বুকের মাঝে লাগলো এমন ঘাই লো

খন্দকার আলমগীর হোসেন এর ছবি
লিখেছেন খন্দকার আলমগীর হোসেন [অতিথি] (তারিখ: রবি, ২০/০২/২০১১ - ৫:৫৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

একটা মেয়ে যেই জীবনে আইলো,
সেই তরুণের প্রেমের রোগে পাইলো,
প্রেম ছাড়া তার অন্য কিছু নাই লো।
প্রেম বরষায় নাইলো,
প্রেমের স্তুতি গাইলো,
প্রেম আঁকড়ে জীবন-তরী বাইয়া যেতে চাইলো।

কিন্তু মেয়ের ইচ্ছা ছিল ‘হাই’ লো,
প্রতিষ্ঠিত কারো গলায় ঝুইলা যেতে চাইলো।
দুবাইবাসী আইলো,
মাইয়া ভালা পাইলো,
আর ছুড়িও বইসা বিয়া বিদেশ পানে ধাইলো।

প্রেমিক-তরুণ ধাক্কাটা খুব খাইলো,
বুকের মাঝে লাগলো এমন ঘাই লো,
সামনে যেটা পাইলো,
আফিম গাঁজা ডাইলও,
একসঙ্গে সব খেয়ে নেয় মরণলোকে ঠাঁই লো।।

খন্দকার আলমগীর হোসেন


মন্তব্য

রাতঃস্মরণীয় এর ছবি

শিরোনাম দেখেই বুঝেছিলাম এটা আপনি ছাড়া আর কেউ না! দেঁতো হাসি

বরাবরের মতোই ভালো লাগলো লেখাটা। শেষ চরণকয়েকটা আসলেই বেদনাদায়ক। পোলাপানের শক এ্যাবজরবার ভালো না হলে যা হয়।

ধন্যবাদ।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

অতিথি লেখক এর ছবি

শিরোনাম দেখেই বুঝেছিলাম এটা আপনি ছাড়া আর কেউ না!

সচলায়তনে সবাই আমার কাছে নুতন। তাই আপনার আপনত্ব আমাকে অভিভূত করেছে। ঠিক ধরেছেন। এই মামলায় পোলাপানরা অসাবধান থেকে অনেক সময় ভোগে।

খন্দকার আলমগীর হোসেন

অতিথি লেখক এর ছবি

এত্ত লো মিল্যা তো দেহি পোলাডারেই খাইয়া ফেললো দেঁতো হাসি

হায়লো! পোলাডা কি জীবনে শুধু একডা মাইয়ারই দেহা পাইয়াছিলো???

-অতীত

অতিথি লেখক এর ছবি

হায়লো! পোলাডা কি জীবনে শুধু একডা মাইয়ারই দেহা পাইয়াছিলো???

এই ভুলডাই পোলাপানে বারেবারে করে। 'লো' তো আইলো ঘইটা যাইবার পর।

খন্দকার আলমগীর হোসেন

তিথীডোর এর ছবি

হাসতেই আছি.. খাইছে হো হো হো

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

অতিথি লেখক এর ছবি

হাসতেতো থাকবেনই। আপনিতো 'হেই মাইয়ার' 'ফরে' মনে হইতেছে! ভাল থাকুন।

খন্দকার আলমগীর হোসেন

তিথীডোর এর ছবি

রেগে টং

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

অতিথি লেখক এর ছবি

মন খারাপ
( হো হো হো )

--- নুশান

অতিথি লেখক এর ছবি

ঠিকই ধরেছেন। হাসি এবং মনখারাপ দুই অনুভূতিরই সৃষ্টি করতে পারে এই লেখাটি। যদিও ঘটনা সত্য হলে হাসিকে অতিক্রম করে যবে দুঃখ।

খন্দকার আলমগীর হোসেন

অতিথি লেখক এর ছবি

হাসি
( মন খারাপ )

সেটাই ।
এই দুঃখের কারনেইতো পৃথিবীর যুপকাষ্ঠে কত মানুষ আশাহীন হতাশায় নিভে গেছে।

প্রচ্ছন্ন আনন্দ পেলাম।
শুভ কামনা রইল।

--- নুশান

অতিথি লেখক এর ছবি

প্রেমের বাতাস মনে যখন আইলো,
প্রেম দরিয়ায় মাঝি তরী বাইলো,
বাতাসে গান গাইলো
বাতাস পানে যাইলো
সেই বাতাসেই নৌকা যে উল্টাইলো!!!

--- থাবা বাবা!

অতিথি লেখক এর ছবি

ভাল লেখেছেন। আরেকটা প্যারাগ্রাফ লিখলে একটা সম্পূর্ণ লেখায় পরিণত হবে নির্ঘাত।

খন্দকার আলমগীর হোসেন

অতিথি লেখক এর ছবি

আপনার ব্লগে আমি আর ধৃষ্টতা করলাম না।

--- থাবা বাবা!

অনার্য সঙ্গীত এর ছবি

বাহ

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

অতিথি লেখক এর ছবি

আপনার ভাল লেগেছে জেনে আনন্দিত হলাম।

খন্দকার আলমগীর হোসেন

অতিথি লেখক এর ছবি

চলুক (চলুক)
মজার হয়েছে ভাই।

--------------
সাত্যকি

--------------

অতিথি লেখক এর ছবি

আপনার মন্তব্য মাঝেই আমার সার্থকতা ভাই।

খন্দকার আলমগীর হোসেন

সুলতানা পারভীন শিমুল এর ছবি

মজা পাইলাম। হো হো হো

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

অতিথি লেখক এর ছবি

বাঁচলাম।

খন্দকার আলমগীর হোসেন

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

হো হো হো হো হো হো হো হো হো

(আগে আরেকটা মন্তব্য করেছিলাম; আসে নাই।)

অতিথি লেখক এর ছবি

এবার এসেছে। আপনাকে ধন্যবাদ।

খন্দকার আলমগীর হোসেন

সত্যবাক এর ছবি

পুরা ঝাক্কাস কবিতা ভাইজান। এরাম আরো চাই!!

অতিথি লেখক এর ছবি

পুরা ঝাক্কাস কবিতা ভাইজান। এরাম আরো চাই!!

আপনার মন্তব্যে অনেক অনুপ্রেরণা পেলাম। সেজন্য ধন্যবাদ ভাইজান।

খন্দকার আলমগীর হোসেন

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আমাদের এক স্যার ছিলেন উনি বলতেন-- মেয়ে বিয়ে করে অন্যখানে গেছে তো কী হইছে? দেশে কি মেয়ের অভাব পড়ছে?

ছড়া ভাল হয়েছে। দু:খের চেয়ে মজা পেলাম বেশী দেঁতো হাসি

অতিথি লেখক এর ছবি

আমাদের এক স্যার ছিলেন উনি বলতেন-- মেয়ে বিয়ে করে অন্যখানে গেছে তো কী হইছে? দেশে কি মেয়ের অভাব পড়ছে?

আপনার স্যারের সাথে আমি একমত। মজা লেগেছে জেনে ভাল লাগল।

খন্দকার আলমগীর হোসেন

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।