দহন সমুদ্রের শেষে
এল মেয়েদের চুম্বনের মতো নরম বৃষ্টি
সে রাতে তুমি বললে চোখ বন্ধ কর
দগ্ধ চোখ দুটোকে আর খুজে পাইনি,
হৃদয়ের হলদে পান্ডুলিপিটা কেঁটে
কখন যে নিশিকুটুম স্বপ্ন বুনেছিল
এক মুঠো প্রেমের সৌরভে
অনুভূতির আঙুলও জানেনি।
এখন সূর্য চোখ খুললেও
আচমকা
জীবনকে রাত্রির মতো নিঝুম মনে হয়।
অথচ ঘুম খুজতে গিয়ে দেখি
ঘুম গুলো ডানা মেলে উড়ে গেছে
পাখি নয়
মনের পালকে নখ ডুবানো
তুলট প্রেমেপড়া হাস কন্যা সেজে।
আর শ্রীমন্ত তীরের এক লতানো মেয়ের চোখে
নরম ক্ষীরের সুর
আয় চৈ চৈ আয় চৈ চৈ আয় চৈ চৈ
আমার জ্যোস্না গুলো
আমার ঘুম গুলো
আমার স্বপ্ন গুলো
ক্রমশ নূপুর হয়ে বেজে উঠছে তার সুরেলা পায়ে।
……………………………………………………………….আগুনপাখী০১১(নিয়াজ মোর্শেদ)
মন্তব্য
"মেয়েদের চুম্বনের মতো নরম বৃষ্টি"
হা হা হা
বানান একটু খিয়াল কইরা
______________________________________
পথই আমার পথের আড়াল
বাইটিং রেইন
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
এই বস্তু একই সময়ে অন্য একটি ব্লগে প্রকাশিত।
কেউ দেখেনা ক্যান? আর এই ভদ্রলোকের আইডি (আগুন পাখি) দেখেও মেজাজ খারাপ হল।
নতুন মন্তব্য করুন