বান্দরবন-২: নীলাচল ও অন্যান্য..

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: সোম, ১৩/০৬/২০১১ - ৩:১২অপরাহ্ন)
ক্যাটেগরি:

[ডিস্ক্লেইমারঃ সবুজ পাহাড়ের কোলে অবস্থিত বান্দারবন শহর।এর এক পাশ দিয়ে বয়ে চলেছে শংখ নদী। বান্দরবন শহর সুন্দর তবে রাঙ্গামাটির শহরের মত এতটা সুন্দর নয়। বান্দরবনের আসল রূপ ছড়িয়ে আছে শহরের বাইরে প্রতিটি পাহাড়ের বাঁকে বাঁকে। এই ভয়াল সুন্দর রূপের বর্ণনা দেওয়া আমার সাধ্য নাই। ক্যামেরার ফ্রেমে কিছু দৃশ্য ধরে রাখার ব্যার্থ চেষ্টা করেছি মাত্র।]

নীলাচল-১

Nilachal, Bandarban

নীলাচল-২

Nilachal

স্বর্ণ মন্দির-১

Shorno Mondir

স্বর্ণ মন্দির-২

Shorna Mondir,

শৈল প্রপাত

Soilopropat

আমার লেখাঃ
১. রাঙ্গামাটির পথে লো...
২. বান্দরবন-১: নীলগিরির পথে লো...

লালকমল


মন্তব্য

দ্রোহী এর ছবি

অপূর্ব! চলুক

লালকমল এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- বস।

ইস্কান্দর বরকন্দাজ এর ছবি

হাততালি

লালকমল এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

তারাপ কোয়াস এর ছবি

জটিল!


love the life you live. live the life you love.

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

বেশি ছোট অক্ষর থাকায় ডিসক্লেইমার পড়া গেলো না...
ছবি সুন্দর...
গতমাসেই বান্দরবন ঘুরে এসেছি, এমাসের শেষে আবার যাবো নীলগিরি
আর আগামী মাসে আবার হাসি

______________________________________
পথই আমার পথের আড়াল

লালকমল এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

লালকমল এর ছবি

অ্যাঁ

বইখাতা এর ছবি

প্রথম ছবিটা খুব সুন্দর। একেবারে স্বপ্নের মতো।

সুমাদ্রি এর ছবি

স্বর্ণমন্দির-২ ছবিটার কম্পোজিশন খুব ভাল। টাইলস-এ ড্রাগনের হালকা ছায়া পড়ে ছবিটাকে আরো সোনালী করে তুলেছে। বান্দরবান সবসময়ের ভাললাগার জায়গা। এখনো মনে পড়ে ক্রেঊকারাদং, তাজিংদন, নীলগিরি, চিম্বুক,বগা লেক থেকে ঝিরি পথে হেঁটে ফেরার স্মৃতি। ছবিগুলোর জন্য ধন্যবাদ।

The Reader এর ছবি

পড়ন্ত বিকেলে স্বর্ণ মন্দির এর পুরো ছায়া পাশের জমির ওপর দানবিয় আকৃতি নিয়ে পরে থাকে । দেখে ব্যাপক উদাস লাগে। ইনশাল্লাহ এই বর্ষায় আবার নীল্গিরি এবং নীলাচল ভ্রমনে যাচ্ছি। বর্ষায় নাকি নীলগিরি তে নাকি দুই তা রংধনু একশাথে দেখা যায় ? ইচ্ছা আছে এবার দেখার । আর রাতের নীলগিরি ও কিন্তু অপূর্ব । ১৪ কি মি দুরের আলো অ দেখেছি (শীত কাল ছিল)। সাথে জোনাকি ত আছেই। আর পরদিন সকালের পায়ের নিচে দুধশাদা মেঘমালা , যেন সাগরের ধেউ। আসলেই মন কাড়া ।

কবি-মৃত্যুময় এর ছবি

শৈল প্রপাতের ছবিটা অসাধারণ লাগল ভাই!!! ধন্যবাদ।

অদ্রোহ এর ছবি

নীলগিরি চষে এসেছি বছরখানেক আগেই...তবে ভয় হয়, যেভাবে লোকজন দলবেঁধে রওনা দিচ্ছে, জায়গাটার ছিরিছাদ আর কয়দিন থাকে সন্দেহ!
আর আপনার ছবিগুলো সুন্দর, কিছু লিখতেনও পারতেন অল্প কথায়...

--------------------------------------------
যদ্যপি আমার গুরু শুঁড়ি-বাড়ি যায়
তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়।

নীড় সন্ধানী এর ছবি

প্রথম ছবিটা দুর্দান্ত! চলুক
পাহাড় নিয়ে যে কোন লেখাই চমৎকার, বান্দরবান নিয়ে আমার মুগ্ধতা অনেক বেশী।

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

মন_মাঝি এর ছবি

বগা লেক গিয়েছিলেন ?

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

অপূর্ব জায়গা, আর চমৎকার ছবি!
ডিসক্লেইমার খুবই পিচ্চি হরফে লেখা, পড়তে কষ্ট হচ্ছে... পরেরবার আরেকটু বড় করে দিয়েন। আর ছবি স্বর্ণ-মন্দিরে ড্রাগনের ছবিটা একটু স্ট্রেইট করা গেলে হরাইজনটা ঠিক লাগতো মনে হয়...

উত্তম জাঝা!

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।