আমরাও পারি .....

সাবরিনা সুলতানা এর ছবি
লিখেছেন সাবরিনা সুলতানা (তারিখ: শুক্র, ১১/০২/২০১১ - ৯:০২অপরাহ্ন)
ক্যাটেগরি:

সাবরিনা সুলতানা

অনেকদিন পর আবারো ব্লগে এলাম আপনাদের জানাতে, বোঝাতে ......জানি আপনারা পাশে আছেন, সাথেই আছেন। কিন্তু চাই আরো বেশি সচেতনতা। সে লক্ষ্যে আগামী শনিবার(১২'ই ফেবরুয়ারী), বিকেল ৩ টা ৩০ মিনিটে আমাদের স্বেচ্ছাশ্রমধর্মী সংস্থা বি-স্ক্যানের হয়ে একটি ভিন্নধর্মী আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছি আমরা।
এ দিন আমাদের আহবানে সাড়া দিয়ে বি-স্ক্যানের সাথে যোগ দিচ্ছেন এই সময়ের জনপ্রিয় সঙ্গিত শিল্পী – বাপ্পা মজুমদার এবং ফাহমিদা নবী।

মাননীয় অতিথিবৃন্দ প্রতিবন্ধী মানুষের সমস্যা ও সমাধানের উপায়গুলো নিয়ে মূল আলোচনা করবেন। সেই সাথে জনসচেতনতা সৃষ্টিতে মিডিয়ার ভূমিকা এবং প্রবেশগম্যতা নিয়ে দুটো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন থাকবে। কিছু স্লাইড শো ও তথ্যচিত্র উপস্থাপন করা হবে।

সামান্য সুযোগ-সুবিধে পেলে প্রতিবন্ধি ব্যাক্তিটিও পারে তার নিজ যোগ্যতায় মাথা উঁচু করে বেঁচে থাকতে। তাই আসুন সচেতন হই অন্যরকমভাবে সক্ষম এই মানুষগুলোর অধিকার সম্পর্কে। আমরা বিশ্বাস করি, প্রতিবন্ধী ব্যক্তির অধিকার নিশ্চিত করনের এই অগ্রযাত্রা এগিয়ে নিতে সমাজের সকল স্তরেই কাজ করতে চাই আমরা সবাই । সকলের উপস্থিতি ও নিজস্ব ধ্যান ধারনা একে অন্যের সাথে আলোচনার মাধ্যমেই নিশ্চিত হতে পারে সামগ্রিক রেখাচিত্র ।
আপনি কিংবা আমি মিলেই সমাজ, আর এই সমাজের মূল প্রতিবন্ধকতা দূর করতে অনুরোধ নয় দায়িত্বের বিবেচনায় আমাদের উপস্থিতি নিশ্চিত হোউক সকল সমাজ সচেতন নাগরীকের ।

তারিখঃ ১২ ফেব্রুয়ারী’১১, শনিবার,
সময়ঃ বিকেল ৩:৩০ মিনিট,
স্থানঃ ফ্রেপড মিলনায়তন,
শামসুল হক ভবন,
সোনারগাঁ রোড, পলাশী,
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

মুঠোফোনঃ ০১৬৭১৫৮২২৬৯।
Email :

বিঃ দ্রঃ দয়া করে আপনার উপস্থিতি মন্তব্যের ঘরে নিশ্চিত করুন।
ধন্যবাদ।

ছবি: 
24/08/2007 - 2:03am

মন্তব্য

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

আপনি কি চট্টগ্রামের বড়পোলের সাবরিনা সুলতানা ?
গত বছর এইড বাংলাদেশ ২০১০ এর প্রোগ্রামে গিয়েছিলেন; তাই না ?
কাল তো ১২ তারিখ। চট্টগ্রামে থাকায় যাওয়া হচ্ছে না।

আপনাদের প্রয়াসের জন্য শুভ কামনা রইলো।

অপছন্দনীয় এর ছবি

দেশের বাইরে আছি বলে উপস্থিত থাকা সম্ভব হচ্ছে না।

কিন্তু আপনাদের সাথেই আছি, শুভকামনা রইল।

তাসনীম এর ছবি

শুভ কামনা রইল। দেশের বাইরে আছি তাই যোগ দিতে পারছি না। আপনাদের এই উদ্যোগ সফল হক।

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

রাতঃস্মরণীয় এর ছবি

আপনাদের এ মহতী উদ্যোগে শুভকামনা থাকলো। দেশে থাকলে যেতে চেষ্টা করতাম।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

অতিথি লেখক এর ছবি

অনুষ্ঠান কেমন হলো জানতে আগ্রহ হচ্ছে। আপনার-আপনাদের চলার পথটা সবার মিলিত চেষ্টায় মসৃন হোক।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।