অমিতাভ দেব চৌধুরী
পাথর পড়ে থাকে পাথরে
আকাশ উড়ে যায় আকাশে
মাঝের জায়গাটা আলাদা
মাঝের পৃথিবী তো ছদ্মবেশ
পাথর নাকি সেই আকাশের ?
আকাশ নাকি সেই পাথরের ?
মাঝের জায়গাটা ধুলোবালি
বৃষ্টি হলে দেখি কাদা সে ৷
সে কাদা নিয়ে যদি ঘর বাঁধো
তোমার ওই ঘর কারাগার
বন্দি কেউ নয় ,সেই তুমিই
কারাগারের চাবি হাতে তোমার
কখনো যদি ওঠে তীব্র ঝড়
কখনো যদি ঘর পড়ে ভেঙে
পাথর উঠে পড়ে আকাশে
আকাশ মাটি হয়ে মুখ লুকায় ৷
মন্তব্য
অসাধারণ। যেন কল্পনার গোলকধাঁধায় ঘুরছি আর ঘুরছি। আকাশের পরে যেন খুঁজে ফিরছি আরো নীল আকাশের তল।
পাথুরে পাহাড়ের চূড়ো যেখানে আকাশ ছুঁয়েছে সেই জায়গাটাকে যদি কল্পনা করি তবে কি চমৎকার মনে হয় অল্পকটি শব্দের এই চুম্বক বর্ণনা। এখানে শব্দগুলো বড়ই আটপৌঢ়ে। তবু কবুল করতেই হয়, শুধু সুন্দরতম শব্দের সুন্দরতম বিন্যাস নয়, কবিতা শব্দোত্তর আরো কিছু।
জীবনবাবুর একটি লাইন মনে পড়লো,
আকাশ ছড়ায়ে আছে নীল হয়ে আকাশে আকাশে।
আপনার লেখা চরণটিতে অনুপ্রাসের দ্যোতনা না থাকলেও তা একই সুরে বেজেছে। এভাবেই কি জড়ে প্রাণপ্রদান করেন কবিরা? তাহলে তো মানতেই হয় সকলেই কবি নন কেউ কেউ কবি।
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
খুব ভাল লাগলো
ঠিক বলেছেন।মাঝের পৃথিবী তো আসলেই ছদ্মবেশ!
::একাকিত্বের বিলাস আমার অনেকদিনের সাধ::
ভাল্লাগলো।
ভালো লাগলো
নতুন মন্তব্য করুন