পরীক্ষামূলক গল্পপ্রচেষ্টা

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শুক্র, ২৯/০৪/২০১১ - ১০:০১অপরাহ্ন)
ক্যাটেগরি:

সমীকরণ

ভূমিকা :
শ'র যখন মন খারাপ থাকে,স তখন মনমরা থাকে।স বলে এটা নাকি ভীষণ সংক্রামক।শ থেকে স-এ নাকি এটা মারীর মত ছড়ায়।
স'র মন খারাপ হলে শ'র তোড়জোড়টা হয় দেখার মত।মনমরা তো নয়ই,বরং উচ্ছাসটা ফুলেফেপে ওঠে শ'র। "ভালো থাকা" টা ভাগাভাগিও করতে শ'র ভারি উৎসাহ।

উপসংহার :
কতগুলো গাণিতিক সমীকরণ আছে - সমাধানের যোগ্য নয়।বিশ্লেষণে তাদের জটিলতা বাড়ে।শেষতক পন্ডিতগন এই মর্মে মত দিয়েছেন,"রহস্যময়তাই ওগুলোর আসল সৌন্দর্য্য"।

চৌকাঠ

একটা নিঃসঙ্গ চৌকাঠ।এদিকে দেয়ালঘেরা নৈঃশব্দ,ওদিকে হু হু দুপুর।এপাশ ওপাশ ঘিরে অদ্ভুত চাঞ্চল্যে পাঁক খায় একটা লক্ষ্মীছাড়া বাতাস,সদ্য শৈশব পেরোন বালকের মত কৌতুহলী আর কপট গম্ভীর।মেঘফুঁড়ে মাথা বের করা কতগুলো গুড়ো রোদ্দুর অবিচল অস্থিরতায় হুটোপুটি করে তার উপরে।দুই পাশে,হা করে থাকা দরজার দু'টো নির্লিপ্ত পাল্লা ঝুলে থাকে চৌকাঠটার গা ধরে।

'আসবো' - এমন কথা দিয়ে যায়নি কেউ।তবুও...ভুল তো মানুষেরই হয়।

মধ্যবিরতি

: তারপরে...
: তারপরে কিছু নেই,সব তার আগে
: আগেরটাই শুনি
: কাজ নেই
: দরকার আছে
: ইচ্ছে নেই
: কেন
: "কেন" বলে কিছু নেই
: আশ্চর্য
: কিছুই আশ্চর্য নয়
: ধ্যাত

অতঃপর
ওপ্রান্তে প্রস্থান ও যবনিকা । তার আগে মেসেঞ্জারের পর্দায় ভার্চুয়াল ক্রোধ ।
এপ্রান্তে খিলখিলে হাসিকে হটিয়ে দেয় দুর্বোধ্য বিষণ্নতা ।

প্রীতম


মন্তব্য

অনিন্দ্য রহমান এর ছবি

মধ্যেরটা ভাল্লাগছে


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

আয়নামতি1 এর ছবি

'চৌকাঠ' 'মধ্যবিরতি' গল্প প্রচেষ্টা ভালো লেগেছে। সচলে এটা আপনার প্রথম পোষ্ট নাকি? লিখতে থাকুন। তাহলে একদিন আপনি 'মহামারী' শব্দটাকে ঠিক করবার স্বাধীণতাটা পেয়ে যাবেন। নইলে কিন্তু অসহায়ের মত দেখেই যেতে হবে, 'ইশশ ওখানে 'মহা' শব্দটা বাদ পড়েছে! কেমন অসহায় অবস্হা না বলুন? তাই বলছি, সচল থাকুন( আরও একটা কী জানি বলে ভুলে গেছি ইয়ে, মানে... )

সাফি এর ছবি

সচল রাখুন

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

"চৌকাঠ" ভালো লেগেছে।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

'চৌকাঠ' আমারো ভালো লেগেছে।

চলুক

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।