এই যে রূপবতী,
দুর্গা সরস্বতী,
করবে দয়া অতি,
প্রেম পূজারীর প্রতি?
আমার প্রানের জ্যোতি,
দিলেম অবগতি,
তোমায় ঘিরে ব্রতী,
তোমাতে সংহতি।
ওগো অরুন্ধতী,
‘চাহোতি এক লতি’
চাও কি আমার ক্ষতি,
চরম অবনতি?
শোন্ রে মায়াবতী,
পাগলপনা মতি,
ধরেছে ভীমরতি।
তোমার হোলে পতি,
তবেই যে হয় গতি।।
খন্দকার আলমগীর হোসেন
মন্তব্য
বাহ, বেশ মজাদার
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
মজা লেগেছে জেনে ভাল লাগল। আপনাকে ধন্যবাদ।
নতুন মন্তব্য করুন