ভোরের রৌদ্র এসে হাত নাড়ে পুবের দেয়ালে
বনের সুদূর হতে ভেসে আসে মিথুনের স্বর,
আমাকে উড়াও তুমি অবহেলে মধুর খেয়ালে
অচেনা আঁধার এলে কেটে ফেলো স্মৃতির শেকড় ।
মানুষ বৃক্ষ নয়, আছে তারো স্বদেশ - বিভুঁই
আমাকে পড়ে কি মনে? আমি তার জানিনা কিছুই ।
মন্তব্য
ভালো লেগেছে।
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
অসাধারণ! অসাধারণ! অসাধারণ!
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
ভালো লেগেছে। চলুক।
------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।
::একাকিত্বের বিলাস আমার অনেকদিনের সাধ::
ভাল্লাগলো
______________________________________
পথই আমার পথের আড়াল
বহুদিন আপনার কবিতা পড়া হয় না।
বাহ্!
নতুন মন্তব্য করুন