সালেক খোকন
বইমেলা বলতে সবাই বুঝি একুশের বই মেলাকে। বইমেলা। শব্দটি উচ্চরণ করতেই লেখক ও পাঠকদের মনে অন্যরকম আনন্দ দোলা দেয়। প্রকাশকদের মুখেও দেখা দেয় একচিলতে হাসি। বইমেলাকে ঘিরেই বছরে একবার সারাদেশের লেখকদের সম্মিলন ঘটে। নারীর টানে ছুটে আসে প্রবাসে থাকা লেখকেরাও। তাই বইমেলা লেখক, প্রকাশ আর পাঠকদের মিলন মেলা।
৩ ফেব্রুয়ারি গিয়েছিলাম বইমেলায়। তবলা আর সেতারের সুরের ছন্দে ঘুরে দেখছিলাম বইয়ের স্টলগুলো। মেলাকে ঘিরে স্টল সাজানোর এক রকম প্রতিযোগিতা বেশ টের পাওয়া যায়। শুদ্ধস্বরের স্টলের পরে নজরে আসে ইত্যাদি গ্রন্থ প্রকাশের স্টলটি। শীতল পাটির পরশে সাজানো সেটি। পাঠক আকর্ষনের লক্ষ্যে নানা ঢঙে সাজানো হয়েছে বইগুলোকে। চোখ পড়ে একটি উপন্যাসের দিকে। নামটি বেশ অন্যরকম। রাজনটী। হাতে নিতেই দেখি নিয়াজ চৌধুরী তুলির আঁকা প্রচ্ছদ। পাতা উল্টিয়ে জানলাম ভিন্নধারার উপন্যাস এটি। তরুণ ঔপন্যাসিক স্বকৃত নোমানের এটি চতুর্থ উপন্যাস। এরপূর্বে প্রকাশিত জলেস্বর উপন্যাসটি আমার পঠিত। যাযাবর সান্দারদের নিয়ে ধ্রুপদি ধারায় লিখা উপন্যাস ছিল সেটি। স্বকৃত সব সময় বেছে নেয় ভিন্ন ধরার কোন কাহিনীকে। কাহিনীর টানে কিনে নেই এককপি ‘রাজনটী’।
কুমিল্লার আদি নাম কমলান্ক। এই কুমিল্লাতেই রয়েছে একটি মসজিদ যেখানে নামাজ হয়নি কোনদিন। সবার কাছে সেটি নটীর মসজিদ। এ মসজিদের প্রতিষ্ঠাতা নূরজাহান। রাজনটী উপন্যাসে এই নূরজাহানকেই রুপক অর্থে লিখা হয়েছে গুলনাহার। ঘটনাটি প্রায় সোয়া দুই শত বছর আগের। নটীর টাকায় চুন-সুরকি আর ইটের যে মসজিদ নির্মাণ হয়েছিল, নটী বলে মানুষ সে মসজিদে নামাজ পড়েনি। স্বকৃত নোমানের রাজনটী উপন্যাসটির প্রতি নিঃসন্দেহে পাঠকরা আগ্রহী হবেন। আর উপন্যাসটি শেষ করার সাথে সাথেই মনের মধ্যে সঞ্চার হবে এক ধরণের প্রতিবাদ আর মমতাবোধের।
সালেক খোকন
মন্তব্য
এত ছোট লেখা! লেখক আর লেখার আরেকটু বিবরণ পেলে ভালো লাগতো।
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
ধন্যবাদ। মনে হলো খুব তাড়াতাড়ি বন্ধুদের জানাই তাই ছোট করেই লিখলাম।
ভালো লাগল, তবে...
শব্দটা নাড়ী হবে ।
বইয়ের রিভিউটা ভালো লেগেছে ।
দুঃখিত। আপনাকে ধন্যবাদ।
হয়ত অসতর্ক সত্যকথন, হয়ত নয়।
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
সবাই বলছে তাই আমি র কিছু বললাম না।
-----------------------------------------------
Sad Quote of Love
বইমেলা থেকে বই কেনা সংক্রান্ত সকল পোস্টে হিংসা ছড়িয়ে বেড়াই।।
এতে মনের আরাম হয়...
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
আগ্রহ থাকলো বইটার প্রতি
______________________________________
পথই আমার পথের আড়াল
স্বকৃত নোমানের প্রথম উপন্যাসটাও চমৎকার, 'নাভি'।
অভিনন্দন নোমানকে।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
স্বকৃত নোমান ভাইয়ের বইয়ের সাফল্য কামনা করি!
সবাইকে আন্তরিক ধন্যবাদ।
নতুন মন্তব্য করুন