এই এলবাম এর সকল ছবি কপিরাইট মুক্ত.....যে কেউ যে কোন ভাবে ছবি গুলো ব্যাবহার করতে পারবেন.......
-চতুরকাউয়া-
অন্ধকার দুনিয়া.........
(শ্রীমঙ্গল স্টেশন থেকে তোলা)
বার্ধক্য ও নি:সঙ্গতা........
(চা গাছটির ছবি তুলেছিলাম রাজকান্দি থেকে ফেরার পথে)
অতি সাধারন........
(চা শ্রমিকদের পাড়া থেকে তোলা)
(হাম হাম জলপ্রপাত থেকে ফেরার পথে তোলা.....যথেস্ট আলো না থাকায় ছবিটা অত ভাল আসে নাই)
আলো ছায়ার খেলা..........
(হাম হাম জলপ্রপাত এর উপরের একটি বড় পাথরের গা থেকে তোলা)
(আমাদের পথপ্রদর্শক)
(লান্টনা ফুল)
(কুরমা বাজার এর চা এর দোকান থেকে তোলা.)
(হাম হাম জলপ্রপাত এর উপর থেকে তোলা)
হাম হাম এর উৎস
(হাম হাম জলপ্রপাত এর উপর থেকে তোলা)
(শ্রীমঙ্গল স্টেশন থেকে তোলা)
(শ্রীমঙ্গল স্টেশন থেকে তোলা)
(শ্রীমঙ্গল স্টেশন থেকে তোলা)
এই ছবিটা দেখলে কেন যেন খালি comandows-3 এর কথা মনে পরে......
(শ্রীমঙ্গল স্টেশন থেকে তোলা)
লেখক
-চতুরকাউয়া-
বি:দ্র: একটা হাচা কতা কই ছবিতে ক্যামেরার কারসাজির থিকা ফটোশপের কারসাজি বেশি........
মন্তব্য
শেষের দিকের ছবিগুলো অসাধারণ লাগল।
প্রথম তিনটা ছবি ভালো লেগেছে। 'আলোছায়া' আরও সুন্দর হতে পারত মনে হয়। 'চতুরকাউয়া' সুন্দর নাম।
শেষের ছবিটার ক্যাপশনটা আসলেই সত্য...
কিছু ছবি অসাধারণ এসেছে.....
আপনার ছবি গুলো অতিব সুন্দর,একটি বিনীত অনুরোধ ,আপনি পোট্রেট তুলুন,আমার ধারণা ওটা আপনার হাতে অসামান্য হবে।
ধন্যবাদ অনুরোধের জন্য। কিন্তু পোট্রেট তুলতে গেলে যে আমার হাত কাপতে শুরু করে, তার উপায় কি?
বিনয় করেন কেন ,হাত কাপবে কেন ,আপনার প্রথম ছবিটা কিন্তু আমার কথা প্রমান করে
দেখার চোখটা ই আসল আর ওটা আপনার আচে
অধমের কথা মনে রেখে তুলে ই দেখুন না!
প্রথম ছবিটা বাকি সবগুলোর সাথে বেমানান।
৯ নাম্বার ছবিটায় যে ঘাস প্রজাতির একটা দাড়িয়ে আছে সেটাকে হবিগঞ্জ-শ্রীমঙ্গলের স্থানীয় ভাষায় 'লেংরা' বলে(আসল নাম জানি না)। রাস্তায় সবসময় থাকে। কাপড়ের সাথে তার পূর্বজন্মের পিরিতি। এই 'লেংরার জন্য মায়ের কি পরিমাণ বকুনি যে খেয়েছি।
চোরাকাঁটা বা লাভ (love) গ্র্যাস.
এটাকেই বলে
হাহা... ঝোপঝাড়ে ঘুরে এই চোরকাঁটা আমিও কত লাগিয়েছি! তবে নিজেই যত্ন করে প্যান্ট থেকে ছাড়িয়ে নিয়ে বাসায় ঢুকতাম, তাই কখনও বকা খাইনি
কয়েকটা বেশ ভালো লাগল। আপনি নিয়মিত ছবিপোস্ট দিতে থাকুন। আর ছবিগুলোয় ফটোশপের কী ধরনের এফেক্ট ব্যবহার করেছেন, সেগুলো যদি একটু করে বলতেন তাহলে আমাদের সুবিধা হত।
ফটোশপে আমি শুধু level আর color tone ই correction করছি.....আর কয়েকটিতে Smart Sharpen Filter টা ব্যাবহার করেছি। ছবি গুলো ভাল লেগেছে শুনে ভাল লাগল।
৪, ৫, ৭:
এই ছবিগুলোতে ৫ তারা!
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
চমৎকার
৪ নম্বর ছবিটা চিন্তে পারলাম।
লুটকি ফুল
লুটকি দিয়ে চমৎকার আলতা হয়
ভাল্লাগছে।
এতো বেশী ল্যাংরা (চোরাকাটা) হতো যে ঈদের কয়েক সপ্তাহ আগে থেকেই কাটতে হতো। নাহলে ঈদ অর্ধেক শেষ।
ছবিগুলো দারুন
ফটোতে সব্বাইকে নিয়ে ফের রাজকান্দি ঘুরিয়ে দেখানোর জন্য অশেষ ধন্যবাদ। চমৎকার ফটো, ঘুরে ফিরে শুধু দেখতেই ইচ্ছে করে।
আগের ছবিগুলোও দেখলাম। দারুণ। এইসব ছবি দেখলে ইচ্ছা করে আজকেই গিয়া একটা ক্যামেরা কিনে নিয়ে আসি। তারপর শুরু করে দেই আকাশ পাতাল কাঁপিয়ে ফটুক তোলা। কিন্তু, আমাকে তো চিনি। আজকে কিনলে কালকে থেকেই ক্যামেরার কুদি শ্যাষ! তার চেয়ে আপনাদের ফটুক দেখেই হা-হুতাশ করে বাকী জীবনটা কাটায়ে দেই। কী আছে জীবনে। আইজকা মরলে কাইলকা দুই দিন।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
৫, ৮, ১০ খুব সুন্দর।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
ফুলের ছবিটির ফোকাস ঠিকমত হলে বেশ হতো। চালিয়ে যান। আরো ভালো করার চেষ্টা রাখবেন।
রাজাকান্দি যাবার উপায় বাতলান ভায়া।
Photo manipulation চমৎকার হয়েছে। সুন্দর...খুব সুন্দর...
নতুন মন্তব্য করুন