মেসেজ দিলো মাইয়া,
না পারিলাম সেই ডাকে না যাইয়া,
কাইন্দা বলেঃ ভাল থাকেন ভাইয়া।।

খন্দকার আলমগীর হোসেন


মন্তব্য

সাইফ তাহসিন এর ছবি

এ তো দেখি খোলা বাজারে ইভ টিজিং চোখ টিপি

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

অতিথি লেখক এর ছবি

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
খন্দকার আলমগীর হোসেন

মূলত পাঠক এর ছবি

চমৎকার কবিতা, নির্ভুল ছন্দ আর অন্ত্যমিল, খুব ভালো লাগলো। সচলায়তনে স্বাগতম!

অব্যক্ত প্রেম নিয়ে অনেক গান কবিতা হয়েছে, ইভ টিজিং এর অভিযোগ তো শুনি নি। এর আরবান ভারশন হয় যখন চন্দ্রবিন্দু গায়, 'ও আমার মধ্যবিত্ত ভীরু প্রেম, গোপন কালশিটে'। আপত্তিজনক কিছু তো পেলাম না!

সাইফ তাহসিন এর ছবি

হে হে হে, রসিকতা করলাম, আর আপনে সিরিয়াসলি নিলেন? অভিযোগ কই দেখলেন? মন্তব্যের শেষের " চোখ টিপি " মিস করলেন?
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

অতিথি লেখক এর ছবি

আবারো অনেক ধন্যবাদ।

মূলত পাঠক এর ছবি

ও হো, সক্কাল সক্কাল ছড়িয়েছি তা'লে। একটা একতারা ঝুলছিলো, আমার ছড়ানোর স্বপক্ষে ঐ একটা খোঁড়া যুক্তি দিতে পারি, এইটুকুই।

সাইফ তাহসিন এর ছবি

আরে বস! হে হে হে ব্যাপারনা! ১ ভোট আমি দেই নাই হাসি আমি ছড়া হইলে পড়ি, কবিতা হইলে সাধারণত দূরে থাকি। কোন রেটিং দেই নাই এইখানে। লিখেন না কেন অনেকদিন?

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

অতিথি লেখক এর ছবি

আবারো অনেক ধন্যবাদ।

অতিথি লেখক এর ছবি

অনার্য সঙ্গীত এর ছবি

দারুণ!
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

অতিথি লেখক এর ছবি

আপনার জন্য অনেক শুভকামনা।
খন্দকার আলমগীর হোসেন

অতিথি লেখক এর ছবি

মূলত পাঠক লিখেছেন:
চমৎকার কবিতা, নির্ভুল ছন্দ আর অন্ত্যমিল, খুব ভালো লাগলো। সচলায়তনে স্বাগতম!

অব্যক্ত প্রেম নিয়ে অনেক গান কবিতা হয়েছে, ইভ টিজিং এর অভিযোগ তো শুনি নি। এর আরবান ভারশন হয় যখন চন্দ্রবিন্দু গায়, 'ও আমার মধ্যবিত্ত ভীরু প্রেম, গোপন কালশিটে'। আপত্তিজনক কিছু তো পেলাম না!

আপনার বিস্তারিত মন্তব্যের জন্য কৃতজ্ঞতা জানাই। অনেক শুভকামনা রইল।
খন্দকার আলমগীর হোসেন

দুর্দান্ত এর ছবি

বাহ!

অতিথি লেখক এর ছবি

আপনাকে শুভেচ্ছা।
খন্দকার আলমগীর হোসেন

অতিথি লেখক এর ছবি

আলমগীর ভাই, কবিতাটা পড়ে খুব মজা পেলাম। হাসি
ছন্দগুলোও অনেক ভালো লেগেছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

--শাহেদ সেলিম

অতিথি লেখক এর ছবি

শাহেদ ভাই,

এক্সপেরিমেন্টাল লেখা। আপনার ভাল লেগেছে শুনে অনুপ্রাণিত হলাম। অনেক শুভেচ্ছা নিবেন।

খন্দকার আলমগীর হোসেন

তাসনীম এর ছবি

খুব ভালো লেগেছে। সচলে স্বাগতম, লিখতে থাকুন।
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

অতিথি লেখক এর ছবি

আপনাকে অনেক অনেক শুভেচ্ছা।
খন্দকার আলমগীর হোসেন

শাহেনশাহ সিমন এর ছবি

লিখতে থাকুন হাসি
_________________
ঝাউবনে লুকোনো যায় না

_________________
ঝাউবনে লুকোনো যায় না

অতিথি লেখক এর ছবি

আপনাকে ধন্যবাদ।

কৌস্তুভ এর ছবি

আহা রে, বড়ই দুঃখের ব্যাপার। বেচারী লেখকের জন্য সমবেদনা। হাসি

অতিথি লেখক এর ছবি

অতিথি লেখক এর ছবি

কৌস্তুভ লিখেছেন:
আহা রে, বড়ই দুঃখের ব্যাপার। বেচারী লেখকের জন্য সমবেদনা। হাসি

সমবেদনা প্রকাশের জন্য ধন্যবাদ। কিন্তু লেখকই যে সেই বেচারা কি করে বুঝলেন?

খন্দকার আলমগীর হোসেন

অতিথি লেখক এর ছবি

মজাই তো লাগলো দেঁতো হাসি

---আশফাক আহমেদ

দিগন্ত বাহার [অতিথি] এর ছবি

আহারে ! খাইছে

প্রকৃতিপ্রেমিক এর ছবি

ভালো আছে ছড়াটা। সাইফের মন্তব্যেও মজা পেলাম। ৫ দিলাম।

রাতঃস্মরণীয় এর ছবি

রিপিট করছি-

ভগ্ন হৃদয় নিয়ে শুধু কহে যাই,
স্টার মারিবার অথরিটি নাই।।

লেখা ভালো লেগেছে, চালিয়ে যান ভাই।

======================================
অন্ধকারের উৎস থেকে উৎসারিত আলো, সেইতো তোমার আলো।
সকল দ্বন্ধ বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেইতো তোমার ভালো।।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

অতিথি লেখক এর ছবি

অতিথি লেখক লিখেছেন:
মজাই তো লাগলো দেঁতো হাসি

---আশফাক আহমেদ

মজা লাগলেই লেখা সার্থক।
খন্দকার আলমগীর হোসেন

অতিথি লেখক এর ছবি

রাতঃস্মরণীয় লিখেছেন:
রিপিট করছি-

ভগ্ন হৃদয় নিয়ে শুধু কহে যাই,
স্টার মারিবার অথরিটি নাই।।

লেখা ভালো লেগেছে, চালিয়ে যান ভাই।

======================================
অন্ধকারের উৎস থেকে উৎসারিত আলো, সেইতো তোমার আলো।
সকল দ্বন্ধ বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেইতো তোমার ভালো।।

আপনাকে ধন্যবাদ এবং শুভেচ্ছা।
খন্দকার আলমগীর হোসেন

অতিথি লেখক এর ছবি

প্রকৃতিপ্রেমিক লিখেছেন:
ভালো আছে ছড়াটা। সাইফের মন্তব্যেও মজা পেলাম। ৫ দিলাম।

আপনাকে জানাই শুভকামনা।

অতিথি লেখক এর ছবি

দিগন্ত বাহার অতিথি লিখেছেন:
আহারে ! খাইছে

সমবেদনা প্রকাশের জন্য ধন্যবাদ।
খন্দকার আলমগীর হোসেন

প্রকৃতিপ্রেমিক এর ছবি

উদ্ধৃত না করে আপনি 'জবাব' বোতামে চাপ দিয়ে মন্তব্যের জবাব দিতে পারেন।

সজল এর ছবি

পদ্মানদীর মাঝি উপন্যাসের গণেশের গানের কথা মনে পড়ে গেলো, "যে যারে চায়, সে তারে পায়না" । ছড়া ভালো লাগলো।
---
মানুষ তার স্বপ্নের সমান বড়

---
মানুষ তার স্বপ্নের সমান বড়

অতিথি লেখক এর ছবি

ভালো লাগলেই প্রচেষ্টা সার্থক। ভাল থাকুন।
খন্দকার আলমগীর হোসেন

তৌফিক হাসান [অতিথি] এর ছবি

ভাল লাগল। ভাল থাকবেন।

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ। আপনিও ভাল থাকুন।
খন্দকার আলমগীর হোসেন

অতিথি লেখক এর ছবি

মজা লেগেছে খুব

মোহনা

অতিথি লেখক এর ছবি

মজা লাগলেই লেখা সার্থক।
খন্দকার আলমগীর হোসেন

অতিথি লেখক এর ছবি

মজা পেলাম। আরও লিখুন।

-কুটুমবাড়ি

অতিথি লেখক এর ছবি

আপনাকে শুভেচ্ছা জানাই।
খন্দকার আলমগীর হোসেন

অতিথি লেখক এর ছবি

ভালো লাগলো, ধন্যবাদ।

সব্যসাচী

অতিথি লেখক এর ছবি

আপনার জন্য শুভেচ্ছা।
খন্দকার আলমগীর হোসেন

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।