বর্ষায় ভালোবাসা

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: রবি, ১২/০৬/২০১১ - ৮:৪১অপরাহ্ন)
ক্যাটেগরি:

এই বর্ষায় তুমি আসবে স্বপ্না?

অনেক অনেক ভালোবাসবো।
গাঢ় নীল রঙের ভালোবাসা
সত্যি বলছি।

ওই বিষণ্ণ বিলটার কাছে যাবে?
যেখানে সাপ আর ব্যাঙাচি মিলেমিশে ঘুমায়
আর একটা কালো নৌকা বেড়ালের মতো পানির ওপর শুয়ে থাকে।

অনেকটা পথ আমরা হাটবো পাশাপাশি।
পায়ের স্পর্শে জাগিয়ে দেবো ঘুমিয়ে থাকা ইটগুলোকে।
সন্দেহবাতিক কিছু ইট আমাদের পেছন পেছন হাটবে
তারপর ক্লান্ত হয়ে আবার ঘুমিয়ে পড়বে।

আসবে তুমি স্বপ্না?
ষোলহাজার পাচশ নয়টা চুমু নিয়ে অপেক্ষা করছি তোমার জন্য।

*সৌরভ সাখওয়াত


মন্তব্য

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ঘুমিয়ে পড়েন। স্বপ্না আসলেও আসতে পারে। হাসি

কৌস্তুভ এর ছবি

হিন্দিতে কিন্তু স্বপ্নকে সপ্‌না বলে দেঁতো হাসি

ধুসর গোধূলি এর ছবি

১৬ হাজার পাঁচশ ৯টা চুমু? এগুলা দিবেন কবে? আর গোণা গুণতি করবো কে, আপনেই? গোণায় ভুল হৈলে? চিন্তিত

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ছুডো মানুষ এগুলা বুঝবানা। বাজারে কাউন্টার পাওয়া যায়। একটা কইরা চুমু একটা কইরা ক্লিক। তাছাড়া ত্রিশ বত্রিশ হাজার পাওনা তো বাসর রাতেই চুকিয়ে যাবে।

ধুসর গোধূলি এর ছবি

তাইলে তো ঐ কাউন্টারের সাথে এনকাউন্টারেই সারারাত পেরিয়ে যাবে, নীল রঙের ভালোবাসা-বাসি কখন করবে?

কৌস্তুভ এর ছবি

হো হো হো

অনার্য সঙ্গীত এর ছবি

আর তাছাড়া এতগুলো সব একজনরে দিবেন? আমি হইলে সবাইরে ভাগ কইরা দিতাম!

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

কেন তোমার কি হারেম টারেম আছে নাকি? তা একদিন দাওয়াত টাওয়াত দিও হারেমে। আমিও ভাগাভাগি করে দিয়ে আসবো। খাইছে

অনার্য সঙ্গীত এর ছবি

না মানে ইয়ে ওই যারা নিতে চায় তাদের মধ্যে ভাগ করে দেয়ার কথা বলছিলাম আরকি! দেঁতো হাসি

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

কবি-মৃত্যুময় এর ছবি

১৬ হাজার পাঁচশ ৯টা চুমু? ঠিক এই সংখ্যাটি কেন, কবি বলবেন??

কালো কাক এর ছবি

১৬ হাজার ৫০৯ টা কেন? সংখ্যার মাজেজা ধরতে পারতেসি না !!! (মাথা চুল্কানোর ইমো কোনটা যেন !!!!)

কবি-মৃত্যুময় এর ছবি

ট্যাগ 'সববয়সী' অ্যাঁ !!!

শেষ লাইনে এসে কবিতাটা হঠাৎ তরল হয়ে গেল!!!! এটি ছাড়া ভাবটা ভালো লাগল।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

খাইছে, সাঙ্ঘাতিক!

______________________________________
পথই আমার পথের আড়াল

একজন মন্তব্যকারী এর ছবি

শক্তির একটা কবিতা আছে, যেটা কিছুতেই আর খুঁজে পাই না ইদানিং, কবিতাটার লাইনগুলি মনে নাই, ভাবটুকু এরকম এ ইটের শহরে তার মন খারাপ, ভালোবাসার মানুষটা কি পারবে দেড় লক্ষ চুম্বন দিয়ে তার মন ভালো করে দিতে?

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।