ঘুরে এলাম লাউয়াছড়া

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বুধ, ১৫/১২/২০১০ - ৯:১৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

- ফাহিম হাসান

Lawachora

ইশকুলেতে বলেন টিচার হঠাৎ করে কান ধরে-
আমি নাকি বদলে গেছি লাউয়াছড়ার বান্দরে।

অবাক হয়ে আয়নাতে মুখ দেখে দেখে হলাম শেষ
গায়ে মুখে কোথাও তো নেই বানরজাতির খয়েরী কেশ।
পিছন ফিরে তাকিয়ে দেখি লেজের কোন চিহ্ন নেই
আমার আমি, সবার মতন, দেখতে লাগে যেই কী সেই!

পাড়ার বড় ভাইবোনেরা পড়েন যারা কলেজে,
তুখোড় তারা বিজ্ঞানে ও সব ধরনের নলেজে।
বলল তারা বানর আছে মিরপুরেরই চিড়িয়াখানায়
নানা জাতের, নানা রঙের, কোনটা দেখ তোমায় মানায়!
ওদিক থেকে রায় দিল যে গুরুজনের প্যানেলে-
বানর দেখা বড়ই সোজা ডিসকভারি চ্যানেলে।

(আসল কথা কেউ বলে না, কিন্তু মনে মনে
জানি আমি বানর আছে সত্যিকারের বনে।)

পরদিন তাই বোঁচকা কাঁধে রওনা হলাম জঙ্গলে
অনেক ঘুরে হাজির হলাম ছোট্ট শহর শ্রীমঙ্গলে।
শুনতে পেলাম, লাউয়াছড়া, কাছেই আছে দূর তো নয়
বনের পথে দিলাম হাঁটা এবার যে শেষ দেখতে হয়।

যাওয়ার পথে তাকিয়ে দেখি চা বাগানের টিলার ঢাল
বনের নামে ছড়িয়ে আছে ভিনদেশী সব গাছের ডাল।
বাংলো আছে, রাস্তা আছে, আর যে কিছু সবুজ ছোপ
কোথায় গেল বটের ঝুড়ি, কোথায় কাঁটা গুল্মঝোপ?
সবই দেখি সেগুন গাছ আর অল্প কিছু বাঁশের ঝাড়
বানর খুঁজে কাটল বেলা কিন্তু দেখা নেই তো তার।

চুলকে মাথা চিন্তা করি ফাঁকা মাঠে দাঁড়িয়ে
বইয়ে পড়া বনগুলো সব কোথায় গেল হারিয়ে?

--------------------------------------------------------------------------------

উৎসর্গঃ

বেনেডিক্টদা - লাউয়াছড়া জঙ্গলের গাইড। বনের টানে এই তরুণ বাঁধে নি ঘর, অংশ নেয় নি জীবনের ইঁদুর দৌড়ে। পরিবেশ সংরক্ষণে কাজ করেছেন দেশি-বিদেশি অসংখ্য গবেষকের সাথে, সঙ্গী হয়েছেন সৌখিন পর্যটকদের।

প্রকৃতিপাঠে মগ্ন থেকেই বিদায় নিলেন গতকাল। এবারের ভ্রমণ তার ব্যক্তিগত, একান্তই নিজস্ব।

Benedict da


মন্তব্য

প্রকৃতিপ্রেমিক এর ছবি

হায় হায়, কেন? কিভাবে? ওনার আত্মার শান্তি কামনা করছি।

অতিথি লেখক এর ছবি

পিপিদা, কষ্টের কথা আর কী বলব! ওনার ব্লাড ক্যান্সার ছিল। সবার কাছে গোপন রেখেছিলেন।

বাংলদেশে ভাল, নির্ভরযোগ্য ফরেস্ট গাইডের এত অভাব! এর মাঝে ওনার কর্মকান্ড ছিল চোখে পড়ার মত। এত অর্থকষ্ট, তবু কোন চাকরী নিলেন না। ভাবছিলাম দেশে ফিরে একটা ট্রেইনিং এর ব্যবস্থা করব বিভিন্ন ফরেস্ট গার্ডদের নিয়ে, ওনার স্কিলগুলো কাজে লাগত।

ফাহিম হাসান

মনমাঝি [অতিথি] এর ছবি

লাউয়াছড়া সংরক্ষিত বনে বনবিভাগের একটা চমৎকার বাংলো আছে। এখানে জঙ্গলের মধ্যে ১টা রাত অন্ততঃ কাটাতে পারলে দুর্দান্ত হত!

অমিত এর ছবি

ঐ বাংলোতে ছিলাম ২০০২ সালে বন্ধুদের সাথে। রাতের বেলা মনে হয় এটা পৃথিবীর কোনও জায়গা না।

অতিথি লেখক এর ছবি

কথা সত্যি। রাতের বেলা জঙ্গলের রূপ একেবারেই অন্যরকম।

অতিথি লেখক এর ছবি

ফাহিম হাসান ভাই,
ছড়াটা দারুণ লাগল। সচলে এটাই কি আপনার প্রথম লেখা? আপনার কিছু মন্তব্য পড়ার সুযোগ হলেও আর কোনো লেখা এখানে দেখিনি এখন পর্যন্ত।

কুটুমবাড়ি

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ কুটুমবাড়ি ভাই আপনার উৎসাহের জন্য।

সচলায়তনে এটাই আমার প্রথম পোস্ট।

রাতঃস্মরণীয় এর ছবি

চমৎকার ছড়ায় ছড়ায় কথা। ভালো লাগলো। আর খারাপ লাগলো বেনেডিক্টদার কথা শুনে। ঈশ্বর তাকে শান্তিতে রাখেন।

======================================
অন্ধকারের উৎস থেকে উৎসারিত আলো, সেইতো তোমার আলো।
সকল দ্বন্ধ বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেইতো তোমার ভালো।।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ ভাইয়া। দেশে আসলে একবার লাউয়াছড়া ঘুরে যাবেন। মাসাই মারার মত উত্তেজনা থাকবে না, কিন্তু রেইন ফরেস্টের ঘন সবুজ গন্ধটা পাবেন। আর উল্লুক তো আছেই।

ফাহিম হাসান

অতিথি লেখক এর ছবি

উল্লুকের চেহারা আর ফরেস্টের ঘন সবুজ গন্ধ - ভাবতেই তো গা শিরশির করছে।

বেনেডিক্টদা শান্তিতে থাকুন - এই কামনায়

- না-ফিশ

ফাহিম হাসান এর ছবি

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। সময় পেলে ঘুরে আসতে ভুলবেন না যেন!

রাতঃস্মরণীয় এর ছবি

সুন্দরবনের গভীরে লঞ্চে অনেক রাত কাটিয়েছি। সেই স্বাদ বিদেশের কোথাও পাইনিরে ভাই। ঝিঁ ঝিঁ পোকার অবিরাম ডাকাডাকি তার মাঝে হঠাৎ করেই শিয়ালের হুক্কা হুঁয়া। বনের রাত অন্যকরম সুন্দর। আমাকে খুব টানে।

======================================
অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেইতো তোমার আলো।
সকল দ্বন্ধ বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেইতো তোমার ভালো।।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

কৌস্তুভ এর ছবি

কবিতা, ফোটো... সুন্দর! বেনেডিক্টদার জন্য শ্রদ্ধা রইল।

ফাহিম হাসান এর ছবি

অসংখ্য ধন্যবাদ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।