আনমনে আনাগোনা মেঘময় মইতে,
উদাসীন জালবোনা স্মৃতিগড়া বইতে;
নীলহারা আসমানে মেঘালয় দুর্মর,
ঝিরিঝিরি বারিধারা মায়াময় মর্মর।
এইপারে বুনোঘাস কেঁপেকেঁপে উচ্ছল,
ওইদূরে তটিনীর জলনাচে চঞ্চল;
মনভরে স্নানসেরে গাছসব পাতাতে
চারিদিক ঝরঝর সুরময় দোলাতে।
মাঠেভিজে চাষীভাই মনভরা ফসলে,
হালমারে মাঝিসব চোখরেখে বাদলে;
রাখালের ভেজাপাল ভিজেভিজে চুপসে
গোয়ালের পথপানে পিছুফেলে ছুটছে।
সারাদিন কাকভেজা দিবাকর লুকিয়ে
দুনিয়ার ভেজামুখ দেখেচলে মুখিয়ে;
টিনচালে ঝপঝপ ভিজেদেখ গ্রামটা,
দুপদাপ কেদোমাঠে আছড়ায় প্রাণটা।
জানলার ওইপারে ফোঁটাগুলো জমছে,
ঘোলাচোখে দেখেমোরে বারিদল ভিজছে;
ভিজেগ্রাম, ভিজেনদী, ভিজেসব উত্তাল,
না-ভিজেই কাতরায় শহরের জঞ্জাল।
এইসব ভেবেভেবে দিশেহারা নগরে
ভেজামনে দেইডুব হতাশার সাগরে।
ভিজেছিলো মেঘমালা মনোমায়া পরশে,
সেইস্মৃতি ধরিবুকে পুলোকিত হরষে।
অতীত
মন্তব্য
সুন্দর তো!
ছন্দময়...
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
ধন্যবাদ আপু
অতীত
'সকালে আজ সারা আকাশ কেবল মেঘ!
ইলশেগুঁড়ি বৃষ্টি আসে, উড়েও যায়..
থেকে থেকেই ঝোড়ো বাতাস এদিক ওদিক
ঢ্যাঙা মতন ঝাঁকড়াচুল অনেক গাছ মাথা ঝাঁকায়, যেমন রাগি বাচ্চারা খাবার ছুঁড়ে ফেলে।'
#যারা বৃষ্টিতে ভিজেছিল :জয় গোস্বামী
সুন্দর...
বৃষ্টির চেয়ে ভালু আর কিছু আছে দুনিয়ায়?
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
একদম আমার মনের কথা বলেছেন আপু। বৃষ্টির চাইতে অপূর্ব কিছু নাই এ প্রকৃতিতে। ক্রিকেট ফাইনালের দিন টিএসসি তে ছিলাম। সন্ধ্যার সময় ভয়াবহ বৃষ্টি শুরু হল হঠাৎ। ব্যাগে ছিলো থিসিসের কাগজ, মোবাইল, জিপিএস, চেক বই এবং আরও কিছু গুরুত্বপূর্ণ ফাইল। কিন্তু বৃষ্টি দেখে মাথা খারাপ হয়ে গেলো। তার উপর চলছে প্রচন্ড বাতাস। দিলাম তার মধ্যে হাঁটা। নীলক্ষেত হয়ে কাঁটাবন পার হয়ে প্রায় হাতিরপুল চলে এসেছি ততক্ষণে এই প্রচন্ড মন আবেশকারী মাতম কমতে শুরু করেছে। আর আমি ভিজে প্রায় তরল অবস্থায় উপনীত। কিন্তু এমন স্বর্গীয় অনুভূতি যা পেলাম তা কক্ষনই ভোলার নয়। ব্যাগের অবস্থা আর নাই বললাম
আপনার সুন্দর মন্তব্যের জন্যে একরাশ বৃষ্টির ঝাপ্টাময় কৃতজ্ঞতা।
অতীত
বৃষ্টি নেমেছে। এর মাঝে এই লেখাটা পড়তে বেশ ভাল্লাগলো।
অতীত
চ্রম চ্রম চ্রম
ধৈবত
ভাই, এমন স্নিগ্ধ বৃষ্টিমুখর পরিবেশে বিলাই-গুলাগুলির কী দরকার ছিলো
অতীত
বাহ্
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
অতীত
সুন্দর, বৃষ্টি এবং বৃষ্টিময় কাব্য- দুটোই ভালো লাগে।
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
অসংখ্য ধন্যবাদ তাসনীম ভাই
অতীত
নতুন মন্তব্য করুন