রুপলি পৃথিবী

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বিষ্যুদ, ১৬/০৬/২০১১ - ৯:২১অপরাহ্ন)
ক্যাটেগরি:

বাসে ঝুলে ঝুলে মহাখালি পার হবার সময় একদিন হঠাৎ একটা দোকানের নাম পরে অনেক ভালো লাগলো - সিল্ভার রেইন। ভেবে দেখলাম বর্ষার সময় আসলেই পৃথিবী অনেকটা রুপলি হয়ে যায়। পৃথিবীতে রুপলি জিনিস কি কি আছে ভাবতে ভাবতে কিছু সাদাকালো ছবির চিন্তা মাথায় এসেছিল।

ছবি অনেক তুলেছি কিন্তু কখনো মনে হইনি সেগুলা ব্লগে শেয়ার করা যেতে পারে। এখানে এরকম কিছু লেখা দেখে মনে ইচ্ছা জাগলো আমার তোলা কিছু সাদাকালো ছবি শেয়ার করি। সবার ভাল লাগ্লে আমার অনেক অনেক ভাল লাগবে
১.
Music in a Busy city

২.
Silver Drop

৩.
Alone

৪.
Silver Drop

৫.
একা পাখি

৬.
Silver Flow

৭.
চিঠি

৮.
Silver Drop

৯.
আলো

১০.
Alone

১১.
Silver Drop

১২.
Silver Drop

সবাইকে বর্ষার অনেক অনেক শুভেচ্ছা রইল।

- মোঃ মোর্শেদ আনোয়ার (পুলক)


মন্তব্য

কৌস্তুভ এর ছবি

সুন্দর। সাদাকালো আমারও ভালো লাগে।

পুলক এর ছবি

অনেক অনেক ধন্যবাদ হাসি

বইখাতা এর ছবি

ছবিগুলো সুন্দর।

পুলক এর ছবি

অনেক ধন্যবাদ। মন্তব্য পেয়ে অনেক ভাল লাগলো।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ও... আপনের রঙিন ক্যামেরা নাই? আমার আছে চোখ টিপি

ছবিগুলো দারুণ সুন্দর। বিশেষ করে ১০ নম্বরটা... অসাধারণ

______________________________________
পথই আমার পথের আড়াল

পুলক এর ছবি

লইজ্জা লাগে হো হো হো আহা সত্যি যদি সাদাকালো একটা ক্যামেরা পেতাম! তাহলে গনক যন্ত্র নিয়ে চুন কালি করার ঝামেলা থেকে রেহাই পেতাম। অনেক ভাল লাগলো আপানার মন্তব্য পড়ে। ১০ তা আমারো অনেক পছন্দের একটা ছবি।

guest_writer এর ছবি

অসাধারণ, অনেকদিনের ইচ্ছা সাদাকালো নিয়ে এক্তা সিরিজ তৈরি করবো......
তবে শেষমেশ আর হয়ে ওঠেনা

নির্ঝরা শ্রাবণ

পুলক এর ছবি

ভেবেছেন যখন ঝটপট করে ফেলুন! দেখার অপেক্ষায় থাকলাম! ব্লগটি দেখার এবং মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ। হাসি

কবি-মৃত্যুময় এর ছবি

৪, ৭, ৯, ১০ সুন্দর লাগল। চলুক

পুলক এর ছবি

অসংখ্য ধন্যবাদ হাসি

বন্দনা- এর ছবি

ভালো লাগলো।১০ নং ছবিটা সবচেয়ে বেশি ভালো লেগেছে।

পুলক এর ছবি

অনেক অনেক ধন্যবাদ! মন্তব্য পেয়ে অনেক ভালো লাগলো।

আশালতা এর ছবি

৪, ৬, ৯, ১০ - দুর্দান্ত চলুক

----------------
স্বপ্ন হোক শক্তি

পুলক এর ছবি

অসংখ্য ধন্যবাদ। ভালো লাগছে জেনে অনেক ভালো লাগলো।

দ্রোহী এর ছবি

দারুণ সব ছবি। চলুক চলুক

শিরোনামের ভুলটা বড় বেশি চোখে লাগে।

পুলক এর ছবি

অনেক অনেক ধন্যবাদ। শিরোনামের সাথে সাথে লেখার আরও বেশ কিছু বানান আমারও চোখে লাগছে ! কিন্তু অতিথি হবার কারনে হয়তো সেগুলো শোধরানোর কোনো পথ খুজে পাচ্ছি না! মন খারাপ

পুলক এর ছবি

অনেক অনেক ধন্যবাদ...... হুম ...শিরোনামের সাথে সাথে লেখার আরও কিছু বানান ভুল আমারও চোখে লেগেছে। অতিথি হবার কারনে হয়তো সেগুলো শোধরানোর কোন পথ পাচ্ছি না! মন খারাপ

jhilmil_9thmay@yahoo.comjj এর ছবি

mashallah apni dekhsi jenious.,,,,

মোঃ মোর্শেদ আনোয়ার (পুলক) এর ছবি

লইজ্জা লাগে ..নাহ আমি মোটেও সেরকম কিছু নই হাসি....অনেক অনেক ধন্যবাদ!! মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো।

সুহান রিজওয়ান এর ছবি

সুন্দর, অনেক সুন্দর। সাদাকালো ছবির একটা ভিন্ন আবেদন আছে আমার কাছে।

সচলায়তনে স্বাগতম। নিয়মিত আপনার ছবি দিন।

মোঃ মোর্শেদ আনোয়ার(পুলক) এর ছবি

অনেক অনেক ধন্যবাদ! আপনার মন্তব্য পড়ে খুব ভালো লাগলো! সহমত ..অবশ্যই আবেদন থাকে যদি সাদাকালো বিষয়ভিত্তিক করা যায়! নিয়মিত ছবি দেবার ইচ্ছাতো ছিলই, সেটা আরও বেড়ে গেছে আপনাদের মন্তব্য পেয়ে! হাসি

রোমেল চৌধুরী এর ছবি

দুর্দান্ত!

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

মোঃ মোর্শেদ আনোয়ার(পুলক) এর ছবি

অনেক অনেক ধন্যবাদ হাসি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।