গতজনমের ঘাটে জেগে আছে শ্যাওলা,পিছল
এ জন্মের স্নান তাই বুঝি এত পতন-বিহ্বল?
দেখি এক ঘড়া ভেসে যায় দূর জলে
কার কাঁখ চ্যুত যে ও? ভাবি আর ঘড়াটির অদৃশ্য অতলে
বুঝি নেই কোনো জল,বুঝি নেই অন্নের সংস্থান
দেবতা,তোমার যতটুকু ছিল পরিপূর্ণ দান
ততটুকু গ্রহণে তো ওই ঘড়া হয়নি সমর্থ
তাই বুঝি মনে পড়ে এই দেহ,কী যে তার অর্থ?
এ দেহের একভাগে আজও কেন জেগে ওঠে স্থল?
যতটা ডোবার কথা ছিল তার ডোবেনি সে,
আজও তার ভাসাই সম্বল?
অমিতাভ দেব চৌধুরী
মন্তব্য
কবিতার সাথে কি কবির ছবি?
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
ভালো লাগল মোটামুটি
চশমা পরা এই গুম্ফবান ভদ্রলোক কে? ওনার সামনে মাইক কেন?
সচলে দুয়েকটা পোস্টে কবিতার সাথে ছবিতাও জুড়ে দেবার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। কবি এবং মডেলের মধ্যে পার্থক্যজ্ঞান করা দুষ্কর হয়ে পড়ছে।
ধৈবত
কবি তার কবিতা পাঠ করে শোনাচ্ছেন-- এমনটাই বুঝলাম। কবিতা ভাল লেগেছে। একটু জটিল টাইপের যদিও।
বাহ, বেশ লাগলো তো। অন্ত্যঃমিলের সাথে সাথে পর্ব-মাত্রা ঠিক রাখলে বিভা বেড়ে যেত।
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
ভালো লাগলো
অতীত
নতুন মন্তব্য করুন