অর্থহীন

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: রবি, ২৯/০৫/২০১১ - ৯:৫৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

আর কত ফুল ফোঁটাবো পাথরে?
পাথর কি হবে না কভূ মৃত্তিকা?
যদি অনুভূতিহীন হয় নীলাম্বরী প্রেম!
শুন্যতা কি ছোঁবেনা তোমার হৃদয়?

যদি মেঘ হয়ে যায় আমার চোঁখের স্বপ্নটুকু
বৃষ্টি হয়ে ঝড়বে বলে তোমার বুকে
বুকের পাজর দুহাত দিয়ে করবে আড়াল?
রাখবে ঢেকে বৃষ্টিবিহীন পাথর হৃদয়?

ভালবাসা কি এমনই হয়?
এমন করেই ঝড়াতে হয় নয়নের জল?
এমন করেই কাঁদব আমি তোমার তরে?
আর তোমার জলে ভাসবে তুমি-
হৃদয়হীনার স্বপ্ন দেখে?

মেঘরং


মন্তব্য

রোমেল চৌধুরী এর ছবি

বাহ, আকুতিটুকু বড় গভীর!

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

মেঘরং_ এর ছবি

অনুভূতিটা সত্যিকারের বলেই হয়তো গভীর!

পড়ার জন্য ধন্যবাদ রোমেল চৌধুরী।

মেঘরং

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।