নীল নেই, ধূসর মেঘে আকাশ ছেয়ে
আছে বরোষার আগমনী পাখায়
চেপে ভাসিয়ে দিচ্ছে স্মৃতি-
স্মৃতিতে বর্ষণমুখর সন্ধ্যা অপেক্ষায়
কোথাও ঠাঁই নেই আকাশের শুধু
বর্ষা আর বৃষ্টি মেয়েরা পদ্মকোড়কের
মত হেসে এনদী থেকে অন্য নদীতে
আঘ্রাণ নিয়ে আসে; সজীব বন
সবুজ আলোর পথে হাঁটে আর কৈশোর।
নগর ভিজে জলবন্ধী তবু তার
বর্ষাসিক্ত গভীরসাধ থাকে অক্ষয়!
এমনক্ষণে মোহ লাগে এই
বর্ষণশ্রুতিময় ধ্রুব সংগীতে অবিরত!
-------------------------------
মনন:: বর্ষাবরণ।
লিখিত:: ১৬ জুন ২০১১।
-------------------------------
(কবি মৃত্যুময়)
মন্তব্য
borshamoy shundor!!!!!!
অনেক ধন্যবাদ ভাই। বর্ষার শুভেচ্ছা রইল।
আজ সকাল থেকেই দেখছি বর্ষাকাল তেড়েফুঁড়ে শুরু হয়েছে । তার সাথে মিলিয়ে বর্ষাকাব্য - বেশ বেশ !
----------------
স্বপ্ন হোক শক্তি
আশালতা আপু, ঠিক তাই, সকাল থেকে অদ্যবধি ঘনঘোর বরষা ঝরছে আর ঝরছে..............আর কেমন মোহ তৈরি করছে। অনেক অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য আপু। শুভ কামনা জানবেন আর বর্ষা উপভোগ করতে থাকুন।
বর্ষা উপভোগ ?!! ঘরে বাজার সদাই মজুত থাকলে আর কপালে বাইরে যাবার মত দায় না থাকলে তবেই ঐ বিলাসিতা টুকু পোষায় রে ভাই । যাদের এগুলো নেই তাদের এগুলো বলতে গেলে সাধারন পাব্লিক থেকে তাঁদের হটাত দুর্বাসা মুনিতে রুপান্তরিত হতে দেখার চান্স আছে ।
----------------
স্বপ্ন হোক শক্তি
তা যা বলেছেন ঠিকই। তবু ঘর থেকেও কী আর বরষা কম সুন্দর। প্রধান বৈশিষ্ট্য একটানা রিমিঝিম শব্দটাই যে আরো ভালোভাবে ঘরে থেকেই উপভোগ করা যায়। বাইরে আবার বিড়ম্বনাও আছে।
বর্ষাই আবহমান বাংলার প্রধান ঋতু, সকল সম্ভাবনার ও অঙ্কুরোদ্গমের উৎস। তাই বর্ষাবরণ অপরিহার্য। যে বর্ষাকে উপেক্ষা করবে, সে নিস্ফলা অনাবাদে নিক্ষিপ্ত হবে।
চারিদিক যখন অবিশ্রান্ত ঘোর লাগা বর্ষণে মোহাচ্ছন্ন হয়, তখন মানুষের মনে জাগে অফুরন্ত আলস্য। অলসতাই সৃজনশীলতার আতুরঘর। বর্ষা আমাদের দান করে সেই আলস্য।
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
তাইতো উপেক্ষা করতে পারলাম না সুপ্রিয় রোমেল ভাই।
সচলে একটা 'লাইক' অপশনের প্রয়োজনীয়তা খুব অনুভব করি- থাকলে আপনার প্রত্যেকটা, আমার পোস্ট বা অন্য যে কারো পোস্টে করা মন্তব্যে 'লাইক' দিতাম। এরকম সাহিত্যরসসমৃদ্ধ মন্তব্য আর ক'জন করতে পারে!
অন্য লেখাগুলো:
বর্ষা একদিন কাঁদতে শিখিয়েছিল মায়াবতী শৈশবকে । সময় পরিক্রমার বাঁকে বাঁকে জীবনকে এখন-ও বর্ষা স্মৃতিতে বৃষ্টি ঝরায় অন্য এক আকাশ।
কবি শুভেচ্ছা আর সুভকামনা । বোধ গুলি আঙ্গুলে সৃষ্টি করুক প্রকৃতি আর জীবন ।
প্রিয় চিত্রা রোজারিও আপু, কবিতা পড়েছেন এতেই অনেক খুশি, আর আপনার মন্তব্যতো নিজেই একেকটা অণুকাব্য!!! কত বলি অণুকাব্যগুলো একত্র করে কবিতাগুলো লিখেই ফেলেন!!!
অনেক অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা!!!
বাহ্! এইতো কবিতা! চিরআকাঙ্খিত, চিররহস্যময়ী!
সুন্দর হয়েছে!
আপনার ভালো লাগাগুলো কী যে মোহিত করল আমায়, তা অব্যক্ত রইল!!! আরো ভালো লেখার সচেষ্টা কাজ করবে...............
কবিতার ব্যাকরণ বুঝি না কিন্তু পড়তে ভালো লাগে।
দারুন লিখেন আপনি।
[আমার চারপাশ]-[ফেবু]-[টিনটিন]
নতুন মন্তব্য করুন