কুমার সুদর্শন, সদাহাস্যময় যুবক। দু'মাস হল সাম্পাথ যোগ দিয়েছে তার সাথে। একদিন রঙিন পানির আসরে কুমার সাম্পাথকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিল।
"আমি বলছি তুমি ৫০ শব্দের মধ্যে একটা হত্যারহস্যের গল্প লিখতে পারবে না।"
"অবশ্যই পারবো।"
"কিভাবে ?"
সাম্পাথ পকেট থেকে পিস্তল বের করে কুমারকে গুলি করে মেরে ফেলল।
---------------------------
দূর্ভাগা
সারা শরীরে প্রচণ্ড ব্যাথা নিয়ে জেগে উঠলাম। তাকিয়ে দেখি একজন নার্স আমার বিছানার পাশে দাঁড়িয়ে।
"মিঃ ফুজিমা, আপনি দারুন ভাগ্যবান। মাত্র দু'দিন আগে হিরোশিমাতে এটম বোমা পড়েছে। অথচ আপনি এখন এই হাসপাতালে নিরাপদেই আছেন।"
দুর্বল কন্ঠে জিজ্ঞেস করলাম, "আমি এখন কোথায় ?"
"নাগাসাকিতে।"
---------------------------
পুনর্মিলন
ও কখনো ভাবেইনি নীলাকে এখানে দেখবে। শেষবার যেমন দেখেছে, নীলা আজো তেমনই সুন্দর আছে। সেই একই সৌন্দর্য, সেই একই যৌবনের দীপ্তি। নীলার দিকে এগিয়ে গেল ও, জিজ্ঞেস করলো - "চিনতে পারছো আমাকে ?" বেশ চেষ্টার পর নীলার মনে পড়লো ওকে, "ও হ্যাঁ, চেনা চেনা লাগছে মনে হয়। তুমি রাম না ? এখানে কি করছো ?"
"লরি এ্যাক্সিডেন্ট। আমাকে সহ চারজন নিহত।"
"দুঃখিত!"
ও জিজ্ঞেস করে, "কিন্তু তুমি আত্নহত্যা করলে কেন ?"
---------------------------
অনুগল্প
(মনমাঝি)
এর সবটাই আমার 'দেখনদারির' অংশ.... আগে দেখনদারি তারপরে গুনবিচারী... ভাসমান***** হিসাবে আমাদের 'যেমন কাজ তেমন সাজ'-তো নিতেই হবে.... মোরগাদের আকৃষ্ট করতে হলে একটুখানি ঠ্যাং দেখানো লাগে বইকি..... শিরোনাম যত ছোট হয়, তত ভালো.... ব্যক্তিগতভাবে আমার পছন্দ একদম অনুতস্য.....
কি... শিরোনামের তলায় দাঁড়িকমা... আরে ওগুলো আসল**** সময় বিরক্তিকর বাধা সৃষ্টি করে.... তাই না.... তাই আমি ওগুলো আর পরি না....
মন্তব্য
ভালো লাগলো।
ধন্যবাদ সবুজ পাহাড়ের রাজা।
অসাধারন অনুগল্প।
১ম দুটো একটু হালকা, তবে ভাল লেগেছে। ভালো থাকুন মনমাঝি।
__________________________________
মেঘদুত
পড়া ও ভালো লাগার জন্য ধন্যবাদ। আপনিও ভালো থাকুন মেঘদুত।
মনমাঝি
৩টি চিরকুট গল্প খাসা লাগলো। ফ্রি অনুগল্পটি বুঝতে না পারায় বোকা বোকা লাগছে নিজেকে। একটু বুঝিয়ে দিন না, স্মার্ট হই।
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
ফ্রি জিনিষ সবসময়ই রদ্দি মাল হয় রোমেল ভাই। আপনি স্মার্ট বলেই যা বোঝার মত নয় তা বুঝতে পারেননি। এখানে কেউই আসলে এটা বুঝতে পারেনি। আমার কল্পনাশক্তির ঘাটতি ধরা পড়ে গেছে। তবু তাফসীরটা জানতে চাইলে নীচে আমার মন্তব্য পড়ুন।
পড়ার জন্য ধন্যবাদ। আপনার হাস্যময় মুখটা সদাহাস্যময় হোক। প্রফুল্ল থাকুন।
মনমাঝি
গল্পত্রয় ভালো লেগেছে। এই সাইজের গল্প কোথায় পেলেন, জানতে আগ্রহ রইলো।
পড়ার জন্য ধন্যবাদ। মনমাঝি।
চিরকুট গল্প তিনটি ভালো লেগেছে। ফ্রী গল্পটা আমিও বুঝিনি। -রু
বোঝানোর মত করে লিখতে পারিনি বলে দুঃখিত। এটা আমারই ব্যর্থতা।
পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।
মনমাঝি
ভালো লাগলো পড়ে। তবে শেষেরটা বুঝি নাই।
আপনার অতিথি অ্যাকাউন্টের কি হলো?
শেষেরটার শানে নুযুল নীচে দেখুন।
এ্যাকাউন্টের খবর 'গভর্ণর' মালুম। সর্বশেষ ২৩শে জানুয়ারি, ২০১১-এ তাদের কাছ থেকে এই মেসেজ পেয়েছিঃ "We will, however, assign মন মাঝি to you shortly." এই 'shortly'-র মেয়াদ কবে শেষ হবে, তা তারাই জানেন।
আমি যদিও গভর্নরদের খবর বলতে পারবো না, কিন্তু আপনি পরিবর্তিত নিকে লগ ইন করার চেষ্টা করে দেখেছিলেন কি?
"We will, however, assign মন মাঝি to you shortly" - এখানে যে 'মন মাঝি' আছে, সেটা পরিবর্তিত নিকই। মাঝখানের স্পেসটি লক্ষ্য করুন।
আমি আসলে "মনমাঝি" নিকটি না পাওয়ার পর ভালোভাবে চিন্তা না করে তাৎক্ষনিকভাবে আরেকটি নিকের জন্য সাময়িক ভাবে আবেদন করেছিলাম। পরে এই চয়েসটা অতি বাজে লেগেছিল। তবে এটা আমি ব্যবহার করিনি, এমনকি প্রেরিত লিঙ্কে ক্লিকও করিনি। ভেবেছিলাম মনোমত একটা ভ্যারিয়ান্ট পাওয়ার পর এটা বদলে নিব। তখন বুঝিনি যে একটা ইমেইল এ্যড্রেস কোন নিকের সাথে সম্পর্কিত হয়ে গেলে তখন আর ঐ ইমেইল এ্যড্রেস থেকে আর কোন নিকের জন্য আবেদন করা যায় না। এই বিষয়টা বুঝিয়ে ২-৩টা ইমেইল চালাচালির পর 'গভর্ণর'রা আমার চুড়ান্ত নির্বাচিত নিকে ('মনমাঝি'-তে রাজি নন, তবে স্পেস-সহ 'মন মাঝি' চলবে) সম্মত হন এবং উপরোক্ত মেসেজটি পাঠান। কিন্তু তারপর থেকেই সব চুপ। এই সুযোগে আমি আরেকবার তাঁদের দৃষ্টি আকর্ষন করছি। বড়ই অসুবিধা হচ্ছে। একাধিক কমেন্ট করার ক্ষেত্রে বারবার নিক ম্যানুয়ালি দিতে হচ্ছে বা অনেকসময় দিতে ভুলেই যাচ্ছি।
মনমাঝি
অনেকেই শেষের গল্পটি বুঝেননি বলে জানিয়েছেন। এর কারন বোধহয় গল্পটি আসলে হয়ইনি আদৌ !
আমি ইন্টারনেট সার্ফ করার সময় হঠাৎই এক পশ্চিমা স্ট্রীট-হুকারের ব্লগে (url ভুলে গেছি) পৌঁছে যাই। পর্ন সাইট নয়, ব্লগ জাতীয় কিছু হবে বোধহয়। এখানে একজাগায় ছিল ঐ হুকারের ছোট্ট এক টুকরো বয়ান। পড়তে গিয়ে হঠাৎ অনুগল্পের কথা মনে পড়ে গেল - মনে হলো আমি যদি এর থেকে দু'চারটা শব্দ বদলে দিয়ে এটাকে অনুগল্পের উপর অনুগল্প হিসেবে চালিয়ে দেই, তাহলে খুব মজা হয়। একটু দুষ্টুমি আরকি
লেখার সময় অনুগল্প নিয়ে এই ইচ্ছাকৃত-অস্পষ্ট জোকটা করতে বেশ মজাই পেয়েছিলাম, ভেবেছিলাম অন্যরা ধরতে পারবেন। হয়নি দেখে একটু বোকা বোকা লাগছে এখন। হয়তো রাতের বেলা ঘুমের ঘোরে তাড়াহুড়া করতে গিয়ে ঠিকমত চিন্তা করে লেখা হয়নি।
যাই হোক ঐ হুকারের পোস্টটা ছিল এরকম (আমার 'অনুবাদের' সাথে মিলিয়ে পড়তে পারেন) :--
মনমাঝি
শেষেরটার বিবর্তন তেমন ভাল লাগেনি যেমনটানা প্রথম দুইটা ভাল লেগেছে। শেষেরটার মূল ইংরেজীটাই বেশী ভাল লাগলো
ধন্যবাদ। মূল ইংরেজীটা গল্প না। এটা এক বাস্তব মানুষের বাস্তব আলাপের অংশ। এমন আলাপ একটু কান পাতলেই অনেক শুনতে পাবেন। আমি বিবর্তনটা ঠিক মত করাতে পারিনি এটাই হচ্ছে কথা।
মনমাঝি
দ্বিতীয় গল্পে ও তাহলে আত্মহত্যা করেছে? বুঝলাম না।
২য় নয়, ৩য় গল্পে। না, 'ও' (অর্থাৎ রাম) নয় - নীলা আত্নহত্যা করেছিল। লরি এ্যাকসিডেন্টে নিহত রাম নীলাকে জিজ্ঞেস করছে সে কেন আত্নহত্যা করলো।
মনমাঝি
দুই নম্বরটা বেশি ভালো লেগেছে। আরো নিরীক্ষা হোক...
--------------------------------------------
যদ্যপি আমার গুরু শুঁড়ি-বাড়ি যায়
তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়।
২ নাম্বারটা পড়ে হাসি উঠে যাচ্ছিলো প্রায়। মানুষ অনেক সময় চরম দুর্ভোগেও হাসে!
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
শেষেরটা বোঝা যায়নি, কিন্তু ২, ৩ দারুণ পছন্দ হয়েছে।
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
দুর্ভাগাটা জোশ
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
ধন্যবাদ।
মনমাঝি
বাহ!
শেষের টা ধারনার সাথে মিলেছে । মানবাধিকার নিযে কিছু পেশাগত কাজের জায়গা থেকে মনে হয় ধরতে পেরেছি আর কী ওযার্ড “দেখনদারির' ভাসমান***** যেমন কাজ তেমন সাজ'মোরগাদের আকৃষ্ট করতে হলে একটুখানি ঠ্যাং দেখানো লাগে বইকি....” বিশেষত োরগা দেখে নিশ্চিত হলাম
সব গুলাই ভাল লাগল
ধন্যবাদ মানবী-০৩। বাঁচা গেল, ৪ নং-টা একদম মাঠা মারা যায়নি তাহলে।
মনমাঝি
২ আর ৩ নং টা খুব ভাল লাগলো। সত্যি আমার জানতে ইচ্ছে করছে, নীলা আত্নহত্যা কেন করেছিল?
নতুন মন্তব্য করুন