মুরতাজা তারিন
অনেক দুঃখের নদী পাড়ি দিয়ে তারপরে কবি
তারপর স্মৃতিতে শঙ্খচিল--একলা উড়াল
ঘরে ফেরা ছোট ছোট পায়ে
কেউ নেই, কেউ অপেক্ষা করে না--তারপরও ঘরে ফেরা
একটা রূপের বাক্সে বন্দী নির্জন রূপোলী প্রেম
কতকাল কেউ বলে না:
তোমারই অপেক্ষায় ছিলাম সারাটা জীবন
তোমাকেই ভালোবাসি সবচেয়ে বেশী
ঘরে ফিরি, তারপর স্মৃতির জানালা দিয়ে
নির্জন অন্ধকারের কাছে জোনাকীর আলো জমা করে রাখি
রূপের বাক্সের ভেতর জীবন-জোনাকী, আরেকবার জীবন চাই--
পাই বা না পাই
দুঃখ, আনন্দ, সৌন্দর্যের কবিতায় জীবন
হয়তো সামান্য তারপরও ছেড়ে যেতে চায়না এ মন
মণিমালা, তোমারই অপেক্ষায় জনম জনম
শেষ রাতে বর্ষা নামে--শেষ রাতে বড় একা লাগে।।
মন্তব্য
পড়লাম।
____________________________________________________________________
"জীবনের বিবিধ অত্যাশ্চর্য সফলতার উত্তেজনা
অন্য সবাই বহন করে করুক;
আমি প্রয়োজন বোধ করি না :
আমি এক গভীরভাবে অচল মানুষ হয়তো
এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।"
চমৎকার লিখেছেন।
-অতীত
ভালো লাগলো ।
বেশ ভালো লাগলো। শুভকামনা!
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
ভালো লাগলো ।
--------------------------------
Lover of Sadness|[url=http://www.loverofsadness.net/show_song.php ]Sad Songs[/url]
নতুন মন্তব্য করুন