এই বর্ষায় তুমি আসবে স্বপ্না?
অনেক অনেক ভালোবাসবো।
গাঢ় নীল রঙের ভালোবাসা
সত্যি বলছি।
ওই বিষণ্ণ বিলটার কাছে যাবে?
যেখানে সাপ আর ব্যাঙাচি মিলেমিশে ঘুমায়
আর একটা কালো নৌকা বেড়ালের মতো পানির ওপর শুয়ে থাকে।
অনেকটা পথ আমরা হাটবো পাশাপাশি।
পায়ের স্পর্শে জাগিয়ে দেবো ঘুমিয়ে থাকা ইটগুলোকে।
সন্দেহবাতিক কিছু ইট আমাদের পেছন পেছন হাটবে
তারপর ক্লান্ত হয়ে আবার ঘুমিয়ে পড়বে।
আসবে তুমি স্বপ্না?
ষোলহাজার পাচশ নয়টা চুমু নিয়ে অপেক্ষা করছি তোমার জন্য।
*সৌরভ সাখওয়াত
মন্তব্য
ঘুমিয়ে পড়েন। স্বপ্না আসলেও আসতে পারে।
হিন্দিতে কিন্তু স্বপ্নকে সপ্না বলে
১৬ হাজার পাঁচশ ৯টা চুমু? এগুলা দিবেন কবে? আর গোণা গুণতি করবো কে, আপনেই? গোণায় ভুল হৈলে?
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ছুডো মানুষ এগুলা বুঝবানা। বাজারে কাউন্টার পাওয়া যায়। একটা কইরা চুমু একটা কইরা ক্লিক। তাছাড়া ত্রিশ বত্রিশ হাজার পাওনা তো বাসর রাতেই চুকিয়ে যাবে।
তাইলে তো ঐ কাউন্টারের সাথে এনকাউন্টারেই সারারাত পেরিয়ে যাবে, নীল রঙের ভালোবাসা-বাসি কখন করবে?
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আর তাছাড়া এতগুলো সব একজনরে দিবেন? আমি হইলে সবাইরে ভাগ কইরা দিতাম!
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
কেন তোমার কি হারেম টারেম আছে নাকি? তা একদিন দাওয়াত টাওয়াত দিও হারেমে। আমিও ভাগাভাগি করে দিয়ে আসবো।
না মানে ইয়ে ওই যারা নিতে চায় তাদের মধ্যে ভাগ করে দেয়ার কথা বলছিলাম আরকি!
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
১৬ হাজার পাঁচশ ৯টা চুমু? ঠিক এই সংখ্যাটি কেন, কবি বলবেন??
১৬ হাজার ৫০৯ টা কেন? সংখ্যার মাজেজা ধরতে পারতেসি না !!! (মাথা চুল্কানোর ইমো কোনটা যেন !!!!)
ট্যাগ 'সববয়সী' !!!
শেষ লাইনে এসে কবিতাটা হঠাৎ তরল হয়ে গেল!!!! এটি ছাড়া ভাবটা ভালো লাগল।
খাইছে, সাঙ্ঘাতিক!
______________________________________
পথই আমার পথের আড়াল
শক্তির একটা কবিতা আছে, যেটা কিছুতেই আর খুঁজে পাই না ইদানিং, কবিতাটার লাইনগুলি মনে নাই, ভাবটুকু এরকম এ ইটের শহরে তার মন খারাপ, ভালোবাসার মানুষটা কি পারবে দেড় লক্ষ চুম্বন দিয়ে তার মন ভালো করে দিতে?
নতুন মন্তব্য করুন