আষাঢ়স্য প্রথম দিবস

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বুধ, ১৫/০৬/২০১১ - ৯:৩১অপরাহ্ন)
ক্যাটেগরি:

আজ আষাঢ় মাসের প্রথম দিন। আষাঢ়স্য প্রথম দিবস।
বৃষ্টি হল, নামে মাত্র।
তাতে আমার কি?
সড়ক দ্বীপের কাঠাল চাপা আর কদমেরা আমাকে টানেনা আর।
ভালবাসি কিনা তাতেও কিছু যায় আসেনা আর।
তীব্র ভালোবাসা না হলে তীব্র ঘৃণা'ও করা যায় না। বোঝনা?

(লেখালেখি করুন, ক্লিক করে ঢুকতেই চোখে পড়লো, ব্লগ হচ্ছে অনলাইন ্জার্নাল বা ডাইরি। আজ এই দিনের মনের কথগুলোই হোক তবে ডাইরির প্রথম পাতা।)

পদ্মজা।


মন্তব্য

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

সচলায়তনে স্বাগতম

______________________________________
পথই আমার পথের আড়াল

পদ্ম এর ছবি

হাসি
ধন্যবাদ।

আশালতা এর ছবি

আরও লিখুন । ব্লগ ভ্রমন আনন্দময় হোক।
সচলায়তনে স্বাগতম । হাসি

----------------
স্বপ্ন হোক শক্তি

পদ্ম এর ছবি

ধন্যবাদ।
ভ্রমণ আনন্দময় কারণ চলতে থাকলে পাথর চাপায় মরতে হয়না। চোখ টিপি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।