কেন এমন বদলে যাওয়া?

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বুধ, ২৯/১২/২০১০ - ৯:০৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

চির সবুজ মনটা তোমার
কবে অবুঝ, নিঠুর হলো?
কবে তোমার শ্যামল হৃদয়
রোদে জ্বলে বিরান হলো?
কবে তোমার আমার কথা
ব্যাথা ভেবে ভুল হলো?
কবে আমারা চঞ্চলা সে
একটু একটু নীরব হলো?

স্বপ্ন ভরা নয়ন কোণে
কবে মেঘের বসত হলো?
আলতা রাঙ্গা নূপুর পায়ে
কোন পাষাণে বেড়ী দিলো?
কবে আমার তোমার সাথে
একটু বেশী ভুল হলো?
কবে আমারা চঞ্চলা সে
একটু একটু নীরব হলো?

ভালোবাসার চন্দনা সে
কবে বোবা বধির হলো?
আলো ছড়ানো হরিণী মেয়ে
কার শাসনে বন্দী হলো?
কবে আমার চাল চলনে
তোমার বুকে লাল ঝরালো?
কবে আমারা চঞ্চলা সে
একটু একটু নীরব হলো?


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

আপনার পরিচয়? চোখ টিপি

---আশফাক আহমেদ

অতিথি লেখক এর ছবি

অসাধারন। ইচ্ছা করছে পুরাটা কোট করে ফেলি।

অতিথি লেখক এর ছবি

সুন্দর কবিতা...অনেক ভালো লাগল।

-অতীত

পান্থ রহমান রেজা এর ছবি

ভালোই!

সুমন চৌধুরী এর ছবি

পরিচয়টা জানা হলো না ....



অজ্ঞাতবাস

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।