বান্দরবন-১: নীলগিরির পথে লো...

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শুক্র, ২৭/০৫/২০১১ - ৪:৫৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

সবুজ পাহাড়ের কোলে অবস্থিত বান্দারবন শহর।এর এক পাশ দিয়ে বয়ে চলেছে শংখ নদী। বান্দরবন শহর সুন্দর তবে রাঙ্গামাটির শহরের মত এতটা সুন্দর নয়। বান্দরবনের আসল রূপ ছড়িয়ে আছে শহরের বাইরে প্রতিটি পাহাড়ের বাঁকে বাঁকে। এই ভয়াল সুন্দর রূপের বর্ণনা দেওয়া আমার সাধ্য নাই। ক্যামেরার ফ্রেমে কিছু দৃশ্য ধরে রাখার ব্যার্থ চেষ্টা করেছি মাত্র।

ভোর চারটাই আমাদের জীপের চালক ফোন করে ঘুম থেকে উঠাল। আগের দিন রাতে ঠিক করে রেখেছিলাম সূর্য উঠার আগেই নীলগিরি পৌঁছাব।কারণ আসল নীলগিরি ও নীলগিরি যাওয়ার পথের রূপ দেখতে চাইলে আপনাকে অবশ্যই খুব ভোরে রওনা দিতে হবে। ঘুম ঘুম চোখে চারজন জীপে চাপলাম। এক্টু পরেই ভোরের আলো ফুটে উঠলো। সামনে তাকিয়ে মনে হল আমি স্বপ্ন দেখছি।চার পাশে শুধু মেঘ আর মেঘ।মনে হল আমরা পৃথিবীতে নেই। মেঘের রাজ্যে উড়ে চলছি। এ এক অপার্থিব দৃশ্য।

নীলগিরির পথে-১

Nilgiri

নীলগিরির পথে-২

Nilgiri

নীলগিরির পথে-৩

Way of Nilgiri, Bandarban

এক্টু পর পর মেঘ জীপের জালানা দিয়ে ঢুকে আমাদের গায়ে ঠান্ডা পরশ বুলিয়ে দিচ্ছিল।

নীলগিরির পথে-৪

Nilgiri

এই দৃশ্য দেখতে দেখেতে কখন যে নীলগিরি চলে এসেছি খেয়াল করিনি।

নীলগিরির-১

Nilgiri

নীলগিরির-২

Nilgiri

পাহাড় চূঁড়ায় বসে দূরে একে বেঁকে বয়ে চলা শংখ নদী দেক্তে পাবেন।

নীলগিরির-৩

Nilgiri, Bandarban

রোদ যতই বাড়তে লাগল মেঘগুলো হাল্কা হয়ে তুলার মত ভাসতে ভাসতে ঊপরে উঠতে লাগল। এক ঘন্টার মধ্যেই সমস্ত মেঘ রাজ্য যেন হাওয়াই বিলীন হয়ে গেলো। মনে হলো টাইম মেশিনে চড়ে আমরা সাদা নেঘের রাজ্য থেকে সবুজের রাজ্যে চলে এসছি। চারিদিকে সবুজ আর সবুজ। এর চাইতে বেশী সবুজ যেন আর কিছুই হতে পারে না। ঘন্টা তিনেক পর শহরের উদ্দেশ্যে জীপ চলতে শুরু করল। ফেরার পথে আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল যে এই পথেই সকালবেলা নীলগিরি গিয়েছিলাম!

ফেরার পথে-১

Nilgiri

ফেরার পথে-২

Nilgiri

ফেরার পথে-৩

Nilgiri

টিপস-১: নীলগিরি দেখতে গেলে অবশ্যই অবশ্যই খুব ভোরে রওনা দিবেন।

টিপস-২: পাহাড় দেখতে যাবেন বর্ষাকালে। অন্য সময় পাহাড় দেখতে যাওয়া আর না যাওয়া একই কথা।

আমার লেখাঃ রাঙ্গামাটির পথে লো...

লালকমল


মন্তব্য

নাশতারান এর ছবি

ভালো লাগলো। গত নভেম্বরে গেছিলাম। নীলগিরিতে পৌঁছে দেখি পাহাড়ের গায়ে জায়গায় জায়গায় কালো ছোপ। ওগুলো মেঘের ছায়া। হতভম্ব হয়ে গেছিলাম। বর্ষায় যাওয়া হয়নি এখনো।

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

লালকমল এর ছবি

মন্তব্যের জন্য ধন্যবাদ। এই বর্ষায় চলে যান ।

কবি-মৃত্যুময় এর ছবি

সুন্দর কিন্তু বেশি কাস্টোমাইজ করলে বোধ হয় বাস্তবতা থেকে দূরে সরে পরে!! তবে বিষয়বস্তু সুন্দর, বান্দরবন বলে কথা!!

অ: ট: আপনার আগের পর্বটি দেখে আমার ভ্রমন্থন হল, ২০১০ এর জানুয়ারিতে গিয়েছিলাম, কিছু ছবি ছিল, একটা পোস্ট করে ফেললাম!! সচল নিরাশ করে নি, পাবলিশ্ডও করল!!

ভালো থাকবেন। কল্যাণ হোক।

লালকমল এর ছবি

মন্তব্যের জন্য ধন্যবাদ। আরো কিছু ছবি দেন।
ভালো থাকবেন সব সময়।

ধৈবত(অতিথি) এর ছবি

ছবিগুলো সব অসাধারণ। হয়তো ক্যামেরা বা সফটওয়্যারের কারসাজি আছে, তবে সবে মিলে আসলেই একেকটাকে স্বপ্নদৃশ্যই মনে হচ্ছে। তবে বনে বাঁদাড়ে বাঁদর থাকলেও জায়গাটা বান্দরের 'বন' নয়,- 'বান্দরবান'

লালকমল এর ছবি

আমিও কনফিউজড। চিন্তিত ছোটবেলায় বইয়ে পড়েছি বান্দরবান। বড়বেলায় বিভিন্ন পেপার ব্লগে দেখি বান্দরবন লিখে। শেষে বান্দরবন-ই লিখলাম। বান্দবান লিখলে কেমন জানি ইংরেজী ইংরেজী মনে হয়।

ধৈবত(অতিথি) এর ছবি

হুম, হতেও পারে। চিন্তিত হয়তো ইংরেজরা 'বান্দরবন'কে ইংরেজীতে 'Bandarban' লিখেছে বলে পরে বাঙ্গালিরা আবার 'বান্দরবান' লেখা শুরু করেছে।

তিথীডোর এর ছবি

অসাধারণ ছবিগুলো!! চলুক চলুক চলুক

নীলগিরিতে যাইনি.. তবে একবার অন্তত যাবই। হাসি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

লালকমল এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-
এই বর্ষায় ঘুরে আসেন। ভালো লাগবে।

তাসনীম এর ছবি

নীলগিরি আমার ফেভারিট জায়গাগুলোর একটা। আবার যাবো...

ছবিগুলো দুর্দান্ত হয়েছে।

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

লালকমল এর ছবি

মন্তব্যের জন্য ধন্যবাদ। নীলগিরি আমারও ফেভারিট।

ফাহিম হাসান এর ছবি

ফটুগফুর ভাই, সচলে নিবন্ধন করে ফেলেন। তারপর ছবি পোস্ট দিতে থাকেন ইচ্ছেমত। তবে আরেকটু বর্ণনা দিলে ভালো হত।

লালকমল এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-
সচলে নিবন্ধন করছি ২৪-১২-২০০৮ তারিখে। দেঁতো হাসি
আরেকটু বর্ণনা দিলে তো ভালোই হত কিন্তু কলম তো চলে না। চোখ টিপি

ইস্কান্দর বরকন্দাজ এর ছবি

দারুন...

কৌস্তুভ এর ছবি

সুন্দর ছবি।

রোমেল চৌধুরী এর ছবি

বুঝলাম না এত সুন্দর পোষ্ট কি করে চোখ এড়িয়ে থাকলো এতদিন। অসাধারণ!

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

এই পোস্টটা আগে দেখা হয়নি। দারুণ লাগলো...
এমাসের শেষেই নীলগিরি যাচ্ছি... হাসি

______________________________________
পথই আমার পথের আড়াল

The Reader এর ছবি

নীল গিরি গিয়ে এসেছি সেই ২০০৯ এ ই । আবার ও যাব দেখি সামনে । অসাধারন । ছবি তোলার হাত ও দেখি মাশাল্লাহ ।

সুহান রিজওয়ান এর ছবি

অসামান্য

চলুক চলুক

দিপন  এর ছবি

আমরা বন্ধুরা প্লান করছি শীত এর সময় যাবো।
শীত এর সময় গেলে কি এই দৃশ্য গুলো দেক্তে পারব না?

নীড় সন্ধানী এর ছবি

এই পোষ্ট চোখ এড়িয়ে গেল কিভাবে? অসাধারণ ছবি, মুগ্ধ হয়ে গেলাম। চলুক
ক্যামেরার মডেলটা জানতে ইচ্ছে করছে

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

বাপ্পীহায়াত এর ছবি

অবিশাস্য রকমের সুন্দর ছবি (যদি কোন টুইক না করে থাকেন)

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।