রূপবতীকে

খন্দকার আলমগীর হোসেন এর ছবি
লিখেছেন খন্দকার আলমগীর হোসেন [অতিথি] (তারিখ: সোম, ২৩/০৫/২০১১ - ৭:২৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

এই যে রূপবতী,
দুর্গা সরস্বতী,
করবে দয়া অতি,
প্রেম পূজারীর প্রতি?

আমার প্রানের জ্যোতি,
দিলেম অবগতি,
তোমায় ঘিরে ব্রতী,
তোমাতে সংহতি।

ওগো অরুন্ধতী,
‘চাহোতি এক লতি’
চাও কি আমার ক্ষতি,
চরম অবনতি?

শোন্ রে মায়াবতী,
পাগলপনা মতি,
ধরেছে ভীমরতি।

তোমার হোলে পতি,
তবেই যে হয় গতি।।

খন্দকার আলমগীর হোসেন


মন্তব্য

সাত্যকি. এর ছবি

হো হো হো

খন্দকার আলমগীর এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

রোমেল চৌধুরী এর ছবি

বাহ, বেশ মজাদার

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

খন্দকার আলমগীর এর ছবি

মজা লেগেছে জেনে ভাল লাগল। আপনাকে ধন্যবাদ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।