শীতার্ত হৃদয়

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: রবি, ১৩/০২/২০১১ - ৯:০৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

শীতার্ত হৃদয়
(কাপুরুষ)

শীতের কাঁপনে ঝড়ছে পাতা, নেই তো ফুলের তাজ,
রুগ্ন বলে করছ হেলা, চাওনা ফিরে আজ।

বসন্ত যখন আসবে ফিরে, ভরবে পাতায় ডাল,
আসবে নিতে ফুলের সুবাস, ভুলতে মনের কাল ।

বৈশাখেতে ফলটি খেতে, আসবে ফিরে তুমি
মিটলে ক্ষুধা মনের তৃষা, ভুলবে আমায় জানি।

থাকব তবু পথটি চেয়ে, ভুল করে যদি আসো,
শুকনো পাতার গালিচা যদি, কখনো ভালোবাসো।

মনের আঁধারে গিয়েছি ডুবে, একটু দিও আলো,
আমার ঝরানো পাতায় তুমি, প্রেমের আগুন জ্বেলো।


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

ভালোবাসা দিবসের প্রাক্কালে, বসন্তের প্রথম দিনে ভালোবাসার কবিতা ভালোই লাগল।
(কীরণ)

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

কবিতার ব্যাকরণ বুঝি না। কিন্তু আপনার কবিতার বাক্যের শেষের ছন্দ মিলগুলো ভালো লাগলো।
তাজ-আজ, ডাল-কাল, আসো-বাসো, আলো-জ্বেলো।
চলুক

অতিথি লেখক এর ছবি

অনেক অনেক ধন্যবাদ ॥

রোমেল চৌধুরী এর ছবি

আরো একটি মিষ্টি কবিতা পড়লাম। কাব্যময়তায় ও স্মৃতিমেদুরতায় অসাধারণ। এখানে ছন্দের একটু ছেদ পড়লো কি?

থাকব তবু পথটি চেয়ে, ভুল করে যদি আসো,
শুকনো পাতার গালিচা যদি, কখনো ভালোবাসো।

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

অতিথি লেখক এর ছবি

বিষয়টা আমিও খেয়াল করেছি, ভেবেছি, তবে ঠিক মেলাতে পারিনি।
সুচিন্তিত মতামতের জন্য অনেক ধন্যবাদ॥

অতিথি লেখক এর ছবি

হাততালি
--------------------------
Sad Quote
Sad Poems

অতিথি লেখক এর ছবি

সুন্দর চলুক

-অতীত

অতিথি লেখক এর ছবি

উত্তম জাঝা!

অতিথি লেখক এর ছবি

হাততালি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।