সুরম্য

মৃত্যুময় ঈষৎ এর ছবি
লিখেছেন মৃত্যুময় ঈষৎ [অতিথি] (তারিখ: সোম, ০৯/০৫/২০১১ - ১:১৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

শিরোনাম:: 'সুরম্য'
মনন:: অবগত রাত্রি।

--- কবি মৃত্যুময়

রাত অবগত ছিল, সময়ে অসময়ে
নিরবতা এলে আঁধারে দেখেছিল
বিস্তীর্ণ সধবা জনপদ আর অঘুমন্ত পথ- ছুঁয়ে
নিরালা ল্যাম্পপোস্ট ছায়া খুঁজেছিল
পথিকের, পাশে অনভ্যস্ত সাধ-
ধুলোর মতো অদৃশ্য সব কিছু ফেলে;
আলেয়ার সমান্তরালে হেঁটে চলা সুদূর-
যে পথে দ্বিধাবৃক্ষ নিষ্ফলা আবেগহীন;
ঊষ্ণস্পর্শে তবু কোমল পালক মেলে
গাঢ় মাদকতা সাজায়ে নরম ঘাসে
নিশ্চুপ নেমে আসে শুষ্ক মলিন পাতা
একটি দুটি অথবা সব একাকারে! আর
বিস্মিত রাতজাগা পাখিটার অশান্তসুখ
বিদীর্ণ করে দিয়ে হেঁটে যাই
শারদচাঁদ অভিসারী পেঁচাহীন রাতে...
অনেক্ষণ পর নি:সঙ্গ রেলপথটা কোথায় নিয়ে যায়, সুরম্য!

paragon_oli@yahoo.com


মন্তব্য

প্রকৃতিপ্রেমিক এর ছবি

খুব সুন্দর।

কবি-মৃত্যুময় এর ছবি

অসংখ্য ধন্যবাদ ভাইয়া। হাসি

মণিকা রশিদ এর ছবি

ভালো লাগলো!

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

কবি-মৃত্যুময় এর ছবি

অনেক ধন্যবাদ আপু। শুভ কামনা জানবেন।

রোমেল চৌধুরী এর ছবি

বেশ ভালো লেগেছে।

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

কবি-মৃত্যুময় এর ছবি

অশেষ ধন্যবাদ ভাইয়া। হাসি হাসি

কবি-মৃত্যুময় এর ছবি

অশেষ ধন্যবাদ ভাইয়া। হাসি হাসি

অতিথি অতীত এর ছবি

সুরম্য লাগলো চলুক

অতীত

কবি-মৃত্যুময় এর ছবি

ধন্যবাদ ভাইয়া।

আশরাফ মাহমুদ এর ছবি

চমৎকার লাগলো এটি।

কবি-মৃত্যুময় এর ছবি

পড়েছেন এতেই খুশি আর এই সুন্দর মন্তব্য আমাকে আরো অনুপ্রাণিত করবে ভালো লেখার। হাসি

সুমন_তুরহান এর ছবি

সুন্দর, সুরম্য ও সুগভীর! চলুক

মৃত্যুময় ঈষৎ এর ছবি

অনেক অনেক ধন্যবাদ সুমন ভাই!! হাসি

তানিম এহসান এর ছবি

চমৎকার, চমৎকার - দারুন গভীরতা!

মৃত্যুময় ঈষৎ এর ছবি

লইজ্জা লাগে তানিম ভাই আমি অনেক অনেক উৎসাহ পাচ্ছি, আরো চমৎকার লেখার, আরো শেখার!!! হাসি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।