কিছুদিন পর দেখলাম জাতীয় সঙ্গীত নিয়ে সচলায়তনে অসাধারন তথ্যবহুল একটা পোস্ট পড়েছে। দেখেই মনে হল- ঠিক ঠিক, এরকম কনটেন্ট থাকবে সেই সাইটে তাই তো চেয়েছিলাম। বিস্মৃতিপ্রবণ মন আবার ভুলে গেলো। তারপর প্রিয় বন্ধু আর প্রিয়তর মানুষ তানিমের (সচল জি এম তানিম) সঙ্গে চ্যাট হচ্ছিল গতকাল। বাংলাদেশের বিপর্যয়কর পরাজয়ে দুইজনেরই মেজাজ চরমে। এর মধ্যেও তানিমের শেষ পোস্ট নিয়ে কথা হচ্ছিল। তার সেই বাংলাদেশ- আয়ারল্যান্ড ম্যাচ দেখাবিষয়ক লেখাটা যে আমাকে স্টেডিয়ামে না থাকতে পারার পরও উপস্থিতির আনন্দ দিয়েছে খানিকটা তা নিয়ে কথাবার্তা। কথায় কথায় স্যারের লেখার প্রসঙ্গ আসলো উনার দিগন্ত টিভিকে সাক্ষাৎকার দিতে না চাওয়ার ভিডিও-র সূত্র ধরে। এর মধ্যে স্বপ্নটা শেয়ার করলাম। বললাম- এমন একটা অ্যাপ্লিকেশন করা যায় না যা দিয়ে পতাকার দৈর্ঘ্য বা প্রস্থ যে কোনটা দিলে বাকি মাপগুলো চলে আসবে? আমি নিষ্কর্মা লোক, তানিম তার পুরো বিপরীত। দেখতে দেখতে এলগোরিদম দাঁড়িয়ে গেলো আর ঘন্টা খানেকের মধ্যে এপ্লিকেশনের ভার্সন ০.১! আমি তানিমের সবকিছুতেই মুগ্ধ হই, কালকে সেই মুগ্ধতা সকল সীমা ছাড়িয়ে গেল। আমি নিতান্তই নন-টেকি লোক, এইসব কেমনে মানুষ বানায় এইটা ভাবতে গেলেও মাথা চুলকায়। আমাকে আরো মুগ্ধ করে তানিম আজকে ভার্সন ০.২ করে ফেলল। দেখেশুনে আমাদের দুইজনেরই মনে হল- হ্যাঁ, এইবার মানুষের ফিডব্যাক নেয়া যায়। এই লিংকে একটা ক্লিক করেন এই ছোট্ট জিনিসটা পরখ করে দেখার জন্য- জাতীয় পতাকার মাপসমূহ
আর আমাদের পরিকল্পনা আছে এটাকে ফেসবুক অ্যাপ হিসেবে ডেভেলপ করার এবং যে কোন সাইট-এ উইজেট হিসেবে যেন যোগ করা যায় তারও একটা ব্যবস্থা করার। আপনাদের মতামত, যে কোন পরামর্শ, সহায়তা সবই খুব প্রয়োজন। জানি, কাজটা খুবই সামান্য, তবু স্বাধীনতার মাসে গভীর ভালোবাসার অর্জন এই লাল-সবুজ পতাকার প্রতি আমাদের এই অতি ক্ষুদ্র প্রচেষ্টা।
-ইকথিয়ান্ডার
মন্তব্য
ভালো উদ্যোগ।
রব
খুব ভাল উদ্যোগ!
-------------------------------------------------------------
জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন...
চমৎকার উদ্যোগ।
ভালো প্রচেষ্টা।
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
ভালো উদ্যোগ।
ভালো উদ্যোগ।
...........................
Every Picture Tells a Story
শুভ উদ্যোগ।
তানিম ভাইয়ের সাইটে কমেন্ট করসি -কমেন্ট নেয় না।
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
মডারেশন কিউতে ছিলো, ছেড়ে দিসি
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
চরম উদ্যোগ...
হিমাগ্নি
তানিম ভাইয়ের ওয়েবসাইট তো মনে হয় ঘুমিয়ে গেছে। আর দেখা হলো না ট্রাই করে। তবে আইডিয়াটা দারুন ছিল।
নতুন মন্তব্য করুন