মেঘ আর রোদ্দুর
---------------- প্রখর রোদ্দুর
লাল খামেতে চিঠি এলো
মন খারাপের রাতে
স্বপ্ন মাসি গাঙ্গ পেরুবে
ডাক পিয়নের নাতে ।
চিঠি ছিলো হলুদ খামে
সাদা, ধূসর হরেক রঙে
কমলা খামের বিলিও শেষ
নীল টা বাকী লুকোনো নামে ।
ইশান কোনে রাত্রি শুকোয়
শিশির ভেজা গা
ভোরের আলোয় ঘুমের পিসির
বিদায় মলিন পা ।
রুপ কথার পরিরা সব
আজ নিয়েছে আড়ি
মান ধরেছে বুনতে হবে
রেশম আদর শাড়ি ।
লুকনো সেই নীল খামেতে
কাকলী মাতাল ভোর
চিলের মেসো নাম বলেছে
মেঘ আর রোদ্দুর ।
মন্তব্য
দুর্দান্ত ছড়া বস্, চরম লাগলো।
(অতীত)
দুর্দান্ত ????
শুনে আমারো খাশা লাগলো বস । একেবারে চরম খাশা সাথে পহেলা বৈশাখের তীলে গজা :)
ছড়াটা ভালো হয়েছে (Y)
আপনার ভালো লাগা আমাকে উৎসাহিত করেছে ।
জবরদস্ত ছড়া। প্রথম স্তবকের প্রথম শব্দগুলো ব্যঞ্জনান্ত হওয়ায় পাগলা ঘোড়ার মতো মন মাতিয়ে টগবগিয়ে ছুটছে। দ্বিতীয় কিম্বা চতুর্থ স্তবকের প্রথম শব্দগুলোও ব্যাঞ্জনান্ত হলেই জম্পেশ হতো না? তৃতীয় স্তবকের প্রথম শব্দগুলো আবারো ব্যঞ্জনান্ত হওয়ায় পাগলা ঘোড়া যেন আগের মনমাতানো গতি ফিরে পেল।
লাল খামেতে (৪) চিঠি এলো (৪)
মন খারাপের (৪) রাতে (২)
স্বপ্ন মাসি (৪) গাঙ্গ পেরুবে (৪)
ডাক পিয়নের (৪) নাতে (২)।
পড়িমরি করে ছুট না লাগিয়ে 'রাতে' এবং 'না'তে' এসে দম ফেলবার অবকাশ মিলছে, দ্বিতীয় লাইন এসে তৃতীয় লাইনের উপর হুমড়ি খেয়ে পড়ছে না। শ্রুতিমধুর ও বিধিসম্মত হয়েছে। কিন্তু,
চিঠি ছিলো (৪) হলুদ খামে (৪)
সাদা, ধূসর (৪) হরেক রঙে (৪)
কমলা খামের (৪) বিলিও শেষ (৪)
নীল টা বাকী (৪) লুকোনো নামে (৫)।
দ্বিতীয় লাইনের শেষে জিরোবার অবকাশ না পেয়ে কোনরকমে দ্বিতীয় লাইন শেষ করেই তৃতীয় লাইনে হুমড়ি খেয়ে পড়তে হচ্ছে। এর ফলে পুরো স্তবক জুড়ে পাঠককে লাইন থেকে লাইনে ছুটিয়ে মারছে ব্যপারটি। তাই কিছুটা জিরিয়ে নিতে শুধু স্বরবৃত্ত নয়, সব ছন্দেরই চালে বাড়তি দু'মাত্রা জুড়ে দেয়া দরকার।
দু'একটি মাত্রফেরও নজরে এলো। 'মাত্রার বিচারে কান চোখের চেয়ে বড় হাকিম' কথাটি মনে রাখলে অনায়াসে এ ছন্দপতন থেকে মুক্তি ঘটবে। আপনার ছড়ার হাত চমৎকার। লিখতে থাকুন, নিমেষেই সব আয়ত্বে চলে আসবে।
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
নীড়পাতায় দেখি মেঘ আর রোদ্দুর খালি
ভালো লাগলো
______________________________________
পথই আমার পথের আড়াল
নতুন মন্তব্য করুন