১।ফ্ল্যাশব্যাক
ভেবেছিলাম, টার্ম ফাইনালটা শেষ হোক। পুরোদমে উইকিবাজি শুরু করবো। সিনিয়র ভাইয়ারা পরামর্শ দিলেন, যা করার পিএল-এই শুরু করে দাও। পিএল খুবই প্রোডাক্টিভ সময়। এই সময়টাতে শরীর আর মনে যে জোশ আসে, তাতে ইন্টেলের চিপ ডিজাইন করাও তখন তুচ্ছ মনে হয়। আর উইকি তো উইকিই। সো, দেরি না করে লেগে পড়লাম উইকির ক্রিকেটপল্লী গোছগাছের কাজে। আগেই একটা পোস্টে বলেছি, আমাদের ক্রিকেটপল্লীর অবস্থা বেশ খারাপ। দেখলে লজ্জা লাগে + একটু আবেগী হলে আপনার চোখে পানিও এসে যেতে পারে। তো, পানি-টানি মুছে সাকিব আল-হাসানের বাংলো ডেকোরেশনের কাজে লেগে গেলাম। আমি বাপু মোটেও ক্রিয়েটিভ মানুষ না। সারাজীবন অন্যের রিপোর্ট কপি-পেস্ট করে এসেছি। উইকিতে এসেও এই ধারা থেকে বেরুতে পারলাম না। গোটা ইংরেজী পাতাটা মেরেকেটে বাংলা উইকিটা ঠিকঠাক করলাম। আপনারা চাইলে বাংলোটা একটু ঘুরে আসতে পারেন। ডেকোরেশনে কোন ভুলত্রুটি থাকলে আমার গোচরে আনবেন। বেটার হয়, যদি নিজেরাই ভুলত্রুটি শুধরে নেন। আপাতত পরীক্ষার ফাঁকে ফাঁকে তামিমের বাংলোটা ডেকোরেট করার চেষ্টা করবো। দেখা যাক, কদ্দূর কী হয়।
২।স্বপ্ন ও ভালবাসার গল্প
লোকে বলে, বাঙ্গালী নাকি বিরাট বজ্জাত প্রজাতির প্রাণী। এদের কেউ একজন গাছে উঠলে বাকি দশজন তাকে গাছ থেকে নামানোর জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়ে। উইকিতে এসে দেখলাম পুরাই উল্টা কাহিনী। উইকিপিডিয়ান ভাইয়ারা আমাদের সাহায্য করার জন্য এক পায়ে দাঁড়িয়ে আছেন। নিজের অভিজ্ঞতার কথাই বলি। 'বহিসংযোগ' আর 'তথ্যসূত্রে'র পার্থক্যটা ঠিক ধরতে পারছিলাম না। আলাপ পাতায় নাকি সাহায্য চাওয়া যায়। কীভাবে সাহায্য চাইবো, কার কাছে চাইবো---সব কিছু নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলাম। ওমা, একদিন আলাপ পাতা খুলে দেখি, 'মনিরুজ্জামান' নামের এক উইকিপিডিয়ান ভাইয়া নিজের গরজে এসে আমাকে পার্থক্যটা ধরিয়ে দিলেন। আমার আবার প্রসেসর স্লো। একটা জিনিস দুইবার না বুঝিয়ে দিলে বুঝতে পারি না। একটু পর দেখি, আলাপ পাতায় 'নতুন বার্তা' এসেছে। 'তানভীর' ভাইয়া এসে উদাহরণ দিয়ে পুরো ব্যাপারটা পানির মত সোজা করে দিলেন। সত্যি বলছি, ভাইয়াদের এহেন ভালবাসা পেয়ে আমি মোটামুটি অভিভূত। যারা কিছুটা হলেও উইকিতে লিখতে ভয় পান, তাদের জন্য বলছি, ভয়ের কিচ্ছুটি নেই। একবার সাহস ও সময় করে লেখা শুরু করুন, সিনিয়র উইকিপিডিয়ানরা তো আছেনই। আর আমার মত পেন্টিয়াম-২ যখন উইকিতে লিখতে পেরেছে, আমার ধারণা, সবাই যদি সদিচ্ছা নিয়ে এ পাড়ায় লেখালেখি শুরু করে, সেদিন আর বেশি দূরে নয়, যেদিন আমরা আমাদের ছোট ভাই-ভাতিজাদের বলতে পারবো, "'Sakib Al-Hasan' লিখে সার্চ করিস কেন, গাধা? বাংলায় 'সাকিব আল-হাসান' লিখে সার্চ করতে পারিস না?"
৩।সবশেষে একটি বিজ্ঞাপন
আপনি কি জানেন, সাকিব কোন এলাকার ছেলে?
আপনি কি জানেন, কোন ট্যুরে সাকিবের ক্রিকেট অভিষেক হয়?
আপনি কি জানেন, সাকিবের সাথে আর কোন কোন ক্রিকেটারের ডেব্যু হয়?
আপনি কি জানেন, প্রথম টেস্ট উইকেট পেতে সাকিবকে কয়টি টেস্ট অপেক্ষা করতে হয়েছিলো?
আপনি কি জানেন, সাকিবের প্রথম শিকার ছিলেন কে?
এ সমস্ত প্রশ্নের উত্তর পেতে হলে ক্লিক করুন নিচের লিঙ্কে ;)।
সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ
আপনাদের উৎসাহ-আশকারা পেলে এ জাতীয় 'উইকিবাজি' ভবিষ্যতেও অব্যাহত থাকবে
লিঙ্কঃ সাকিব আল-হাসান
---আশফাক আহমেদ
মন্তব্য
চালিয়ে যান উইকিবাজি......
আপনার তো প্রসেসর স্লো; আমার পুরা সেটআপই স্লোয়ার দ্যান দ্যা স্লোয়েস্ট...
দেখতেই দিন পার হয়ে যায়......কিছু যোগ করার আর সময় পাই না...:[
-অতীত
এটা ভাইয়া আপনার ভুল ধারণা। কোন একটা পছন্দের বিষয় নিয়ে কাজ শুরু করুন (তা হতে পারে মুক্তিযুদ্ধ, তামিম ইকবাল কিংবা শাকিরা ), দেখবেন, ভালো লাগছে।
বাহ, খুব ভাল। লিখতে থাকেন। বড়লোকের গাধা ছেলেমেয়েদের ঠ্যাঙ্গায় ঘোড়া বানানর চেয়ে ছুটিতে উইকিবাজি করা ভাল।
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
ভালো বলসেন ভাইয়া। বড়লোকের একটা গাধাকে ঠ্যাঙ্গায় ঘোড়া বানানোর চেষ্টা করি যদিও। বোঝেন তো, হাতখরচের একটা ব্যাপার আছে। তবে চেষ্টা করবো, ছুটিতেও আজাইরা বেশি বেশি টিউশনি না করে উইকিতে যদ্দূর পারি অবদান রাখতে।
লেখকের প্রতি শুভকামনা। এই ছুটিতে বাংলাদেশ ক্রিকেট আর রজার-রাফা নিয়ে কোপাকুপি করার ইচ্ছা আছে...
ওই, রজার তোর, রাফা আমার
রাফারে নিয়া আমি লিখুম
বাহ! দারুণ। উইকিবাজি জারি থাকুক
--------------------------------------------
আজি দুঃখের রাতে সুখের স্রোতে ভাসাও ধরণী
তোমার অভয় বাজে হৃদয় মাঝে হৃদয় হরণী।
--------------------------------------------
যদ্যপি আমার গুরু শুঁড়ি-বাড়ি যায়
তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়।
থ্যাঙ্কস দোস্ত
আপনার জন্য ধন্যবাদস্বরূপ ঢাকা শহরের সেরা চা বরাদ্দ রইলো।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
বিপদে পড়লেন ভাইয়া। আমি কিন্তু সত্যি সত্যি চা খেতে চলে আসবো
আনন্দিত হবো।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
আগেই জানিয়েছিলাম, চমৎকার কাজ হয়েছে। চলুক।
_________________________________________
সেরিওজা
আবারও থ্যাঙ্কস দোস্ত।
উৎসাহ দেয়ার জন্য এবং
আপনার তো তাও প্রসেসর সিস্টেম, আমার সন্দেহ হয় যে আমার মাথায় এবাকাস বসানো। কম্পিউটার নেটওয়ার্ক আর ক্রিপ্টোগ্রাফী নিয়ে লেখার ইচ্ছা ছিল, দুই সপ্তাহ ধরে খালি উইকিতে ঘুরি ফিরি। কী করব না বুঝে ফিরে আসি।
-রু
ক্রিপ্টোগ্রাফীর উপর ভালো লেখা পড়ার জন্য মুখিয়ে থাকি, ভাইয়া। খুঁজে পাই না।
আশা করি, আপনি পাঠকদের প্রত্যাশা পূরণ করবেন।
অভিনন্দন আশফাক সাহেব, চমৎকার হয়েছে নিবন্ধটি। আশা করা যায় সাকিব আল হাসানকে ভালো নিবন্ধে উন্নীত করতে সমর্থ হবেন।
----------------------------------------------------------------
চতুর্বর্গ
পাশে থাকার জন্য ধন্যবাদ
মজার ব্যাপার কি জানেন, নিবন্ধের লিঙ্কটা ফেসবুকে শেয়ার করার পর আমার বন্ধুরাই দেখি এর খুঁটিনাটি ঠিকঠাক করার কাজে লেগে গেছে। অদ্ভূত রকমের ভালো লাগতেসে।
অনেক অনেক অভিনন্দন। আশা করছি চালিয়ে যাবেন।
ভাল থাকবেন।
পাশে থাকার জন্য ধন্যবাদ
সাকিব আল হাসানের নিবন্ধটা লিখে সচলায়তনে দেয়া প্রতিজ্ঞাটা রক্ষা করার জন্য ধন্যবাদ আশফাককে। উইকিপিডিয়ায় যেকোনো প্রকারের সহায়তার জন্য সবসময় দুয়ার খোলা থাকলো।
উইকিবাজি জারি থাকুক। কিন্তু ভাই, নিজের জগৎটাকে গুছিয়ে নেয়াও দরকার। অনুরোধ করবো ভালো পরীক্ষা দেবার জন্য যা যা করার দরকার, করতে। অফটাইমে উইকিবাজি করো, তাতে আমার কোনো আপত্তি নেই।
ভালো থেকো।
আর, এধরণের পোস্টও জারি থাকুক।
আমার মত চুনোপুটির লেখা মনে রাখার জন্য ধন্যবাদ, ভাইয়া।
আজকে থেকেই সেই রকম পড়াশোনা শুরু করবো, ইনশাআল্লাহ
সেদিন আর বেশি দূরে নয়, যেদিন আমরা আমাদের ছোট ভাই-ভাতিজাদের বলতে পারবো, "'Sakib Al-Hasan' লিখে সার্চ করিস কেন, গাধা? বাংলায় 'সাকিব আল-হাসান' লিখে সার্চ করতে পারিস না?" বাক্য কয়টি পড়ে মনে ভরে গেল। সত্যি এমন দিন আসবে। সে দিনের সাক্ষ্যি হবার অপেক্ষায় রইলাম।
আপনার সাকিব আল হাসান লেখাটি সত্যিই খুব ভাল হয়েছে। আমি প্রথম থেকেই দেখতেছিলাম। আশা করি উইকিতে নিয়মিত আপনার দেখা পাওয়া যাবে। নিজের গরজের কথা বলেছেন, উইকিপিডিয়ায় আপনি যে সাকিব আল হাসানকে নিয়ে লিখছেন তা কিন্তু নিজের গরজেই। এখানে সবাই এক, সবাই সবার অবস্থান থেকে যতটুকু সম্ভব অবদান রাখে। আমি যা জানি তা অন্যকে জানানো। আর আপনি নিজেই দেখেছেন এখানে লেখা দেয়া কতটা সহজ এবং পরিবেশটাও কি রকম। আপনি তথ্যসূত্র দেয়া শিখে গেছেন আমরা আশা করি কাল থেকে আপনি আর একজনকে শেখাতে পারবেন। এভাবেই আমরা বাংলা উইকিপিডিয়াকে এগিয়ে নিয়ে যাব।
পোস্টে একবার বলেছি, আবারও বলছি, উইকিতে প্রথম প্রথম লিখতে এসে আপনার ও তানভীর ভাইয়ার যে ভালবাসা পেয়েছি, তা অতুলনীয়।
ভালো থাকবেন, ভাইয়া।
দারুণ একখান কাজ করেছিস রে প্লটু। চালিয়ে যা
রুদ্র
চালিয়ে তো যাবোই।
কিন্তু তোকে চিনতে পারলুম না রে
দারুণ একখান কাজ করেছিস রে পল্টু। চালিয়ে যা
রুদ্র
নতুন মন্তব্য করুন