দুর্গেশ্বরী জেনে গেছি
তোমার সেই সুরক্ষিত দুর্গ কপাট,
কোথায় আক্রান্ত হলে
বিনা যুদ্ধে হয়ে যায় হাট।
জেনে গেছি সব-ই গেছি জেনে,
কেনো যে বিব্রত দ্বার-রক্ষী
পথ ছাড়ে পরাভব মেনে।
কি সে চাতূর্যতা আর
রণকৌশল প্রয়োগে যুদ্ধে,
তোমার সেপাই-সান্ত্রী সব
বিদ্রোহ করে তোমারই বিরূদ্ধে।
এও জানি দুর্গেশ্বরী
জেনেছি যে সব,
কোথায় লুকিয়ে তোমার
বিপুল বৈভব!
খন্দকার আলমগীর হোসেন
মন্তব্য
প্রথমে পাশ কাটিয়ে গিয়েছিলাম নামকরণ দেখে। পরে পড়ে দেখলাম মন্দ লিখেননিতো! সবচেয়ে কৃতিত্ব আপনার, একটা অশ্লীল শব্দও ব্যবহার না করার জন্যে।
চিরকুমার
আসলে বিষয়টা আমি অশ্লীল ভেবে লিখিনি। আপনাকে
খন্দকার আলমগীর হোসেন
নতুন মন্তব্য করুন