অস্তিত্বহীন অস্তিত্ব

মৃত্যুময় ঈষৎ এর ছবি
লিখেছেন মৃত্যুময় ঈষৎ [অতিথি] (তারিখ: শনি, ২৩/০৪/২০১১ - ১২:৪৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

শিরোনাম:: 'অস্তিত্বহীন অস্তিত্ব'
মনন:: উৎসবেও নিরবত্ব
লিখিত:: ২২ এপ্রিল ২০১১।

সবাই তোমার ঘরে থাকে, আমি নেই
তাদের আসা যাওয়া পদভারে ভারী আকাশ
মেঘলা দেখি আমি তুমি নেই ওপারে নীলে
সবাই মিশে থাকে হরষে আমি তবু আড়ালে
কাঁপন তুলে পর্দায় তোমাদের সব কথামালা
ছিন্ন করে দ্বার- আসে এখানে আমার একার
পথচলা রাতে, পথ হয় না যে শেষ
শুনি উৎসব ঐখানে হুল্লোড়- আশা কত যে
আমারেই শুধু দেখে না ছুঁয়ে স্পর্শও
চলে যায় নীলচাঁদ চাদর সরিয়ে
আমাকে একা ফেলে; আর একবার
যদি তোমাদের মাঝেও মিশে থেকে
অস্তিত্ব ম্লান না করি, তখনও একাকী
বলবে কি আমায় নির্জন সেই রাতে?

সবাই তোমার ঘরে থাকে, আমিও কি থাকি?

কবি মৃত্যুময়,

ছবি: 
24/08/2007 - 2:03am

মন্তব্য

অনুপম এর ছবি

খুবই সুন্দর হয়েছে । কবি'র চিন্তার গভীরতা ও অলঙ্করনের প্রশংসা না করে পারলাম না ।

পোয়েট অব এ ডিমাইজ এর ছবি

অসংখ্য ধন্যবাদ অনুপম পড়ার এবং মন্তব্যের জন্য।

আশফাক এর ছবি

চলুক

পোয়েট অব এ ডিমাইজ এর ছবি

ধন্যবাদ আশফাক। হাসি

পোয়েট অব এ ডিমাইজ এর ছবি

ছবিটি নেট থেকে সংগৃহীত। (উল্লেখ করতে ভুলে গেছি)

প্রকৃতিপ্রেমিক এর ছবি

নেট থেকে সংগৃহীত হলে হবে না কবি সাহেব। ঠিক ঠিক ঠিকানা উল্লেখ করতে হবে।

কবিতা পড়তে গিয়ে কয়েকটা যায়গায় বিরাম চিহ্নের অভাব বোধ করলাম হাসি আপনার নাম কি কবি মৃত্যুময়? বেশ কাব্যিক নাম।

পোয়েট অব এ ডিমাইজ এর ছবি

ঠিক ঠিক ঠিকানা আসলেই উল্লেখ করা উচিৎ ছিল, মনে ছিল না তখন। ওয়ালপেপারটি এই যে এখান থেকে নেওয়া

বিরাম চিহ্ণের অভাব বোধ হল? সে জায়গা গুলোতে হয়তো আমি অন্যভাবে লিখেছি, আবার প্রয়োজনীয়তা থাকতেও পারে (মিস করে গেছি হয়তোবা)!

ভাই ধন্যবাদ। কবিতা লিখি, যা কেউ পড়ে না, তাই নামটা তো একটু এরকম দিতেই হয়!! আসল নাম অলি। শুভ কামনা রইল।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

ব্যাপার না। কবিতা কবি যেভাবে লিখবেন সেটাই সই। দরকার হলে দুইবার পড়তে হবে। নিয়মিত ভালোভালো কবিতা লিখুন আর মন্তব্য করতে থাকুন।

পোয়েট অব এ ডিমাইজ এর ছবি

আপনাদের অনুপ্রেরণাই শক্তি দেয় হাসি

সচল হইতে মুঞ্চায়, তাই মন্তব্য আর কবিতা চালিয়ে যাবার চেষ্টায় আছি, তবে কঠিন পথ সন্দেহ নাই। দেঁতো হাসি যেমন এ পর্যন্ত ৫ টি কবিতা দিয়েছি, ২ টি প্রকাশের মুখ দেখল, কষ্টের জায়গাটি হল ঐ ৩ টিই আমার বিচারে আরো ভালো ছিল!! মন খারাপ

ভালো থাকবেন ভাইয়া।

অতীত(অতিথি) এর ছবি

চমৎকার চলুক

পোয়েট অব এ ডিমাইজ এর ছবি

অসংখ্য ধন্যবাদ। হাসি

নীলকান্ত এর ছবি

চলুক
চালিয়ে যাও। হাসি


অলস সময়

পোয়েট অব এ ডিমাইজ এর ছবি

অসংখ্য ধন্যবাদ ভাইয়া। হাসি শুভ কামনা জানবেন।

কবি-মৃত্যুময় এর ছবি

খুব সম্ভবত আমরা সহপাঠী, প্রথমে খেয়াল করি নাই। দেঁতো হাসি আজ করলাম। একই মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়। মন্তব্যের জন্য আরেকবার ধন্যবাদ। ভলো থেকো। হাসি

রোমেল চৌধুরী এর ছবি

বেশ লাগলো!

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

পোয়েট অব এ ডিমাইজ এর ছবি

অসংখ্য ধন্যবাদ ভাইয়া। শুভ কামনা রইল। (সত্যি বলতে আপনার মন্তব্যের অপেক্ষায় ছিলাম। কবিতা কেউই পড়ে না আর)

সুমন_তুরহান এর ছবি

ভালো হয়েছে! চলুক বিরাম চিহ্নের অভাবটা আমিও বোধ করেছি, তবে এ-ব্যাপারে কবির কথাই শেষ কথা বলে বিশ্বাস করি। হাসি

মৃত্যুময় ঈষৎ এর ছবি

অসংখ্য ধন্যবাদ সুমন ভাই! আমি এক নিঃশ্বাসে যেন পড়া যায় সেরকম অপচেষ্টা করেছিলাম!!! হাসি

তানিম এহসান এর ছবি

কি ব্যাপার, নাম বদলেছে নাকি পরে বদলিয়েছ? যাই হোক, নাম হোক যথাতথা, কবিতা হোক ভালো!

কবিতা ভালো লাগলো ওলি! তোমার কবিতগুলো পড়বো বলে সময় নিয়ে বসেছি হাসি

মৃত্যুময় ঈষৎ এর ছবি

প্রথমে রেজিস্ট্রার্ড করি কবি মৃত্যুময় দিয়েই, এই নামে মন্তব্য করতে দিত না দেখে ইংরেজিটা কিছুদিন ব্যবহার করি, কিন্তু পরে আবার মাঝে '-' দেওয়া শুরু করি!!!! অসংখ্য ধন্যবাদ তানিম ভাই কষ্ট করে পড়ার জন্য!!! হাসি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।