১৬ ডিসেম্বর ও জাতীয় পতাকা!

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বিষ্যুদ, ১৬/১২/২০১০ - ৩:২৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আজকে যখন মাননীয় দেশনেত্রী বিজয় দিবস উপলক্ষে আর্মি-জনগণের স্যালুট আর ভালবাসায় সিক্ত হয়ে বাড়ি ফিরে, পরিবার পরিজন নিয়ে আরাম করে মুরগীর মাখন-নরম হাড় চিবুবেন তখন হয়তো তাঁর বাড়ির আসেপাশেই কোথাও কোনো মুক্তিযোদ্ধা পরিবার দু-মুঠো খাবারের আশায় ভিক্ষে করবে মানুষের দোরে দোরে!
তৌফিক-ইলাহীর মতো দুর্নীতিবাজ মন্ত্রীরা যখন ঘুষ আর মেরে দেয়া জনগণের টাকা আরাম করে গুনবেন তখন হয়তো কোনো মুক্তিযোদ্ধার সন্তান টাকার অভাবে পড়ালেখা ছেড়ে আজই রিকশা যাত্রীদের পৌঁছে দেবে সশস্ত্র মেলায়!

দেশজুড়ে ও দেশকে নিয়ে, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে যা ঘটেছিল, যা ঘটবে এবং ঘটে যাওয়া সমস্ত অন্যায়ের প্রতিবাদে বাংলাদেশের পতাকা নিয়ে আমার এই গ্রাফিক ইলাস্ট্রেশন। জাতীয় পতাকার অবমাননা করার কোনো অপচেষ্টা এখানে করা হয়নি।
(লেখাটি আমার নিজস্ব ব্লগে প্রকাশিত)

auto

--
মুহাম্মাদ তারিক সাইফুল্লাহ
http://www.tariktoon.blogspot.com/


মন্তব্য

ধুসর গোধূলি এর ছবি
তারিক [অতিথি] এর ছবি

অই হইলো আর কি! একেক সময়তো একেকজন!

দ্রোহী এর ছবি

রাজা-বাদশাহ, উজির-নাজিররা হোমো স্যাপিয়েন না। তাঁদের হিসাব কিতাব আলাদা। আপনি তাঁদের "জোলা পুত্র" স্ট্যাটাসে টেনে নামিয়েছেন দেখে আপনাকে "দিক্কার"।

ইলাস্ট্রেশন চমৎকার হয়েছে।

পরিশেষে, ধুগোর কথা খুব খিয়াল কইরা। জননেত্রী ও দেশনেত্রীকে গোলমাল করলে জনগণ আপনারে পিটাবে।


কাকস্য পরিবেদনা

অতিথি লেখক এর ছবি

তখন হয়তো কোনো মুক্তিযোদ্ধার সন্তান টাকার অভাবে পড়ালেখা ছেড়ে আজই রিকশা যাত্রীদের পৌঁছে দেবে সশস্ত্র মেলায়!
সোন্দর হইসে এইসব ইলাস্ত্রেসন...
তয় দেশনেত্রী জননেত্রী তাগো কি আর এত সময় আছে ???
তাগো মূল্যবান সময় লইয়া এমনি ছিনিমিনি কি তারা খেলতে পারে???

অতিথি লেখক এর ছবি

গ্রাফিক ইলাস্ট্রেশন চমৎকার।

তবে লেখায় সমস্যা আছে -
১। দেশনেত্রী বলতে আপনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদকে বুঝিয়েছেন। কিন্তু তার উপাধি জননেত্রী। আর দেশনেত্রী কথাটি প্রযোজ্য বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য।
২। শুধু হাসিনার মুরগির হাঁড় চিবানোর কথাই বলে গেলেন। সাথে কয়েকঘণ্টা মেক-আপ করে এসে জনমঞ্চে সুন্দর কথা শুনিয়ে বাসায় ফিরে মেক-আপ তোলায় ব্যাস্ত নেত্রীর কথা বললেনই না। তাই আপনার লেখা হারিয়েছে তার স্বকীয়তা। হয়ে গেছে পক্ষপাত দোষে দুষ্ট লেখা।
__________________________________________
দেবাশিস মুখার্জি
[db.mukherjee.blog@gmail.com]

তারিক [অতিথি] এর ছবি

মুখার্জি সাহেব, সেভাবে ভাবলে প্রত্যেকেই পক্ষপাতদুষ্ট! যার কোনো পক্ষ নেই সে সপক্ষপাতদুষ্ট! আপনি যে মনে প্রাণে আরেকজন মহিলার আশা করছেন সেটাও একটা পক্ষপাতের ছায়া ফেলে।

আমার লজিক হচ্ছে, আমাদের সমস্ত দায়ভার শাসনকর্তাদের উপরেই বর্তায়। এমনকি সেই মেক-আপ তোলায় ব্যাস্ত নেত্রীরও! তাকে নিয়ে আমি ভাবব কেন? আমি তো এদিকে চড়া দামে ছবি আঁকার কাগজ নিয়ে পেরেশান, জ্যাম ঠ্যাঙিয়ে অফিসে ঠিক

মতো পৌঁছুতে পারবো কিনা সেই চিন্তায় শেষ! ফালতু এই মহিলার ঝুট ঝামেলা নিয়ে মাথা ব্যাথা করার সময় আমার নেই! শাসকশ্রেণী যখনই কোনো অন্যায় করবে সে তখনি আমার বুলস আইয়ে পরিনত হবে।

আশা করি আমার দৃষ্টিভঙ্গীর পরিচয় আপনি পেয়েছেন।

অতিথি লেখক এর ছবি

তারিক ভাই, আপনার দৃষ্টিভঙ্গির পরিচয় আমি আগেই টের পেয়েছি। এই যে পক্ষপাত দোষের কথা বললাম এই কথাটা একটা চেইন রি-একশন। এই লেখার কয়েকটা লেখা আগেই আমার একটা লেখা আছেঃ আগুন পোড়া মানুষেরা। ঐখানে একজন আমাকে বললো আমি বললাম আপনাকে। আপনি আবার অন্যের লেখায় বলবেন। চেইন রি-একশন অব্যাহত রাখতে পারেন।

এবার আসল কথায় আসি। যাইহোক, দেশনেত্রী আর জননেত্রী ব্যভার করার ব্যাপারে একটু সাবধান থাকলেই আর গুলিয়ে ফেলবেন না।
__________________________________________
দেবাশিস মুখার্জি
[db.mukherjee.blog@gmail.com]

স্পর্শ এর ছবি

বাহ! সৃষ্টিশীল...
প্রথমটা সবার সেরা। প্রতিটা ছবিতেই মেসেজগুলো ধরা পড়েছে দারুণ ভাবে।

আপনার কাছ থেকে এমন থীমেটিক আয়জন আরো পাবো আশাকরি।
সচলায়তনে স্বাগতম।


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

রাহিন হায়দার এর ছবি

চমৎকার! আপনার ব্লগস্পটেও ঘুরে আসলাম। দুর্দান্ত সব কাজ! চলুক
________________________________
মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো...

শুভাশীষ দাশ এর ছবি

চমৎকার কাজ।

অনুপম মল্রিক এর ছবি

লেখক বলতে চাইছেন হয়ত রাষ্টন্ত্রের চালকেরা কিভাবে আমাদের ভুলিয়ে রাখেন আমাদের সমস্ত ব্যাথাগুলোকে।আমি জানি একজন মুক্তিযোদ্ধাকে যিনি দানের পয়সায় বুকে রিং (এনজিও প্লাষ্ট) পরে দানের ভারে নুয়ে আছেন। আমি তার অধম সন্তান তাকে চিকৎসা করাতে পারিনি। তাই বলে ভাববেন না যে তার দান এসেছে রাষ্টিয কোন তরফ থেকে। সেই যৌবনে যেসব আত্বিয়দের তিনি করেছেন সাহায্য নিস্বর্থ ভাবে তাদেরমধ্যে কিছু কৃতজ্হ জন তাকে আরও কিছুদিন বাচার স্বপ্ন দেখিয়েছেন। সবচেয়ে দুঃখের বিষয় হলো গত আড়াই বছর যাবৎ চেষ্টা করেও তার সার্টিফিকেটাই পেলেন না তিনি।
আমার প্রশ্ন তার সার্টিফিকেট কি তিনি জীবিত অবস্থায় পাবেন?

পাগল মন এর ছবি

ইলাস্ট্রেশগুলো চমৎকার হয়েছে।

আফসোসের সাথে বলতে হচ্ছে যে, আজ বাংলাদেশ আক্রান্ত এইসব হায়েনাদের দ্বারা।
_________________________________________________
হায়রে মানুষ, রঙিন ফানুস, দম ফুরাইলে ঠুস
তবুও তো ভাই কারোরই নাই, একটুখানি হুঁশ।

------------------------------------------
হায়রে মানুষ, রঙিন ফানুস, দম ফুরাইলে ঠুস
তবুও তো ভাই কারোরই নাই, একটুখানি হুঁশ।

অতিথি লেখক এর ছবি

আপনার কাজ গুলা ভাল লাগল।

অনন্ত

বাউলিয়ানা এর ছবি

হুম দারুন হয়েছে। আরও চাই।

বোকাবলাকা এর ছবি

দেশ স্বাধীন হয়েছে ৩৯ বৎসর। এই সময়ের মধ্যে আপনি যে নেত্রীর কথা বলেছেন তিনি ক্ষমতায় মোট ৭বৎসর।এই ৭ বৎসরে তিনি মুক্তিযোদ্ধাদের জন্য অনেক কিছু করেছেন এবং এখনও করছেন। একটু খোজ নিয়ে দেখুন।বরং যারা দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন তাদের মধ্যে একজন শুধুমাত্র মুক্তিযোদ্ধা মন্ত্রনালয় ছাড়া আর কিছু করেছেন বলে আমার জানা নেই এবং তিনিই রাজাকারদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়েছেন।আর আপনি যে পতাকার বিকৃত চেহারা বানিয়েছেন তা সে সময়ের ই প্রতিচ্ছবি।

জি.এম.তানিম এর ছবি

ইলাস্ট্রেশন ভালো হয়েছে। তবে আরেকটু হাই রেজে দেখতে পারলে ভালো হতো। ফ্লিকরে আপ করে শেয়ার দিতে পারেন।

আপনার কাজ আগেও দেখেছি, ভালো লেগেছিলো। আই ফোনের অ্যাপের কাজগুলো দারুণ লেগেছে বিশেষ করে।

সবার সাথে গলা মিলাই, দেশনেত্রী আর জননেত্রী খিয়াল কইরা, পাবলিক খেপে যাবে কইলাম... খাইছে
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ তানিম ভাই, আসলে সবার মতাদর্শ এক নয়। এটা কখনো সম্ভবও নয়। তাই পাবলিকের একটা অংশ ক্ষেপে যাবে এটা স্বাভাবিক।

অতিথি লেখক এর ছবি

ইলাস্ট্রেশনগুলো ভাল হয়েছে। আশা করি সামনে আরো পাবো।

গুরু ভাই

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।