হঠাৎ সেদিন সুন্দরবন
পায়ে পায়ে পথচলা
দৃষ্টিতে ছিল মুগ্ধতা দেখে
প্রকৃতির ছলাকলা।
পরতে পরতে লুকনো রয়েছে
ভয়ানক সুন্দর
দেখতে এসেছি ফেলে দিয়ে সব
নাগরিক ভয়-ডর।
জোয়ারেতে যদি এক রূপ হয়
ভাটাতে অন্য রূপ
কখনো সে বুনোকোলাহলে মাতে
কখনো সে নিঃশ্চুপ।
পাখ-পাখালির কলগুঞ্জনে
ঘুম যেই ভাঙলো
বিষ্ময়ে দেখি চিত্রার্পিত
হয়ে আছে বাংলো।
দাঁড়িয়ে রয়েছে সুন্দরী গাছ
লাখো লাখো শ্বাসমূল
বিরহী বধূর কান্না জড়ানো
নাকে যেন নাক ফুল।
শুনতে পেয়েছি গোলপাতা বনে
বাতাসের ঝিরি ঝির
লোনা জলে কান উঁচিয়ে ঝিমায়
সতর্ক কুম্ভীর।
প্রকৃতির লনে দল বেঁধে ফেরে
হরিণের দল অই
শিকার দেখছি চোখের সামনে
শিকারীর খোঁজ কই?
জহিরুল ইসলাম নাদিম
মন্তব্য
চিরচেনা সুন্দরবনকে এভাবে কাব্যের ছন্দময় বর্ণনায় ভালো লাগলো। আপনাকে ধন্যবাদ। আমি কিন্তু সুন্দরবন এলাকার মানুষ।
আমরা যেনো আর শিকারির খোঁজ না পাই। বনের সৌন্দর্য প্রকৃতির নিয়মেই বয়ে যাক তাদের জীবনধারা।
(ছন্দের দিকে কিঞ্চিত মনযোগ আবশ্যক)।
======================================
অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেইতো তোমার আলো।
সকল দ্বন্ধ বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেইতো তোমার ভালো।।
------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।
আমার মনে হয়, শিকারী বলতে জহিরুল ইসলাম নাদিম ভাই আসলে 'মামা' কে বুঝিয়েছেন।
কবিতাটা আমারও ভালো লেগেছে।
--------------------------------------
মৌন কথক
মৌন কথক ঠিকই ধরেছেন। শিকারী বলতে বাঘ মামাকেই বোঝানো হয়েছে।
তাহলে তো আর কথাই নেই। বাঘ মামা তো ওদেরই একজন।
======================================
অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেইতো তোমার আলো।
সকল দ্বন্ধ বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেইতো তোমার ভালো।।
------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।
সুন্দরবন নিয়ে সুন্দর বর্ণন!!!
-অতীত
বাহ! চমৎকার।
এভাবে লিখলে হয় না - প্রকৃতির কোলে দল ...
লন শব্দটা ঠিক মানাচ্ছে না ভাই।
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
ধন্যবাদ পড়া ও মন্তব্য করার জন্য। বিশেষ একটি দৃশ্যকল্পকে ফুটিয়ে তোলার জন্যই এই লন শব্দটি ব্যবহার করা। প্রকৃতির কোল চমৎকার প্রতিস্থাপন কোনো সন্দেহ নেই। আসলে লন যেরকম নিবিড় পরিচর্যায় সাজানো থাকে প্রকৃতির কোল সেরকম থাকে না। কিন্তু সুন্দরবনের কিছু জায়গায় আশ্চর্যরকম পরিকল্পিত মনে হয়েছে, বুনো নয়। তাই এই শব্দ প্রয়োগ।
নতুন মন্তব্য করুন