এক বিষাদ সন্ধ্যা নেমে আসুক বিষাদে

মৃত্যুময় ঈষৎ এর ছবি
লিখেছেন মৃত্যুময় ঈষৎ [অতিথি] (তারিখ: শুক্র, ২৯/০৪/২০১১ - ৩:৫৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

শিরোনাম:: 'এক বিষাদ সন্ধ্যা নেমে আসুক বিষাদে'
মনন:: নাগরিক সন্ধ্যা যদি তার রূপ বদলায়।

এক বিষাদ সন্ধ্যা নেমে আসুক বিষাদে
ধূসর হবে না, হবে না ধূলিনির্ঝর;
অথচ পাতার মর্মর শব্দ থাকবে, শুকনো হলুদ
আভা বুনে গেঁথে যাবে শহর সরু পথ
ক্রিং ক্রিং আড়ষ্টে কুপোকাত হবে না বার্ধক্য
সোনালি মুখের শৈশব হাতে হেঁটে যাবে দিগন্তাবির ছুঁয়ে।
পাশে নদী থাকতে পারে, থাকতে পারে শীতল হাওয়াও!
অথবা শূন্যতা না থাকুক তবু
দূর থেকে নির্বাধ আহ্বান ভেসে আসবে অজানা অন্তরীন কুহকের।
সেই বিষাদ সন্ধ্যায় এরকম নয়
তোমরা যেমন অভিমানে সূর্যাস্ত দেখ আর
ক্ষণিকেই আঁধারের মত আঁধার নেমে আসে।
দেখবে ধোঁয়া ওঠা চায়ের কাপে পাতার ত্রিভুজ ছায়ায়
ছুটে যাচ্ছে শৈশব দিগ্বিদিক, ছুটে যাচ্ছ তুমি পিছনে তার।
কালো পিচ হঠাৎ যদি ঈষৎ লালাভা ছড়ায় তোমার পায়?
কেমন হবে যদি তুমি, আমি কুসুমাস্তীর্ণ গোধূলি হয়ে যাই
সেই বিষাদ সন্ধ্যায়!!!

কবি মৃত্যুময়,


মন্তব্য

সাত্যকি. এর ছবি

বাহ, সুন্দর।

পোয়েট অব এ ডিমাইজ এর ছবি

পড়ার জন্য এবং মন্তব্যহীন পোস্টে একমাত্র মন্তব্যটি করায় অনেক আন্তরিক ধন্যবাদ। হাসি

পোয়েট অব এ ডিমাইজ এর ছবি

আমার অন্য দুটি লেখা>> অস্তিত্বহীন অস্তিত্ব এবং দহনাহ্বান । পড়লে ও মন্তব্য করলে প্রীতবোধ করি। ধন্যবাদ।

শেখ জলিল এর ছবি

আভা বুনে গেঁথে যাবে শহর সরু পথ
ক্রিং ক্রিং আড়ষ্টে কুপোকাত হবে না বার্ধক্য
সোনালি মুখের শৈশব হাতে হেঁটে যাবে দিগন্তাবির ছুঁয়ে।....সুন্দর।
খুব ভালো লাগলো বিষাদ সন্ধ্যা।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

পোয়েট অব এ ডিমাইজ এর ছবি

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া কষ্ট করে পড়ার জন্য, সুন্দর মন্তব্যের জন্য এবং অনুপ্রাণিত করার জন্য। হাসি

শুভ কামনা সব সময়।

রোমেল চৌধুরী এর ছবি

তোমার কবিতা কুয়াশার মতো ধুসর স্বপ্নের ললাটে আরক্তিম আভা ফোটাচ্ছে যেন!

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

কবি-মৃত্যুময় এর ছবি

কী অপূর্ব মন্তব্য! অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় রোমাল ভাই। হাসি

সুমন_তুরহান এর ছবি

কবিতার শেষে তিনটি আশ্চর্যবোধক চিহ্নের ব্যবহার বাহুল্য ঠেকলো। একটি হলেই যথেষ্ট হতো মনে হয়।

কিন্তু পুরো কবিতাটি -

নিখুঁত সুন্দর! চলুক

মৃত্যুময় ঈষৎ এর ছবি

অসংখ্য ধন্যবাদ সুমন ভাই!!!! আপনার ভালো লেগেছে শুনে খুব অনুপ্রাণিত হলাম!!! আসলে বাহুল্যটা এসেছে বদভ্যাসের কারণে, মন্তব্যের সময় পরপর অনেকগুলো '!' দিয়ে অভ্যস্ত যে!!! যখন সম্পাদনা করতে পারব তখন ঠিক করে দিব। হাসি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।