পনচমীর হাত ধরে ধরে!!

তানিম এহসান এর ছবি
লিখেছেন তানিম এহসান [অতিথি] (তারিখ: সোম, ২৭/০৬/২০১১ - ৯:১৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

পনচমীর হাত ধরে ধরে!!
- তানিম এহসান
১.

জানবেনা বহুকিছু কারন বলবোনা, বুঝে নিতে হবে
জেনে নিতে হয়, কেউ কাউকে পারেনা শেখাতে,
এতো খুঁচোখুচি জানবে বলে! শোনো তবে
নাদান অবোধ মানুষ না পারে অন্যকে দেখাতে
না জানে কথো, কেবলি মরমের তলানী ছুয়ে - অবাধ সাতার!!
--- ২৭.০৬.২০১১, শান্তিনগর

২.

বন্ধ্যা জমিতে ফোটে ফুল, ফোটায় মানুষেরা!
মানুসের সাধ্যের সীমা কতদূর
মানুষ নিজেও জানেনা, কেউ কেউ জানে, তারা
সপর্শ্বে ফলায় সোনা, অবিরম জল, বহুদূর
চলে যায় অনায়াসে; মানুষ - বিদ্যায় না ধরে!!
--- ২৭.০৬.২০১১, শান্তিনগর

৩.

উত্তুরে হাওয়ায়, হে মেঘ এসো উড়ে
উঠোনে শুকোয় প্রেম, খুব খরতাপ
বৈশাখ দুয়ারে সমাপিত, দাহ যায় বেড়ে
শুসক জলাধারে জল দাও, চাতকের হাঁপ
ধরে গেছে; এবার তৃষনা জুড়াক - আকন্ঠ স্নানে!!

- ১২.০৬.২০১১ শান্তিনগর

৪.

গৃহে এসা গৃহী কর্মবীর
জোয়ালে জুটেছে ঘাম, নাইওরীর দয়া
নিষকাম প্রানে এসো হে অসিথর
গুন বাধো, তিরবর্তী খেয়া;
এবার দ্বার ভাঙো, উঠোনে মায়াবতী - আচঁলে মহাকাল!!
- ১১.০৬.২০১১ শান্তিনগর

৫.

মনের ভেতর মন, নানানরকম সথানে, কালে, পাত্রে
নানানরকম মনের বাড়ী, নানান ধরনধারন
আহা! কোথা জানি সমর্পণ তার, কি তার কারন -
মন কি নিজেই জানে! কতদূর সাতরে
গেলে পরে তপোবন - সততঃ সমাধি!!
- ০১.০৬.২০১১

৬.

শুধুই নিজের বিশ্বাসের সাথে তর্ক
আর কোনকিছুতেই তোর শান্তি আসেনা!
জলাধার বিপাকে ভীষন, দারুন সতর্ক
এই বুঝি তার জল গেলো; তিতীক্ষা ফুরোয়না;
সুদূর নিমগ্ন ডানা - এবার খুলিস ঝাপি!!
- ১০.০৬.২০১১ শান্তিনগর

ছবি: 
24/08/2007 - 2:03am

মন্তব্য

রোমেল চৌধুরী এর ছবি

বিমুগ্ধ ঈর্ষা!!

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

তানিম এহসান এর ছবি

ধন্যবাদ রোমেল ভাই ! শুভেচ্ছা, তানিম

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

১. অভ্রতে "ঞ্চ" লিখতে টাইপ করুন N+G+c

২. লেখা পোস্ট করার আগে আরেকবার বানানগুলো চেক করে নিন। কবিতাতে বানান ভুল বড্ড চোখে লাগে।

৩. একবারে ছয়টা পোস্ট না করে দুইটা বা তিনটা করে পোস্ট করুন। তাহলে পাঠকের পক্ষে সঠিক প্রতিক্রিয়া জানানো সহজ হয়। আর পাঠকের সঠিক প্রতিক্রিয়া যে কতো মূল্যবান জিনিস সেটা কালে কালে টের পাবেন।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

তানিম এহসান এর ছবি

পাঠকের সঠিক প্রতিক্রিয়া কতদূর গুরুত্বপূর্ণটের পাচ্ছি অনেকদিন থেকেই। পুরাতন পোস্টগুলো খুঁজতে খুঁজতে আজকে আপনার এই মন্তব্য আবার চোখে পড়লো, খুবই প্রাসঙ্গিক মনে হলো আজও। ভালো থাকবেন, শুভেচ্ছা,

rahil_rohan এর ছবি

বাহ !

তানিম এহসান এর ছবি

ধন্যবাদ ‘ষষ্ঠ পান্ডব’ ভাই, আমি সাগ্রহে আপনার পরামর্শগুলো গ্রহন করছি। টের পাওয়া শুরু হয়েছে। পরামর্শ ছাড়া আর কোন মন্তব্য কিন্ত পেলামন, তানিম এহসান

তানিম এহসান এর ছবি

রাহিল ভাই, সালাম। ফেসবুকে আমাদের মধ্যে যোগাযোগ হয়, সাযযাদ ভাই (সাযযাদ মাহমুদ) এর মাধ্যমেও মনে হয় একটা যোগাযোগ আছে। ভালো থাকবেন, শুভেচ্ছা, তানিম

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।