আরিফিন সন্ধি
গতকাল ফেব্রুয়ারী মাসে যে এইরকম বরফ পরতে পারে, তা গত দুই বছর চোখে পরেনি। বিভাগে না যেয়ে মনে সুখে কফি গিলছি আর চ্যাট করছিলাম। মজার খবর জানাই, গতকাল এখানের অফিস সব অলিখিত বন্ধ হয়ে গ্যেছিল, যদিও আমার কোন কারখানাতে (ল্যাব আরকি) কাজ নাই, তাই বিভাগে যেতে হয়না, কিন্তু কতদিন এরকম বরফ আমি চেয়েছি, বিশেষ করে পরীক্ষার দিনগুলোতে!! কেউ কথা রাখেনি
আজকে উইকঅ্যান্ড এর সকালে সাধের সস্তা ডিজিটাল ক্যামেরা নিয়ে বের হলাম, তুললাম, শহরতলীর এক বন্ধুর বাসাতে যাওয়ার পথে যা চোখে পড়লো আর কি!
সাত সকালে পাতাল রেল বন্ধ ছিল, তাই ট্রাম ভরসা, দেখুন শুনশান স্টেশন
স্টেশনে নামতে হয় সিড়ি বেয়ে,দূরের লাল সিরামিকে আমার কারখানা মানে ল্যাব আরকি,
আপনি ইচ্ছা করলে বসে খানিকটা জিরিয়ে নিতে পারেন
গতকালের কোন পাড় মাতালের কান্ড!
শহুরে জঙ্গল, সেখানে একচিলতে বরফ
সেই বাসা থেকে বেরিয়ে আসার সময় বাস ধরতে একটু পায়ে হাটা পথ ধরলাম, গোটা রাস্তাটা এত চমতকার বরফ ঢাকা ছিল, তার মাঝে নীল আকাশ
এই গাছের ইংরেজি নাম Spruce, বাংলা নাম বলতে পারিনা, যদিও আমার গাছ নিয়ে কারবার
বরফে গোলাপ গাছের কুড়ি, আগামী গ্রীষ্মে হয়ত ফুটবে
মানিকজোড়, মালিক মনে হয় আমার মতো আলসে
উপরে ওঠার সিড়ি খুব সহজ না, এর সেটা যদি হয় এরকম বরফে ঢাকা,
বরফে ঢাকা মাঠ, রাজকীয় বিজ্ঞান আকাদেমির সামনে,চলন্ত বাস থেকে তোলা
ভার্সিটির ফটকে আপেল গাছ, এরকম টক আপেল গাছ কেউ ভার্সিটিতে লাগায়??
বাসের জন্য অধীর অপেক্ষা, কখন আসবে কখন আসবে
আমার বাড়ির কাছে, এই গোল বাড়িতে কবে থাকবো?
এই গাছটা শুধু এই সময়ে ভালো লাগে, পাতাসহ একদম মানায় না
আমার বাসার সামনের গাছ, প্রতিবেশী বলা যায়
এই মগডালে আমি থাকি, মানে আমার বাসাটা ৪ তলায়,
বহুত ছবি দিলাম, আমার করিডরমেটের জন্মদিন, আমি গেলাম কেক খেতে, ক্ষুধা লাগছে,
আরিফিন সন্ধি
মন্তব্য
ও বাবা , এ যে সাদার মেলা।
ধন্যবাদ
সন্ধি
সুইডেনে নাকি
তাই তো মনে হইতেছে
আরিফিন সন্ধি
stockholm-এ নাকি???
বরফ দেখা জন্য হলেও একবার বিদেশ যাইতে হইবো
______________________________________
পথই আমার পথের আড়াল
এই দেহটির প্রয়াণ কোথায় ওরে-
চিতাগ্নি নাকি বরফ শীতল ঘরে,
যতটা জেনেছি বাসনার সুরা পিয়ে
তাতে বলা যায় এটুকু সুনিশ্চিত,
“আগুনে পুড়েই যেতে চাই আমি মরে”।
কিন্তু যদিবা দ্বিতীয় মৃত্যু হয়
ততদিনে আমি ডুবেছি গভীর ঘৃণায়
“চলবে, এটাও নিছক মন্দ নয়,
মৃত্যু মোহন, বরফের বিছানায়”।
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
যদিও তেমন বরফ দেখলাম না, ছবিগুলো বেশ পরিস্কার এসেছে।
ছবি গুলা খুবি সুন্দর হইছে।
----------------------------------
Sad Stories|Sad Songs
এ যে রীতিমত শুভ্রমায়া। অসাধারণ
নতুন মন্তব্য করুন