আমার মেয়ে গতরাতে ওকে প্রথমবারের মত বাড়ি নিয়ে আসলো। বাইরের রাস্তা থেকেই হাত ধরাধরি করে, হাহা-হিহি করে হেসে গড়িয়ে পড়তে পড়তে।
আমি হাসলাম না। আমি মেয়ের সঙ্গীকে কিচেনে নিয়ে গেলাম। এক্ষেত্রে যে ‘ভাষন’-টা দিতে হয় দিলাম, নিয়মকানুন-বিধিনিষেধগুলি জানিয়ে দিলাম। আরো জানিয়ে দিলাম যে, সে যদি আমার মেয়ের মন ভাঙে – তাহলে আমার কাছে জবাবদিহি করতে হবে তাকে।
ও বললো, আমার মেয়েকে ও ভালোবাসে। আমার মেয়ের খুব যত্ন করবে ও।
আমি ওকে বিশ্বাস করি না। ও আমার মেয়ের মন ভাঙবেই – ওরা সবসময়ই তা করে।
এখন আমার মেয়ে ওর সাথে আরো বেশি বেশি দেখা করতে চায়। আমার এই দেখাদেখি পছন্দ হচ্ছে না। ওকেও না।
কিন্তু আমি কীইবা করতে পারি ? আমার মেয়ের বয়স আট। আর ও আমার মেয়ের বাবা।
[মূলঃ ফিল গার্ডনার]
মন্তব্য
শেষ লাইনের টুইস্টে টাশ্কি খাইয়া গেলাম, আমিও মেয়ের বাবা কিনা!
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
মনমাঝি
আশ্চর্য গল্প! তারচেয়েও একটা বিষয় আবিষ্কার করে অবাক হলাম-- গল্প পড়া শুরু করতেই নিজেকে গল্পের একটা চরিত্র হিসেবে ধরে নিয়েছিলাম। শেষ লাইনে এসে ভুল ভাঙল।
নিজেকে বাবা আর 'ও'-কে মেয়ের বয়ফ্রেন্ড ?![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
মনমাঝি
ইয়ে মানে পিপিদা কী চরিত্রে ছিলেন? মেয়ের বদরাগী বাবা?
___________________
রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি
ঠিক তাই। এখন ভাবছি মেয়েরা এই গল্পেটা পড়া শুরু করলে নিজেকে কোন চরিত্রে ভাববে? ইন্টারেস্টিং প্রবলেম।![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
আমার বয়স তিরিশ থেকে আট হয়ে গেলো গল্পের শেষে বাহ বাহ![দেঁতো হাসি দেঁতো হাসি](http://www.sachalayatan.com/files/smileys/4.gif)
::একাকিত্বের বিলাস আমার অনেকদিনের সাধ::
আমি মায়ের চরিত্রে ছিলাম।![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
মানে মূল গল্পটা প্রথমবার পড়ার সময়ে। আমার সংশয় ছিল এটার অনুবাদ করলে ঠিকমতো চমকে দেয়া যাবে কিনা পাঠককে, দেখা যাচ্ছে অনুবাদক সফল। অনুবাদককে হাচলত্বে অভিনন্দন।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!
ভালো লাগলো। শেষ লাইনে এসে আমিও একটা ধাক্কা খেয়েছি। -রু
পড়ার ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ 'রু'।
মনমাঝি
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
নিচে ফিল গার্ডনারের নাম না দিলে ভাবতাম এটা আপনারই লেখা। অনুবাদের আড়ষ্টতাকে একে বারেই ঝেড়ে ফেলতে পেরেছেন। চমৎকার!
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
পড়া, মন্তব্য ও প্রশংসার জন্য অনেক ধন্যবাদ পাণ্ডব ভাই।
মনমাঝি
আগে থেকেই ভাবছিলাম একটা টুইস্ট আছে, কিন্তু শেষ লাইনে এসে ঝাঁকি খেতেই হলো।![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
মনমাঝি
দারুণ! অনুবাদ বলে মনেই হয়নি। আসতে থাকুক আরও।
'ভাষন' নয়, বানানটা হবে 'ভাষণ'।
ণ-ত্ব বিধি যদি খুব বেশি ঝামেলা পাকায় তাহলে এই লেখাটায় চোখ বুলিয়ে নেন আবারও।
পড়া ও মন্তব্যের জন্য ধন্যবাদ কুটুমবাড়ি ভাই।
আর বলবেন না, আপনাদের ঐ ণ-ত্ব ষ-ত্ব বিধির জ্বালায় আমি আমার ণ-ত্ব ষ-ত্ব জ্ঞান হারিয়ে গ্রামীন ব্যাঙ্কের ফ্ল্যাট রেটের মত ডিল্কাইনিং প্রসেসে বর্তমানে শুধুমাত্র 'ন'-তে এসে ফ্ল্যাট হওয়ার ণ-ত্বহীন সাধনায় রত।
মনমাঝি
পান্চ লাইনটা পুরো গল্পটাকেই পাল্টে দিয়েছে। সুন্দর গল্প এবং অনুবাদ।
------------------------------------------
হায়রে মানুষ, রঙিন ফানুস, দম ফুরাইলে ঠুস
তবুও তো ভাই কারোরই নাই, একটুখানি হুঁশ।
পড়া ও মন্তব্যের জন্য ধন্যবাদ, পাগল মন।
****************************************
![](http://farm6.static.flickr.com/5201/5238901770_07cdea183b_m.jpg)
চমৎকার গল্প। অনুবাদ ও খাসা।
আর নিক ফিরে পাবার জন্য অভিনন্দন।![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
পড়া ও মন্তব্যের জন্য ধন্যবাদ।
হ্যাঁ,
![হো হো হো হো হো হো](http://www.sachalayatan.com/files/smileys/21.gif)
আমি পাইয়াছি তারে আমার আমার মনের নিক যে রে --
হারানো সে নিক যার উদ্দেশে দেশ বিদেশ বেড়িয়েছি ঘুরে।
লাগি সেই হৃদয়শশী সদা প্রাণ হইত উদাসী
পেয়ে মন হইল খুশি দেখতেছি নয়ন ভরে।
****************************************
![](http://farm6.static.flickr.com/5201/5238901770_07cdea183b_m.jpg)
হাচলত্বে অভিনন্দন! বাংলা দ্বিতীয় পত্রে পড়েছিলাম "মন রূপ মাঝি = মনমাঝি - রূপক কর্মধারয় সমাস"। এই সমাসবদ্ধ পদের মাঝখানে বাড়তি স্পেসটা আসলো কী করে? হায়ারোগ্লিফিক্সে যখন লিখছেন তখন তো স্পেসটা দিচ্ছেন না।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
আমিও 'স্পেস'-বিহীণ সমাসবদ্ধ পদটাই চেয়েছিলাম - যেমনটা এই পোস্টের শুরুতেই আছে। কিন্তু এ স্পেস -- 'আদেশক্রমে সচলায়তন কর্তৃপক্ষ' ! তাই এটাকে সচলয়াতন স্পেস বলা যেতে পারে হয়তো !![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
****************************************
![](http://farm6.static.flickr.com/5201/5238901770_07cdea183b_m.jpg)
ডেভুরামকে ঘুষ দেন। ঘুষ খেতে না চাইলে ঢুঁস দেন। তাতেও কাজ না হলে হাত-পা চেপে ধরে কান্নাকাটি করেন।
জোস একটা অনুবাদ হয়েছে মাঝিভাই। চলুক!
------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপনাকে রাতঃস্মরণীয় ভাই। করাচি যাওয়ার কি হলো ? আপনার কাছ থেকে এখনো করাচি/কোয়েটার ছবি আশা করছি কিন্তু।
****************************************
![](http://farm6.static.flickr.com/5201/5238901770_07cdea183b_m.jpg)
ভাল লাগল।
নাজির
ধন্যবাদ।
****************************************
![](http://farm6.static.flickr.com/5201/5238901770_07cdea183b_m.jpg)
হাচল হওয়ার অভিনন্দন জানাই। কেলভিন আমার খুব প্রিয় চরিত্র।
ধন্যবাদ রু।
****************************************
![](http://farm6.static.flickr.com/5201/5238901770_07cdea183b_m.jpg)
চমৎকার গল্প!
অনুবাদ ভাল্লাগছে!
মজা তো, এটা এতোদিন চোখে পড়লো না কেন !!!
আর হাচলত্বে শুভেচ্ছা![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
বাহ চমকপ্রদ পুরোই
নতুন মন্তব্য করুন