মেঘলা দুপুর, ছায়ার রঙ
মেঘবরণে ধরছে সঙ।
মেঘলা পাহাড়, ঝরণা ধারা
মেঘে নাচছে বাঁধনহারা।
মেঘলা বাতাস, ফুলের ছড়া
মেঘময় সব কৃষ্ণচূড়া।
মেঘলা শালিক, আউশ-বিল
মেঘল ঘ্রাণে উড়ছে চিল।
মেঘলা পিদিম, পিঙ্গল সাঁঝ
মেঘ রাঙায় জোনাক রাজ;
মেঘলা নিশীথ, তারার মেলা
মেঘেতে সাজে জোছনাবেলা।
মেঘলা আবেগ, ঘুমের ঘোর
মেঘালয়ে গেছে বাল্য-ডোর;
মেঘলা পথিক, দূরের পথ
মেঘপথ ধরে স্বপ্নরথ।
-অতীত
মন্তব্য
খুব চমৎকার ছন্দময় একটি কবিতা!!। কবিকে ধন্যবাদ।
অতীত
ছন্দে ছন্দে এক নিশ্বাসে পড়ে ফেললাম!
অতীত
এইদিকে আমাদের বাসার সামনে একহাঁটু পানি, আর আপনে মেঘলা মেঘলা করেন।
ভাগ্যিস বৃষ্টি বৃষ্টি করিনাই। তাইলে তো আপনেরে গলা চুবাইয়া কথা কইতে হইতো
অতীত
মেঘলা দিনে মেঘলা কবিতা ভালো লাগল। সুন্দর ইমেজারি।
(কালই একটা কমেন্ট করেছিলাম, আসেনি দেখছি...)
অতীত
(গুড়)
অতীত
ভালো লাগল...
অতীত
খুবই ভালো লাগলো। একখানা গান বাঁধার অনুমতি দানের বিনীত আবেদন জানাই। স্যাম্পল দেখতে পারেন
এখানে বা এখানে।
আপনার ভালো লেগেছে এতেই খুশি। বিনীত হওয়া লাগবেনা। তার আগেই আমিই বিনত হইয়া গেলাম আপনার মন্তব্যে। গান বান্ধার পরে শেয়ার দিয়েন। শুনুম।
অতীত
নতুন মন্তব্য করুন