আবারো জোর করে লিখলাম কয়েকটা। এর কয়টা গল্প হলো আর কয়টা শ্লোগান, কে জানে?
১৩। ভাঙ্গা দালান। পূর্ণিমা । অশরীরিরা আমাদের দেখছে।
১৪। ঘুমে যাকে ছুঁই, জাগরণে তাকে পাইনা।
১৫। সাগরে মুক্তো থাকে। মুক্তোতে অশ্রুর সাগর।
১৬। আকাশের ঝড় ঘর ভাঙ্গে, ঘরের ঝড় ----?
১৭। টাকার র্যাপিংএ ভালবাসার খুঁত ঢাকা পড়ে।
১৮। গরুটা ভালবাসা চেয়েছিল। স্টেইকটাকে যত্নে চিবুই।
১৯। বন্ধুটি বলেছিল, ‘কাল আসিস’। মাথা খারাপ!
২০। ম্যান ইজ মর্টাল। মানুষেরই ভুল হয়।
২১। একশো তারা পকেটে। দরকার একখানা আকাশ।
২২। পাশ করলে বিয়ে, ফেল করলে ইলোপ।
২৩। তোমার চাইতে মদের আসক্তি ভাল। ভ্যারাইটি।
২৪। ছোট্ট চিরকুট। ‘ভালবাসিনা তোমাকে’। দড়ি-কলসী।
-নিলম্বিত গণিতক
মন্তব্য
ঘুমে যাকে ছুঁই, জাগরণে তাকে পাইনা।
...........................
Every Picture Tells a Story
এই পর্ব আগের চেয়েও ভালো হয়েছে। সচলে স্বাগতম।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
"১৪" ভালো লাগলো খুব।
খুবই চমৎকার। নিজে ৫০ শব্দের মধ্যে গল্প লিখতে গিয়ে সর্বনিম্ন ৬২ শব্দ পর্যন্ত এসে আটকে আছি
কয়েকদিন থেকে ৬ শব্দের দিকে তাকিয়ে বেশ বিস্ময় লাগছে
সত্যি সত্যি শব্দ বাহুল্য ছাড়াও গল্প হতে পারে
০২
এটা বোধহয় একটা সম্পূর্ণ ছোটগল্প
০৩
আমার ধারণা লেখাগুলো আপনার মৌলিক। তাই না?
এই ২০ নম্বরটা দেখে একটু কনফিউজড হচ্ছি
কারণ এটা অতি প্রচলিত একটা ফ্রেজ
২০ নম্বর লেখাটির সম্পর্কে আপনার মন্তব্যটি সঠিক। এই জাতীয় একটি কথা জোক হিসেবে আছে। আসলে আমি যা লিখতে চেয়েছিলাম তা ঠিকমতো হয়নি। সঠিক লেখাটি এইরকম হবে আসলে। "ম্যান ইজ মর্টাল। মানুষই ভুলে যায়।" বদলাতে পারলে বদলে দিতাম। আপনার অন্য মন্তব্যগুলোর জন্যে অনেক ধন্যবাদ।
-নিলম্বিত গণিতক
খুব সুন্দর।
আরো গল্প চাই।
১৪ আর ১৮ বেশ ভালো লেগেছে। বাকিগুলো তেমন না। তবে আবারো বলছি, আইডিয়াটা চমৎকার লাগছে আমার।
কিন্তু একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? সবাই ছয় শব্দে গল্প লেখা শুরু করলে আমরা পাঠকরা তো বিপদে পরে যাবো।
------------------------------------------
হায়রে মানুষ, রঙিন ফানুস, দম ফুরাইলে ঠুস
তবুও তো ভাই কারোরই নাই, একটুখানি হুঁশ।
১৮ দারুণ!
২১ ভালো লাগসে।
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
দারুন লাগলো! এতো কম শব্দে এতো কথা এক্সপ্রেস করা আসলেই কঠিন!
হ্যাটস অফ!
ভায়োলেট সন্ধ্যা
আমার কাছে আগের কিস্তিটা বেশী ভাল লেগেছিল ওভারঅল। এই কিস্তিতে এটা পুরাই (গুড়)
১৪ বর্ণনাভঙ্গীতে ভালো
আর ১৮ নতুনত্বে।
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
বেশ তো!
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
ভাল, ভাল। আপনি চালিয়ে যান। তবে মাঝে মাঝে মুখ বদলাবেন কিন্তু!
২২ নম্বরে ছক্কা হাঁকিয়েছেন।
দড়ি-কলসীর গল্পটা একটু সস্তা হয়ে গেল যেন!
থামবেন না, চালিয়ে যান।
(গুড়)
সবাইকে ধন্যবাদ মন্তব্যের জন্যে। দেখি আরো কিছু বানানো যায় কিনা। ব্যক্তিগত ভাবে আমার কাছে "ঘুমে যাকে ছুঁই, জাগরণে তাকে পাইনা।" লেখাটিকে কেমন যেন কবিতা-কবিতা মনে হয়। যেন গল্প নয়। যাকগে!
-নিলম্বিত গণিতক
গল্পগুলোর আইডিয়া গুলো সুন্দর। ইংরেজি শব্দের বাহুল্য চোখে লাগলো, তবে ইংরেজি শব্দের ব্যবহার উপযুক্ত বাংলা শব্দের সংখ্যা কমিয়ে আনতে সাহয়ায্য করে।
~!~ আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল ~!~
নতুন মন্তব্য করুন