ছবি তোলার ব্যপারে আগ্রহটা সেই ছোট বেলা থেকেই আছে। তুলতে পারি আর না পারি চেষ্টা করতে দোষ কী….? না হয় অখাদ্য টাইপের কোন ছবিই বের হবে। ব্যপার না…..একটা কিছু হলেই হল। আর কিছু হোক বা না হোক। মনের খোড়াকটুকু তো জোগার করা হল। আমি বাপু এতেই খুশী। এর বেশী কিছু আশা করি না।আসলে ছবি তোলার জন্য সেভাবে সময় পাই না। আর যখনই একটু সময় করে উঠতে পারি অমনি কারো সাথে বেড়িয়ে পরি। চোখে যা ভালো লাগে তাই তুলতে চেষ্টা করি। ছবিগুলো তোলার পরে ইচ্ছে করে ছবিতে পছন্দের রঙ দিতে। তাই ব্যবহার করতে হয় বাড়তি সফটওয়্যার। অনেকের কাছে হয়তো এ ব্যপারটা খুব একটা পছন্দের না। কিন্তু, এর পরেও কাজটি করি....কারণ বাস্তবের সাথে স্বপ্নের রঙ মেশাতে কেন জানি খুব ভালো লাগে। ছবিগুলো কেমন হল জানি না.....
১.
২.
৩.
৪.
৫.
৬.
৭.
৮.
৯.
১০.
মন্তব্য
দারুণ! কোনটা কোথাকার ছবি একটু লিখে দেন না।
৩,৯,১০ নং ছবিগুলো মানিকগঞ্জ থেকে তোলা।
১ এবং ২ নং ছবি ঝালকাঠীর বিষখালী নদী থেকে তোলা।
৭নং ছবিটি ছবির হাট থেকে তুলেছিলাম।
আহারে, ভাইটার পোস্টে পয়লা মন্তব্য করতে পারা গেল না!
'নৌকা আমার কাগজের নৌকা...'
৯ নাম্বার ছবিটা বেশি ভালু !
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
অনেক ধইন্যা আপু......
খাইসে, তিথীপু কি এই লগে আমার উপর চটে গেলেন নাকি?
আরে না, কিসের মধ্যে কী!
নিন, ফাস্ট বয়কে ফাস্ট প্রাইজ দিলাম-- (গুড়)
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
সুন্দর সব ছবি।
কিন্তু আপনি কি টের পাইছেন যে দুই নাম্বারের ছবিটা অসাধারণ!
(৪, ১০) এডিটিং বেশি হয়ে গিয়ছে মনে হচ্ছে।
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
১০ নং ছবিটাতে ইচ্ছে করেই বেশী এডিটিং করেছি। কিছুটা ভিন্ন লুক আনার চেষ্টা থেকেই এমনটা করা হয়েছে।
আসলে..... আমি এখনো তেমন কিছুই পারি না, শুধু করার চেষ্টা করছি।
******
মেঘ রোদ্দুর
আমার কাছে ৩ নম্বরটা সবচেয়ে ভালো লেগেছে।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
ধন্যবাদ....
সচলায়তনে স্বাগতম।
২,৩ এক কথায় অসাধারণ। অনেকদিন ফ্লিকারে যাইনা, তাই আপনার ছবিগুলো দেখা হয়ে উঠেনা একেবারেই।
১০নং নিয়ে একটু কথা আছে। ছবিটা ভালো কিন্তু ছোট্ট দুইটা জিনিশ বলার আছে, হাইলাইট ক্লিপ করাতে ছবিটা অনেক ফ্ল্যাট হয়ে গেছে। খুব সামান্য একটু হাইলাইট দরকার ছিলো, তাতে একটা মজার ডাইমেনশন আসতো। আর একটু বেশিই শার্প মনে হয়েছে, আনশার্প মাস্কিংটা বোধহয় আরো কম করলে ভালো লাগতো। এগুলো একান্ত আমার ব্যাক্তিগত দৃষ্টিভঙ্গি থেকে বলা ... নো হার্ড ফিলিংস।
দ্যাটস দ্যা স্পিরিট, ব্রো ... ...
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
অনেক ধন্যবাদ ভাইয়া।
আসলে ১০নং ছবিটা একেবারেই আমার এডিটিং স্ট্যাইলের বাইরে গিয়ে করতে চেয়েছিলাম। তাই ছবিটা নিয়ে আমি নিজেও বেশ খানিকটা হেজিটেড ছিলাম। বুঝতে পারছিলাম, কোথাও ভুল হচ্ছে...... কিন্তু ব্যপারটা ঠিক ধরতে পারছিলাম না। আর, এ কারণেই ছবিটা এখানে এ্যাড করে দেই......
যাক, এখন মোটামুটি ক্লিয়ার হয়েছি.......
একটা সমস্যার কথা বলি..... আমি ছবিতে HDR টোন ম্যাপিং করতে চেষ্টা করি। তবে সমস্যা হল, এটা করতে গিয়ে মাঝে মাঝে ওভার এডিটিং হয়ে যায়। ঠিকমত ব্যালেন্স করতে পারি না। কিভাবে করলে পারফেক্ট টোন ম্যাপিং করতে পারবো..... এ ব্যপারে একটু বললে বেশ সুবিধা হত।
আমার ২ আর ৯ নম্বর বেশি পছন্দ হয়েছে। ৩ কি পিঁয়াজ ক্ষেত? ৭-এর ঘটনা কী? ১০ দেখে কেন যেন ভয় পেয়েছি। -রু
অনেক ধন্যবাদ....
হ্যাঁ.... ৩ নং ছবিটা পিঁয়াজ ক্ষেতের। আর..... ৭ এর ঘটনা তেমন কিছু না....
গত ২১ ফেব্রুয়ারি একটা সংগঠন ছবির হাটে পথ শিশুদের নিয়ে একটা ছবি আঁকার প্রতিযোগীতার আয়োজন করেছিলো.....ওখান থেকেই তুলেছিলাম।
**********
মেঘ রোদ্দুর
অসাধারণ সব ছবি। তবে ছবিগুলোর ক্যাপশন আর কোথায়, কখন তোলা এসব দিলে আরো ভালো হত, পরিপূর্ণতা পেত।
------------------------------------------
হায়রে মানুষ, রঙিন ফানুস, দম ফুরাইলে ঠুস
তবুও তো ভাই কারোরই নাই, একটুখানি হুঁশ।
ভালো লেগেছে।
সুন্দর সব ছবি। বিশেষ করে ২,৩,৮,৯ দারুণ লাগলো।
৩, ৭, ৮ অনেক ভালো লেগেছে।
============================
শুধু ভালোবাসা, সংগ্রাম আর শিল্প চাই।
নতুন মন্তব্য করুন