শূণ্য

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বিষ্যুদ, ৩০/০৬/২০১১ - ১০:৪২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

নিরর্থক জীবনকে অর্থময় করে তোলার প্রচেষ্টা নিরন্তর।
জাগতিক জীবনে সঞ্চিত অভিজ্ঞতা ...

আন্ধকার থেকে আলোয় আসতে ,
ছিন্ন ভিন্ন করেছি অসংখ্য অদৃশ্য জাল।

আকন্ঠ পান করেছি জীবনসুধা,
নিমগ্ন থেকেছি নৈসর্গিক চেতনায়।

পথ চলতে চলতে ক্লান্ত হয়ে ,
শুয়ে পড়েছি সবুজ ঘাসের বুকে।

শান্ত দিঘির জলে নিজেকে ডুবিয়েছি,
ভূলে সব ক্লান্তি।

আদিগন্ত অবারিত সবুজ মাঠে,
ছুটেছি লাটাই ছেড়া ঘুড়ির খোঁজে।

গ্রীষ্মের তপ্ত দুপুরে পীচঢালা পথে হেঁটেছি,
মরিচীকা পানে।

বৃষ্টিঝরা বর্ষাদিনের শ্রাবণসন্ধ্যায়,
কান পেতে শুনেছি মেঘের আর্তনাদ।

শরতের আকাশে ভেসেচলা সাদা মেঘ,
আর দিগন্ত ছুঁয়ে থাকা কাশফুলের মিলন।

হেমন্তের সোনালি পাঁকা ধানের সুবাসে ,
প্রাণভরে নিঃশ্বাস নিয়েছি।

তীব্র শীতের রাতেও আকাশে,
অনন্ত নক্ষত্রলোকে চেয়ে থেকেছি ।

বসন্তের মাতাল হাওয়ায়,
দোল খেয়েছি আনকোরা পাতার মত।

আরো অসংখ্যবার আমি বৃথা চেষ্টা করেছি জাগতিক সৌন্দর্য উপভোগের,
কিন্তু সবকিছুই হারিয়ে যায় শূণ্যে...


মন্তব্য

ফাহিম হাসান এর ছবি

কবির নাম/নিক জানা হল না। কবিতা খারাপ লাগে নাই কিন্তু-

শিরোনামেই বানান ভুল: শূণ্য - শূন্য

এরপর কবিতায়

আন্ধকার - অন্ধকার
ভূল - ভুল
মরিচীকা - মরীচিকা
পাঁকা - পাকা

এছাড়া কিছু জায়গায় স্পেইসের সমস্যা রয়েছে। যেমন: ভেসেচলা - ভেসে চলা

সংশোধন করে আবার জমা দিতে পারেন।

ভালো থাকবেন।

আশালতা এর ছবি

লক্ষ্য করলে দেখা যাবে যে ইদানিং নতুন অতিথিদের লেখা বেশির ভাগই নামহীন ভাবে আসছে। এটার জন্য বোধ হয় অতিথিদের চাইতে সচলের নির্দেশিকার ভুমিকা বেশি দায়ী। আমি নিজে যখন প্রথম লেখাটা পোস্ট করেছিলাম, তখন আমারটাও নামহীন ছিল। কারন নির্দেশিকায় যেভাবে লেখা আছে তাতে বুঝিনি যে লেখার নিচেই নাম দিতে হয়। জিনিষটা আরও একটু স্পষ্ট করে দিলে একদম নতুনদের এই ভুল হওয়ার কথা নয়।

----------------
স্বপ্ন হোক শক্তি

মুনতাসির মামুন এর ছবি

আমি এই অধ্ম অকবি। সচলে আমার প্রথম লেখা, তাও এত ভুল। আমি কাল রাতে দুই ঘন্টা ধরে ঘুম চোখে এই কবিতাটি টাইপ করেছি।আর আভ্রতে আমি অজ্ঞ। কিন্তু কবিতার চরণ গুলো এলোমেলো কিভাবে হল। সম্পাদনা কিভাবে করব, অতিথি লেখকরা লেখা সম্পাদনার অধিকার রাখে না।

শাহীন হাসান এর ছবি

পড়লাম আপনার কবিতা ....
.....
শুয়ে পড়েছি সবুজ ঘাসের বুকে ...

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।