আমার কেন জানি মনে হ্য় আমরা ভয় পেতে ভালোবাসি। জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আমরা ভয় পাই, কারনে অকারনে ভয় পাই, ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভাবে ভয় পাই। কোন অচেনাকে দেখলে ভয় পাই আবার মাঝে মাঝে চেনাকে দেখেও ভয় পাই। আমরা অসুন্দরকে দেখে ভয় পাই আবার সুন্দরকে দেখে অসুন্দরকে অনুভব করে ভয় পাই। আমরা অন্ধকারকে ভয় পাই আবার আলোকে দেখে আলোর ভিতর অন্ধ হয়ে যাবার ভয় পাই। আমরা হেরে যেতে ভয় পাই আবার জয়ী হয়ে হেরে যাবার জন্য ভয় পাই। আমরা সুখকে ভয় পাই আবার অন্যের সুখ দেখে অসুখি হতে ভয় পাই।
আমরা ভয় পেতে পেতে নিজেকে এক সময় হারিয়ে ফেলি। কোন কারনে আমাদের মাঝে ভয় হারিয়ে গেলে আমরা ভয় হারাবার কষ্ট পাই। কেন? আমরা কি ভয় কে ভালোবাসি? নাকি আমরা ভয়কে ভয় পাই সেজন্য? কেন আমরা ভয়কে জয় করতে ভয় পাই? আমরা যারা সাধারণ মানুষ তারা কেনো অসাধারণ হতে ভয় পাই? কেন আমরা নিজেদের মাঝে ভয়কে প্রশ্রয় দিয়ে তার সাহসকে বাড়িয়ে দিচ্ছি? নাকি ভয়ে ভয়ে বেঁচে থাকতে আমাদের অভ্যাস হয়ে গেছে। আমরা কি ভয়কে ছাড়া বাঁচবো না? ভয় কি আমাদের অস্তিত্ব?
আমরা নিস্পাপ কোন সুন্দরকে দেখে ভয় পাই কেনো? আমরা অপবিত্র সেজন্য? আমরা কেন আমাদের ভিতরের অপবিত্রতাকে শুদ্ধ করে সুন্দর পবিত্র করে তুলতে পারি না? তার কারন কি আমরা ভীতু সেজন্য না আমরা অপবিত্র থাকতে পছন্দ করি সেজন্য? কোন সুন্দরকে দেখলে সুন্দরের মাঝে কেন আমরা অসুন্দরকে খোঁজার চেষ্টা করি? আমরা অসুন্দর বলে আমাদের চোখে সবাই অসুন্দর?
আমরা অন্যের মাঝে খারাপটা খুঁজি কেন? আমাদের মাঝে ভালোর অভাব সেজন্য? আমরা কোন ভালো পবিত্র জিনিস দেখলে কষ্ট পাই হিংসা করি সেই পবিত্রতাকে নষ্ট করার জন্য পাগল হয়ে উঠি। আমরা কি চাই না পৃথিবিতে কোন পবিত্রের ছাপ থাকুক? লেজ কাটা শেয়ালের গল্পের মত আমরা লেজ কাঁটা মানুষগুলো চাই সব মানুষের লেজ কাটুক। কারো যেন লেজ না থাকে, যেন লেজ থাকাটা খুব অপরাধের কাজ হবে। তার কারন কি আমরা পবিত্রতাকে ভয় পাই, ভয় পাই পবিত্র কোন বস্ত বা মানুষকে দেখলে?
আমরা জানি আমরা কতটুকু অপরাধী। তবুও আমরা সর্বদা ব্যস্ত থাকি আমাদের অপরাধগুলো ঢাকার জন্য, আমরা সব সময় অন্যের তুলনায় শ্রেষ্ঠ হয়ে উঠতে চাই, তা ঐ শ্রেষ্ঠত্ব আসুক শত ধ্বংসের স্তুপ গড়ে। আমরা শ্রেষ্ঠ হব সব পবিত্রকে অপবিত্র করে। আমরা শ্রেষ্ঠ হব সব সুন্দরকে নষ্ট করে। আমরা শ্রেষ্ঠ হব সব সজীবতাকে ধ্বংস করে। আমরা থাকব সব কিছুর উর্ধ্বে যেন কোন সুন্দর পবিত্রতা আমাদের ছুঁতে না পারে।
কারন আমরা পবিত্র সুন্দরকে ভয় পাই অসম্ভব ভয় পাই।
labin rahman
মন্তব্য
লেখাটা ভারী গভীর বোধের কথা বলে, অতকিছু আমার মাথায় ঢুকেনা ঠিক। তবে প্রশ্ন, আসলেই কী আমরা পবিত্র সুন্দরকে ভয় পাই? আমি তো বলি না, পাইনা। বরং মুগ্ধতা নিয়ে তাকিয়ে থাকি। ছুঁয়ে দেবার জন্য ব্যাকুল হই। আপনার লেখার সাথে দেয়া ছবিটির কথাই ধরুন, একজন পরিণত মানুষের হাতের জিম্মায় পবিত্র সুন্দর ছোট্ট শিশুর হাত। এদৃশ্য কী আমাদের ভয় দেখায় না মুগ্ধ করে?
কষ্ট করে লিখাটা পড়ার জন্য অনেক ধন্যবাদ।
আমাদের সমাজে সকল পবিত্রতা অপবিত্রতার জিম্মায় থাকে।
অনেক ধন্যবাদ।
আমাদের সমাজে সকল পবিত্রতা অপবিত্র হাতে জিম্মা থাকে।
labin rahman
Nice article -We always try to keep us in secure place but we can't so we are too much diminutive.
নতুন মন্তব্য করুন