প্রথম পূর্ব পুরুষ

মৃত্যুময় ঈষৎ এর ছবি
লিখেছেন মৃত্যুময় ঈষৎ [অতিথি] (তারিখ: মঙ্গল, ২১/০৬/২০১১ - ৭:৩৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

ছায়াটি দীর্ঘতর হয়ে আছে কাছে, টের পাই
তার গাঢ় অস্তিত্ব; যখন অগ্নিজ্বরের দাবদাহে
শরীর ভিসুভিয়াসের মত ফুটন্ত- ছায়া রিক্ত-
চোখের উপর এসে পরে; পেলব স্পর্শানুভূতি
হয়, শিউরে উঠি, জীর্ণ শৈশব ফিরে আসে পথে
ধূপখোলার শু'নো কাঠালপাতা মোড়া বিরানির
অক্ষয়িষ্ণু ঘ্রাণ পাই, মগ্নরাত মধ্যভাগে থাকত তখন
শেষ পথিকের পদাংক এঁকে উনি নির্বিকার ছুটতেন-
সুঘ্রাণ নিয়ে আসলে অবাধ্য দ্রুতিতে গোগ্রাসে গিলতাম!
উনার সেই তৃপ্তিময় মুখ হারিয়ে গেছে বহুকাল- সেখানে
শতাব্দীর বৈষয়িক চিন্তা দখল করেছে বিস্তৃত কপালজমিন-
মৃত স্বপ্নের ভারে উনি দীর্ঘক্লান্ত হয়ত! অবিচল মরিচাহীন
সততায় তবু হীরকোজ্জ্বল শোভিত থাকতে দেখতাম!

আমার অস্তিত্ব সংকটাকীর্ণ হলে ছায়াটির পাশে
আবার অধীর দাঁড়াই, প্রতিভাসিত হয় আমার
অন্তরীন প্রথম পূর্ব পুরুষের ঐতিহ্যগত অর্বাচীন ছায়া!

-------------------------------
মনন:: পিতৃছায়া।
লিখিত:: ২১ জুন ২০১১।
-------------------------------


মন্তব্য

paathak এর ছবি

'প্রথম পূর্ব পুরুষ' vaalo legeche..... ......

কবি-মৃত্যুময় এর ছবি

ধন্যবাদ পাঠক। হাসি ভালো থাকবেন।

ধৈবত(অতিথি) এর ছবি

দারুণ!!!

কবি-মৃত্যুময় এর ছবি

অনেক অনেক ধন্যবাদ ধৈবত!!! হাসি

আচ্ছা একটা কথা বলি আমরা কি সহপাঠী? যেই ইমেইল ব্যবহার করেন তা দিয়ে আমি বের করতে পারি নাই!!!! দেঁতো হাসি

রোমেল চৌধুরী এর ছবি

অবশেষে সকলকেই শেকড়ে ফিরতে হয়।

অ টঃ আচ্ছা ব্রাউজারে জাভা স্ক্রীপ্ট ডিজাবল করে লেখা টুকলিফাইয়িং করার উপায় কি? চোখ টিপি

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

মৃত্যুময় এর ছবি

ঠিক রোমেল ভাই, শিকড়ে যে ফিরতেই হবে। হাসি

_____________________________________________________
দুটো ব্রাউজার ব্যবহার করি, খান্দানি ফায়ারফক্স আর গুগোল ক্রোম, ক্রোমে জাভাস্ক্রিপ্ট ডিজেবল করে রেখেছি- দিব্যি কপি করা যায়। আর ফায়ারফক্সে এনাবল্ড আছে- ফায়ারফক্সে জাভাস্ক্রিপ্ট এনাবল রাখার কারণ হল এটা ডিজেবল থাকলে আবার ফিচার্ড কমেন্ট এর অপশনগুলোও চলে যাবে; তাছাড়া খোমাখাতা সহ আরো অনেক সাইট বিদঘুটে আকার নেয়, তাই বারবার ডিজেবল/এনাবলের ঝামেলা এড়াতে ক্রোম থেকে পড়ি, আর প্রয়োজনে কপি করে এনে ফায়ারফক্সে মন্তব্য করি! ওই যে বললাম ওয়ার্স্ট মেথড!! তবে কিছু এড অনও আছে, বিরক্তি লাগে দেখে বাদ দিয়েছি, আপাতত এভাবেই কাজ সারছি।
_____________________________________________________
আর আমি যেই মেথডে টুকলিফাইয়িং করি তা বিস্তারিতই বলার চেষ্টা করছি দেঁতো হাসি >>
দুটো ব্রাউজার পদ্ধতি:
এই লিংক থেকে গুগল ক্রোম ব্রাউজারটা http://www.softpedia.com/dyn-postdownload.php?p=108166&t=0&i=1 ডাউনলোড করে নিন।
তারপর ইন্সটল শেষ হলে জাভাস্ক্রিপ্ট ডিজেবল করতে হবে এভাবে>> ক্রোম উইনডো ওপেন করলে আপার রাইট কর্নারে দেখবেন সেটিংস সিম্বল (customize and control) আছে, সেখান থেকে options>under the hood>privacy (content settings) এ ক্লিক করলে দেখবেন ৩ নং এ javascript আছে; সেখানের দুটো অপশনের "Do not allow any site to run JavaScript" এই অপশনের বাটনটি মার্ক করতে হবে। ব্যস জাভাস্ক্রিপ্ট ডিজেবল হয়ে গেল। এখন এই ব্রাউজারটি ব্যবহার করে যে সাইটেই ঢুকবেন জাভাস্ক্রিপ্ট আর গেঞ্জাম করতে পারবে না, শান্তিতে টুকলিফাইয়িং করতে পারবেন।
আর ফায়ারফক্সে এখন যেমন আছে তেমনি থাকবে, তাতে ক্রোম থেকে পড়ে টুকলিফাই করে এনে মন্তব্যের জন্য ফায়ারফক্সে পেস্ট করতে হবে।

এক ব্রাউজার পদ্ধতি:
আর দুই ব্রাউজার চালানো ঝামেলা মনে হলে একবারে গুরু ফায়ারফক্সকেই সাময়িক পংগু করে দিতে পারেন। সেক্ষেত্রে firefox>options>content এ গেলে 'Enable JavaScript' এর পাশের বক্স আনমার্ক/এম্পটি করে দিবেন- ব্যস জাভাস্ক্রিপ্ট ডিজেবল হয়ে যাবে। পরে আবার এনাবল করতে চাইলে একই পথে গিয়ে জাস্ট মার্ক/টিক করে দিতে হবে। দেঁতো হাসি

রোমেল চৌধুরী এর ছবি

এত বুদ্ধি!

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

কবি-মৃত্যুময় এর ছবি

ইস রোমেল ভাই এটা বুদ্ধির কিছু না তো!!! কী যে বলেন!!! হাসি একটা যুতসই এ্যাড অন বের করতে পারলে কাজের কাজ হত!!!! মন খারাপ তবে আমার মত এই দু ব্রাউজার পদ্ধতিটি মনে হয় অনেকেই ব্যবহার করছে!!! দেঁতো হাসি

কবি-মৃত্যুময় এর ছবি

প্রিয় রোমেল ভাই, টুকলিফাইং কি হচ্ছে? হাসি

রোমেল চৌধুরী এর ছবি

হচ্ছে ভাই, অনেক ধন্যবাদ তোমায়! হাসি

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

কবি-মৃত্যুময় এর ছবি

হাসি দেঁতো হাসি

প্রকৃতিপ্রেমিক এর ছবি

কবিতা নিয়ে মন্তব্য করতে ভয় পাই। নিজের অজ্ঞতাই এজন্য দায়ী। প্রত্যেকটি কবিতাই কবির কাছে একেকটি আদরের বস্তুর মতো।

ভালোই, তবে আরো ভালো লিখবেন।

কবি-মৃত্যুময় এর ছবি

না না ভাইয়া, আপনার মন্তব্য যে আমার কাছে অনেক মূল্যবান!!! আপনিই যদি অজ্ঞতার কথা বলেন তবে আমার লুকাবার জায়গাটিও যে থাকে না!!! বিনয়প্রকাশ শিখে নিলাম। হাসি

আসলেই আদরের বস্তু ভাইয়া। আর অবশ্যই সামনে আরো যত্নশীল হব। অনেক অনেক ধন্যবাদ জানবেন। হাসি হাসি

চিত্রা এর ছবি

অস্তিত্বকে ধারন করা হোক ---ছায়াহীনতা শিকড় হয়ে বসতি গড়ুক প্রথম পূর্ব পুরুষের অখন্ড প্রবাহমান স্রোতে।
ভালো হয়েছে কবি । শুভেচ্ছা আর শুভকামনা অনেক।

কবি-মৃত্যুময় এর ছবি

আপনার মন্তব্য অনেক অনুপ্রাণিত করে চিত্রাপু................

অস্তিত্বকে ধারন করা হোক ---ছায়াহীনতা শিকড় হয়ে বসতি গড়ুক প্রথম পূর্ব পুরুষের অখন্ড প্রবাহমান স্রোতে।

ঠিক তাই...............

আর শুভকামনা সবসময়............

সুমন_তুরহান এর ছবি

ভালো হয়েছে। কবিতাটিতে অতিকথনের ক্লান্তি নেই, আছে শেকড়ের সন্ধানে নাগরিক জীবনের আন্তর-টানাপোড়নের কথা। শব্দচয়নও সতর্কতার সাথে করা হয়েছে বলে মনে হলো। চলুক

মৃত্যুময় ঈষৎ এর ছবি

লইজ্জা লাগে সুপ্রিয় সুমন ভাই, আপনার পর্যবেক্ষণ ক্ষমতা অসাধারণ!!!! কবিতাটি নির্মেদ রাখার চেষ্টা ছিল খুব!!! হাসি

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।