জানো কি..?

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: রবি, ২৬/০৬/২০১১ - ৯:২৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

তোমাদের ব্যালকনীটা-
রোজ ভেসে যায় রোদে..

এক কোণে একলা বসে;
হয়তো হঠাৎ উচ্ছাসেতে,
উঠছো হেসে..

জানো কি?
হয়তো,
অন্য কোথাও..

তোমায় ভেবে;
রাঙিয়ে মন,
মন খারাপের রঙে..

আনমনা কেউ;
দেখছে হঠাৎ,
যায় জলে চোখ ভেসে..।।

বিষণ্ণ বাউন্ডুলে


মন্তব্য

তিথীডোর এর ছবি

ছড়া কাম কবিতা = ছড়িতা।
মজা প্লাম। হাসি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

মৌনকুহর. এর ছবি

বিষণ্ন বাউন্ডুলে এর ছবি

ধনেপাতা নাও,আপুনি.. হাসি

রোমেল চৌধুরী এর ছবি

বাহ, বেশ তো!

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

বিষণ্ন বাউন্ডুলে এর ছবি

ধন্যবাদ,
অনেক ধন্যবাদ।।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।