আট শব্দী গল্প!

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: রবি, ১৩/০৩/২০১১ - ১:৫০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সচলের ছয় শব্দের গল্পের সিরিজটাকে রীতিমতো ভালোলাগা শুরু হয়েছে।
একটার চেয়ে আরেকটা মজার! তাই আমিও হালকা চেষ্টা নিলাম, কিন্তু আট শব্দে......

১। আকাশে মেঘ করতেই ছাতা কিনতে ডিস্পেন্সারীর দিকে ছুটলাম!
২। মুখরা রমনীর সাথে ঘর করা কষ্ট হলেও এক্সাইটিং!
৩। কেলেংকারী সবচে' আদর্শ সময় আসল বন্ধুদের চিনে নেয়ার!
৪। হন্টেড হাউজে রাত কাটিয়ে চোখ উঠেছিলো বোকা বালকের।
৫। নিনজাতুন্নেসার সাথে প্রেমচলাকালীন প্রায়ই তার বোন প্রক্সি দিতো!
৬। বিড়ালটার একচোখ কানা হলেও তাকে পাইরেট বলা যায়না।

ভায়োলেট সন্ধ্যা


মন্তব্য

আমার মতন সুখী কে আছে... আয় সখী, আয় আমার কাছে এর ছবি

কিছুই তো দেখা গ্যালো না। বক্স কেন?

সবজান্তা এর ছবি

ভালো লাগলো বেশ কয়েকটা। লিখতে থাকুন।

অবাঞ্ছিত এর ছবি

৫। নিনজাতুন্নেসার সাথে প্রেমচলাকালীন প্রায়ই তার বোন প্রক্সি দিতো!

এইটা ভালু পাইসি দেঁতো হাসি

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

সাফি এর ছবি

মেহবুবা জুবায়ের এর ছবি

মুখরা রমনীর সাথে ঘর করা কষ্ট হলেও এক্সাইটিং!

এইটা পছন্দ হইছে!

--------------------------------------------------------------------------------

মুস্তাফিজ এর ছবি

৬ নাম্বারটা ভালো লেগেছে

...........................
Every Picture Tells a Story

রোমেল চৌধুরী এর ছবি

বাহ, বেশ লাগলো।

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

অতন্দ্র প্রহরী এর ছবি

১, ২, ৫, ৬ ভালো লাগলো।

নিবিড় এর ছবি

শেষের দুইটা ভাল লাগল

শুভাশীষ দাশ এর ছবি

পাঁচ ভালৈছে।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।