সে পাপই বটে, পাপ নয়?
অনুমতিহীন পদক্ষেপ আঁকো যদি তুমি
নিজস্ব জমিনে কারো, চুপচাপ নয়,
রণভঙ্গিতে, যেন দখল করবে ভূমি?
আমি তাকে পাপ বলি, যদি
ভয়ার্ত শিয়ালের মত তুমি রণেভঙ্গ
দাও-তথাস্তু তথাস্তু বলে, ভাবো, ফোঁস করা অধিপতি
সে ভূমের নিশ্চই বিষধর ভুজঙ্গ।
-শোনো হে সখা, মহাবীরেরা নিষ্পাপ,
তুমি হানো, ভাঙো, লোটো, করো হত্যা,
তুমি মৃত্যু আর ধ্বংসের তোলো বিষভাপ,
বিজয়ীর পাপ নেই, সে চিরকালই মহাত্বা।
-----------------------------------------------
মৌন কথক
মন্তব্য
তাই!
=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা
'
=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা
তাইতো!
----------------------
মৌন কথক
বিজয়ীর পাপ নেই, সে চিরকালই মহাত্বা।
-রাখাল বালক
নির্মম হলেও সত্য।
কবিতা ভাল্লাগসে
---আশফাক আহমেদ
শুনে আমারও খুব ভাল্লাগ্লো,
লজ্জায় গাল্টাও লাল লাল্লাগ্লো।
----------------------
মৌন কথক
অসাধারণ কাব্যময় প্রকাশ! শুভকামনা!
-----------------------------------
যে মাঠে ফসল নাই তাহার শিয়রে
চুপে দাঁড়ায়েছে চাঁদ — কোনো সাধ নাই তার ফসলের তরে;
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
ধন্য, আজ আমি ধন্য.....................
অসংখ্য ধন্যবাদ ভাইয়া, উৎসাহ দেওয়ার জন্য।
----------------------
মৌন কথক
নতুন মন্তব্য করুন