নারী

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ২১/১২/২০১০ - ৯:৫৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

নারী মাত্রই শিল্পী।
অনাগতের কামনায় যে জঠর যাতনা
তাহা কেবল শিল্পী ভিন্ন নারীরাই বুঝিতে পারে।

নারী মাত্রই রঙ্গিন।
হইতে পারে মমতার রং
কামনা অথবা কান্নার রং।

নারী ত্রাতা, নারী বারবণিতা।
এহেন বৈচিত্র পুরুষ্য মাঝে মেলা ভার।

নারী দূর্বল।
কিন্তু বলশালী যেন বলহীন তাহার বিহনে।

আপনারে চেনেনারে নারী
নিজের মূল্য বোঝেনারে নারী
প্রকৃতির মত দশভূজা হয়ে
দশদিক আগলাইয়াছে সে।

সে নারীর সন্তান হইয়া
চাইনা এ অবমাননা
চাইনা এ পরাভব।

হউক যত নিজের ক্ষতি,
হত দৈণ্য সন্ন্যাসমতি,
তবু বলিব, নিজের জন্য নারী নিজের দিকে দেখ
ক্রীতদাসীর ঐ রুপটান মাখার আর্শিতে নয়।
দেখ আপন মনের দর্পনে।

~ যদ্যপি আমার গুরু


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

ভালু লিখিয়াছেন!!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।