বাংলাদেশের পতাকা

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: রবি, ২০/০২/২০১১ - ১২:০০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ইন্টারনেটের দুনিয়ায় আমাদের তেমন সুন্দর কোন (Digital Artworked) পতাকা নাই... হাতে গোনা দুই একটা আছে... তাও ছোট ছোট... সেজন্য এ প্রচেষ্টা... এটাও মনে হয় up to the mark হয়নি... তারপরেও চেষ্টা করতে দোষ কি ... ফুটবল বিশ্বকাপের সময় ব্রাজিল আর্জেন্টিনার কতশত ধরনের পতাকা দেখালাম... আর আমাদের দেশে বিশ্বকাপ হচ্ছে যেখানে আমরাও খেলছি সেখানে নতুন (Digitally Created) কোন পতাকা নাই ...

এখানে full size পতাকা

...আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি...

হিমাগ্নি

ছবি: 
24/08/2007 - 2:03am

মন্তব্য

সবুজ পাহাড়ের রাজা এর ছবি
অতিথি লেখক এর ছবি

হাসি

অনার্য সঙ্গীত এর ছবি

বাহ! আরো কিছু পতাকা তৈরি করে ফেলুন। চলুক

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

অতিথি লেখক এর ছবি

ভাই, আমি এমনিতেই কাজকাম তেমন কিছু পারি না... এইটা করতেই আমার গতকাল সারারাত গেছে... তারপরেও সুন্দর করতে পারিনি... দেখি কাজকাম শিখে আরও ভালভাবে করার চেষ্টা করব।

হাসি

হিমাগ্নি

অতিথি লেখক এর ছবি

যারা firefox ব্যবহার করেন তাদের ব্রাউজারে দেশের পতাকা লাগানোর জন্য persona এখানে
...

হিমাগ্নি

guest writer rajkonya এর ছবি

ধন্যবাদ হিমাগ্নি

অতিথি লেখক এর ছবি

আর এখানে আইকন(.ico) ফাইল আছে, যারা icon হিসেবে ব্যবহার করতে চান তাদের জন্য।

হিমাগ্নি

অতিথি লেখক এর ছবি

কালার কম্বিনেশনটা চমৎকার হয়েছে চলুক চলুক চলুক

আরও তৈরি করুন

-অতীত

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ... হাসি
আশা করি আমরা সবাই বানানোর চেষ্টা করব... এমন কঠিন তো কিছু না... আয়তাকার সবুজের মাঝে লাল বৃত্ত। ভাল হোক, খারাপ হোক; অন্তত একটা করে তৈরি করি। হাসি

হিমাগ্নি

তিথীডোর এর ছবি

চলুক

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

অতিথি লেখক এর ছবি

হাসি

হিমাগ্নি

অতিথি লেখক এর ছবি

আমি আগের যে ছবি দিয়েছিলাম তা ছিল png ফাইলের। png এর একটা সমস্যা হচ্ছে বড় সাইজের ছবিতে jpg এর মত output দেয় না। আবার jpg ও ছোট ছবিতে png এর মত আউটপুট দেয় না। আরও অন্যান্য ফরম্যাট তো আছেই।

তাই একেবারে সব ফরম্যাট বানায়ে ফেললাম। ai, psd, pdf, jpg, png, tiff, svg, ico, icns সবগুলো ফাইলটাইপের একটা করে পতাকার ছবি করা আছে, Full Pack পাবেন এখানে

হিমাগ্নি

দ্রোহী এর ছবি

ফায়ারফক্সটাকে পতাকা দিয়ে মুড়ে দিলাম। চমৎকার দেখাচ্ছে। হাসি

ধন্যবাদ এত চমৎকার একটা পারসোনা তৈরি করে দেবার জন্য।

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ দ্রোহীদা... হাসি

আপনার ভাল লেগেছে শুনে অনেক খুশি হলাম... হাসি

হিমাগ্নি

অছ্যুৎ বলাই এর ছবি

ডিজাইন ভালো লেগেছে।

তবে পতাকার মাপ কিছুটা ভুল। দৈর্ঘ্য : প্রস্থ = ১০ : ৬
কেন্দ্র: দৈর্ঘ্য বরাবর ৯:১১ ও প্রস্থের মাঝামাঝির সংযোগস্থল
লাল বৃত্তের ব্যাসার্ধ ২।

এই আপডেটগুলো করলে দেখবেন বৃত্তটা আরেকটু বড়ো হয়েছে, দেখতে আরো সুন্দর লাগবে, পতাকার মাপটাও বিকৃত হবে না।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ।

পতাকার মাপ মনে হয় না ভুল হয়েছে। দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ১০ : ৬ ই আছে। আমি প্রথমটা বানিয়েছিলাম ১০০০ X ৬০০ পিক্সেলে, এরপরেরগুলো ২০০০ X ১২০০ পিক্সেলে।

কেন্দ্র নিয়ে ঝামেলা হচ্ছিল। দৈর্ঘ্য বরাবর ৯:১১, এই অনুপাতটা বুঝতেছিলাম না। তাই অন্যান্য পতাকা দেখে চোখের আন্দাজে বসিয়েছি। আর প্রস্থের মাঝ থেকে কি মনে করে যেন একটু উপরে উঠিয়ে দিয়েছিলাম। এইটা ঠিক হয়নি আমার। কেন্দ্রের অবস্থান মনে হয় ভুলই হয়েছে।

লাল বৃত্তের ব্যাসার্ধ প্রথমে ২ করেই কাজ করতে বসেছিলাম। পরে কাটছাঁট করতে করতে ১.৬৮ হয়েছে।

বিষয়গুলো ধরিয়ে দেবার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে বানানোর সময় একদম হিসাব কষে সব করব। আমাকে কেন্দ্রের অবস্থানটা সহজ করে বুঝিয়ে দিলে অনেক উপকার হত... হাসি

হিমাগ্নি

অছ্যুৎ বলাই এর ছবি

এরকম:

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

অতিথি লেখক এর ছবি

অসংখ্য ধন্যবাদ ভাই... এই ছবিটা আরো আগে দিলেতো সবগুলাই ঠিক মত বানাইতে পারতাম...
দেখি, কয়েকদিন পরে গ্র্যান্ড প্রজেক্ট নিয়া বসব...

হিমাগ্নি

সুলতানা পারভীন শিমুল এর ছবি

চলুক

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

অতিথি লেখক এর ছবি

হাসি

হিমাগ্নি

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

ওরে! বাংলাদেশের পতাকা পারসোনার জন্যে অনেক অনেক আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-!
কিন্তু হালকা শেডটাই উপরে থাকায় মূল গাঢ় সবুজটা কম দেখা যাচ্ছে, এটা একটু পরিবর্তন করে দেয়া যায় কিনা দেখবেন? তাও দারুণ! হাসি

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

অতিথি লেখক এর ছবি

অসংখ্য ধন্যবাদ ভাই... হাসি

পারসোনাতে গাঢ় রঙ ব্যবহার করলে টেক্সট কালার সাদা দিতে হয়। সাদা টেক্সটে ট্যাবের লেখা দেখতে একটু সমস্যা হয়। এজন্যই শেডটা দিয়ে রঙ হালকা করেছিলাম কালো টেক্সটের জন্য। অবশ্যই চেষ্টা করে দেখব রঙটাকে আরো গাঢ় করে টেক্সটকেও কালোর মধ্যে রেখে করার।

হিমাগ্নি

rahil_rohan এর ছবি

আমি একটা বানিয়েিছলাম।।।। বাট- পোসট কোরতে পারছিনা

অতিথি লেখক এর ছবি

এখানে পোস্ট করতে সমস্যা হলে অন্য ওয়ালপেপার সাইটে আপ্লোড করে এখানে লিঙ্ক দিয়ে দিন। হাসি

হিমাগ্নি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।